Samsung Galaxy M53 5G চার্জার ছাড়াই বাজারে আসছে, ফাঁস হল রেন্ডার সহ ফিচার

গত মাসে শুরুর দিকে একটি প্রেস রিলিজের মাধ্যমে স্মার্টফোন সংস্থা স্যামসাং তাদের M-সিরিজের অধীনে Samsung Galaxy M33 5G এবং Galaxy M23 5G- এই দুটি স্মার্টফোনের…

গত মাসে শুরুর দিকে একটি প্রেস রিলিজের মাধ্যমে স্মার্টফোন সংস্থা স্যামসাং তাদের M-সিরিজের অধীনে Samsung Galaxy M33 5G এবং Galaxy M23 5G- এই দুটি স্মার্টফোনের ওপর থেকে পর্দা সরিয়েছে। উন্মোচনের পর এই নতুন ফোনগুলির ডিজাইনের পাশাপাশি বেশিরভাগ স্পেসিফিকেশনও প্রকাশ্যে এসেছে। তবে দক্ষিণ কোরিয়ার সংস্থাটির M-সিরিজে অন্তর্ভুক্ত আরেক আপকামিং স্মার্টফোন, Samsung Galaxy M53 5G এখনও পর্দার অন্তরালেই রয়েছে। তবে এবার একটি নতুন রিপোর্টের মাধ্যমে এই স্যামসাং ডিভাইসটির রেন্ডার সামনে এসেছে, যা থেকে এই ফোনটির ডিজাইন সম্পর্কে আভাস পাওয়া যাচ্ছে। আসুন জেনে নেওয়া যাক Samsung Galaxy M53 5G- এর সম্পর্কে কি কি নতুন তথ্য প্রকাশ্যে এল।

ফাঁস হল Samsung Galaxy M53 5G- এর রেন্ডার

ওয়াইটেকবি (YTECHB)- এর রিপোর্টের মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি এম৫৩ ৫জি-এর রেন্ডার প্রকাশ্যে এসেছে, যা থেকে এই বহু প্রতীক্ষিত ফোনটির ডিজাইন সম্পর্কে প্রথম আভাস পাওয়া গেছে৷ রেন্ডার অনুযায়ী, ডিভাইসটির ব্যাক প্যানেলে স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি-এর মতো একইরকম বর্গাকার ক্যামেরা আইল্যান্ড এবং কোয়াড-ক্যামেরা কাটআউট দেখতে পাওয়া যাবে। এমনকি এর এলইডি ফ্ল্যাশের প্লেসমেন্টও গ্যালাক্সি এম৩৩-এর মতোই হবে।

তবে, স্যামসাং গ্যালাক্সি এম৫৩ ৫জি-এর সামনের দিকটি অবশ্য একেবারেই আলাদা। রেন্ডারটি প্রকাশ করে যে, এই আসন্ন ফোনের স্ক্রিনটি ডিউ-ড্রপ ডিজাইনের পরিবর্তে একটি পাঞ্চ-হোল কাটআউট সহ আসবে। আর ডিভাইসের বেজেলগুলিও গ্যালাক্সি এম৩৩ ৫জি-এর তুলনায় বেশ পাতলা হবে।

স্যামসাং গ্যালাক্সি এম৫৩ ৫জি-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Samsung Galaxy M53 5G Expected Specifications)

স্যামসাং গ্যালাক্সি এম৫৩ ৫জি-এ সর্বাধিক ১২০ হার্টজ রিফ্রেশ রেট পর্যন্ত ৬.৭ ইঞ্চির ফুলএইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এই হ্যান্ডসেটটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর দ্বারা চালিত হবে। এটিতে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। স্যামসাং গ্যালাক্সি এম৫৩ ৫জি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1) কাস্টম স্কিনে রান করবে এবং এটি দশটিরও বেশি ৫জি ব্যান্ড ও ব্লুটুথ ৫.২-এর সাপোর্ট সহ আসবে বলে জানা গেছে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy M53 5G- এর ব্যাক প্যানেলে একটি কোয়াড-ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরা সিস্টেমে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো স্ন্যাপার এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। ফোনের সামনে পাঞ্চ-হোল কাট আউটের মধ্যে, সেলফি এবং ভিডিও কলের জন্য একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখতে পাওয়া যাবে।

সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy M53 5G- এ ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। তবে, শোনা যাচ্ছে স্যামসাং এই ডিভাইসটির রিটেইল বক্সে কোনও চার্জার অন্তর্ভুক্ত করবে না।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন