2022 Yamaha XSR700: নয়া আপডেট-সহ ইয়ামাহার রেট্রো ডিজাইনের এই পাওয়ারফুল বাইক সামনে এল

XSR700 রেট্রো বাইকের আপডেটেড সংস্করণ (2022) জাপানের বাজারে উন্মোচন করল ইয়ামাহা (Yamaha)। নতুন মডেলটিও MT-07-এর উপর ভিত্তি করেই তৈরি হয়েছে। এতে একাধিক আপডেট দেওয়া হয়েছে।…

XSR700 রেট্রো বাইকের আপডেটেড সংস্করণ (2022) জাপানের বাজারে উন্মোচন করল ইয়ামাহা (Yamaha)। নতুন মডেলটিও MT-07-এর উপর ভিত্তি করেই তৈরি হয়েছে। এতে একাধিক আপডেট দেওয়া হয়েছে। রয়েছে একগুচ্ছ নতুন ফিচার। আবার বাইকটির বৃহত্তর ভার্সন XSR900-এর কিছু বৈশিষ্ট্য 2022 Yamaha XSR700-তেও উপস্থিত।

নতুন Yamaha XSR700 দু’টি নতুন ডুয়েল টোন পেইন্ট স্কিমে এসেছে। এটি ব্ল্যাক কালার অপশনের সাথে গোল্ডেন গ্রাফিক্স ও গোল্ডেন হুইল পেয়েছে। আবার হোয়াইট কালার অপশনে ট্যাঙ্কের উপরে ব্লু হাইলাইট বর্তমান। আগের তুলনায় ছোট এলইডি হেডল্যাম্প, এলইডি ইন্ডিকেটর এবং টেলল্যাম্প রয়েছে। আবার বাইকটির বৃহত্তর ভার্সন XSR900-এর ৩.৫ ইঞ্চি টিএফটি স্ক্রিন দেওয়া হয়েছে। পুরনো মডেলের এলসিডি ইউনিটটি ছিল গোল।

নতুন ফিচার ছাড়াও 2022 Yamaha XSR700-র কারিগরিতে কিছু পরিবর্তন ঘটানো হয়েছে। যেমন আগের মতই ৬৮৮ সিসি, প্যারালাল ট্যুইন ইঞ্জিন সহ এলেও নয়া মডেলটি থেকে ৭৩.৪ বিএইচপি আউটপুট পাওয়া যাবে, যা ১.৪ বিএইচপি কম। তবে টর্কের আউটপুট একই রয়েছে, ৬৭ এনএম। এছাড়া আগের মডেলটির মতো, ২০২২-এও ৬-স্পিড গিয়ার বক্স রয়েছে।

অন্যদিকে প্রিমিয়াম বাইকটির ওজন আগের তুলনায় দু’কেজি বাড়িয়ে ১৮৮‌ কেজি করা হয়েছে। দাম সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি, লঞ্চের পরই তা নির্দিষ্টভাবে বলা সম্ভব। মোটরসাইকেলটি জাপানের বাজারে উন্মোচিত হলেও, ভারতের বাজারে খুব শীঘ্রই লঞ্চ হচ্ছে না।