ভারতে তৈরি গাড়ির চাহিদা বাড়ছে বিদেশে, রপ্তানিতে সেরা Maruti Suzuki, তারপরে Hyundai

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের ফলে পেট্রোল-ডিজেলের ঝাঁঝালো মূল্য, গাড়ির কাঁচামালের খরচ বেড়ে যাওয়া, ফলত গাড়ির দাম বৃদ্ধি পাওয়া – এতকিছু প্রতিকূল পরিস্থিতির মধ্যে যাত্রীবাহী গাড়ি রফতানিতে আশার…

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের ফলে পেট্রোল-ডিজেলের ঝাঁঝালো মূল্য, গাড়ির কাঁচামালের খরচ বেড়ে যাওয়া, ফলত গাড়ির দাম বৃদ্ধি পাওয়া – এতকিছু প্রতিকূল পরিস্থিতির মধ্যে যাত্রীবাহী গাড়ি রফতানিতে আশার আলো দেখলো মারুতি সুজুকি (Maruti Suzuki)। গাড়ি উৎপাদনে বৃহত্তম সংস্থাটি এবার রফতানির ক্ষেত্রেও শীর্ষস্থানটি নিজের দখলে রাখতে পেরেছে। গত অর্থবর্ষে দেশে ৪০% বৃদ্ধি পেয়েছে যাত্রীগাড়ির রফতানি। পাশাপাশি প্রথম সারির গাড়ি সংস্থাগুলির হাত ধরে অন্যান্য বছরের তুলনায় ২০২১-২২ অর্থবর্ষে গাড়ি রফতানিতে সার্বিকভাবে ভারত নতুন মাইলফলক স্পর্শ করেছে।

সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারারস (SIAM)-এর তথ্য অনুযায়ী, গত ১২ মাসে ভারত থেকে বিদেশের বাজারে মোট ৫,৭৭,৮৭৫টি যাত্রীবাহী গাড়ি রফতানি হয়েছে। ২০২০-২১-এ যেই সংখ্যাটি ছিল ৪,০৪,৩৯৭। ফলে গত অর্থবর্ষে রফতানিতে ৪৩% উত্থান ঘটেছে। আবার উক্ত সময়ে রফতানির জন্য জাহাজে পাঠানো গাড়ির সংখ্যা ৩,৭৪,৯৮৬ হওয়ায় এর হার ৪২% বেড়েছে। অন্যদিকে ইউটিলিটি ভেহিকেল বা কেজো গাড়ির রফতানি ২,০১,০৩৬টি হওয়ায় ৪৬% বৃদ্ধি পেয়েছে। আগের অর্থবছরের তুলনায় ২০২১-২২- এ ভ্যান গাড়ির রফতানিও ১,৬৪৮ থেকে বেড়ে ১,৮৫৩ হয়েছে।

এই প্রসঙ্গে মারুতি সুজুকির ভারতীয় শাখার ম্যানেজিং ডিরেক্টর হিসাশি টাকিউচি সংস্থার রফতানি বৃদ্ধির কারণস্বরূপ আন্তর্জাতিক বাজারে গাড়ির চাহিদার সাথে সেমিকন্ডাক্টর চিপের জোগান বাড়ার কথা বলেছেন। তাঁর কথায়, “দেশীয় বাজারের জন্য আমাদের গাড়ির উৎপাদন সীমিত, কারণ সেমিকনডাক্টর চিপের আকাল। সৌভাগ্যবশত, আমরা রফতানির জন্য বেশি পরিমাণে সেমিকন্ডাক্টর চিপ পেয়েছি।” অন্যদিকে সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর কর্পোরেট অ্যাফেয়ার্স রাহুল ভারতি বলেন, “গত দুই বছরে রপ্তানি বাড়ানোর জন্য আমরা নতুনভাবে প্রচেষ্টা করেছি।”

প্রসঙ্গত, যাত্রী গাড়ি রফতানিতে মারুতি সুজুকির পরবর্তী দুটি সংস্থা হল হুন্ডায় মোটর (Hyundai Motor) এবং কিয়া ইন্ডিয়া (Kia India)। গত অর্থবর্ষে মারুতি মোট ২,৩৫,৬৭০টি গাড়ি রফতানি করেছে। ২০২০-২১-এ ৯৪,৯৩৮টি রফতানির চাইতে যা দ্বিগুনের অধিক। রপ্তানিকৃত গাড়িগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে Maruti Suzuki Baleno, Dzire, Swift, S-Presso এবং Brezza। যেগুলি ল্যাটিন আমেরিকা, এশিয়া, আফ্রিকা, মিডিল ইস্ট এবং প্রতিবেশী দেশগুলিতে পাঠানো হয়েছে। এদিকে, হুন্ডায় গত অর্থবর্ষে ১,২৯,২৬০টি এবং কিয়া ৫০,৮৬৪টি গাড়ি বিদেশের বাজারে বিক্রি করেছে।