Samsung-এর এই স্মার্টফোনে Android 12 এবং One UI 4.1 আপডেট চলে এল

গত বছর ভারতে লঞ্চ হওয়া Samsung Galaxy F62-এর রিব্র্যান্ডেড সংস্করণ রূপে Galaxy M62 গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করেছিল। ফ্ল্যাগশিপ প্রসেসর এবং অসীম শক্তিশালী ব্যাটারি মিড-রেঞ্জ স্মার্টফোনটির…

গত বছর ভারতে লঞ্চ হওয়া Samsung Galaxy F62-এর রিব্র্যান্ডেড সংস্করণ রূপে Galaxy M62 গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করেছিল। ফ্ল্যাগশিপ প্রসেসর এবং অসীম শক্তিশালী ব্যাটারি মিড-রেঞ্জ স্মার্টফোনটির ইউএসপি ছিল। Galaxy M62 এবার Android 12-এর উপর ভিত্তি করে One UI 4.1 আপডেট পেতে শুরু করেছে বলে খবর সামনে এসেছে।

রিপোর্ট অনুযায়ী, সৌদি আরব, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরশাহী, এবং ব্রাজিলে ওই আপডেটে রোলআউটের সূচনা হয়েছে‌। Samsung Galaxy M62 যতগুলি রিজিওনে উপলব্ধ, ধীরে ধীরে সব অঞ্চলেও নতুন সিস্টেম আপডেট পৌঁছে যাবে বলে আশা করা যায়।

Galaxy M62 অরিজিনালি Android 11-এর সাথে লঞ্চ হয়েছিল। আর এখন লেটেস্ট Android 12 বেসড One UI 4.0 আপডেট উন্নত ডিজাইনের পাশাপাশি বিভিন্ন নতুন ফিচার নিয়ে এসেছে। আপডেটের মধ্যে বাগ ফিক্স, পারফরম্যান্স ইমপ্রুভমেন্ট, এবং ডিভাইস স্টেবিলিটি বান্ডেল করা হয়েছে‌। নতুন অপারেটিং সিস্টেমে আপডেট হওয়ার পর Samsung Galaxy M62-এর সিকিয়োরিটি প্যাচ লেভেলও মার্চে আপগ্রেড হয়েছে‌। এই নয়া আপডেট M625FXXU2BVC3 ফার্মওয়্যার ভার্সনের সঙ্গে এসেছে।

Samsung Galaxy M62-এর স্পেসিফিকেশনগুলির কথা বললে, এতে ৬.৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ফুল-এইচডি+ ডিসপ্লে, এক্সিনস ৯৮২৫ প্রসেসর, ৬৪ মেগাপিক্সেল (ওয়াইড) + ১২ মেগাপিক্সেল (আল্ট্রাওয়াইড) + ৫ মেগাপিক্সেল (ম্যাক্রো) + ৫ মেগাপিক্সেল (ডেপ্থ) ক্যামেরা + ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৭,০০০ এমএএইচ ব্যাটারি বর্তমান।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন