Thursday, November 14, 2019

সমালোচনার মধ্যে জিও গ্রাহকদের জন্য বড়ো সুখবর!

বেশ কয়েক সপ্তাহ ধরে জিওকে নিয়ে কম সমালোচনা হয়নি। তবে আজকের এই খবরে আপনি যদি জিও গ্রাহক হন তবে অবশ্যই খুশি হবেন। আসলে JioCinema চেন্নাই এর কোম্পানি Sun TV Network এর সাথে হাত মিলিয়েছে। এরফলে জিও গ্রাহকরা জিওসিনেমা অ্যাপে এবার থেকে সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে পাবে।

আমরা জানি JioCinema তে এখন ১,০০,০০০ এর বেশি সিনেমা উপলব্ধ। তবে এই অ্যাপে Sun NXT যুক্ত হওয়ায় কয়েক হাজার সিনেমার সংখ্যা যে বাড়বে তাতে সন্দেহ নেই।

প্রসঙ্গত জিওসিনেমা এর আগে Eros Now, The Walt Disney Company, Voot, ALTBalaji এর সাথেও পার্টনারশীপ করেছিল। এবার Sun NXT এর সাথেও যুক্ত হয়ে গেলো। জিও তরফে এই বিষয়ে জানানো হয়েছে, এর আগে জিওসিনেমাতে ১,০০০ এর বেশি সাউথ ইন্ডিয়ান মুভি ছিল, তবে সান এনএক্সটি এর সাথে হাত মিলিয়ে আমরা আরো বেশি সংখ্যক সিনেমা গ্রাহকদের জন্য উপলব্ধ করবো।

আপনাকে জানিয়ে রাখি আপনি যদি আলাদা ভাবে Sun NXT এর বাৎসরিক সাবস্ক্রিপশন নিতে চান তবে ৪৮৯ টাকা দিতে হবে। কিন্তু জিও গ্রাহক হওয়ায় আপনি বিনামূল্যেই সেই পরিষেবা উপভোগ করতে পারবেন। এর আগে Sun NXT ভোডাফোন আইডিয়ার সাথেও পার্টনারশীপ করেছিল।

- Advertisment -