Redmi Note 12 Pro+, Redmi Note 12 Pro কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে আসছে, দেখা গেল TENAA সাইটে

স্মার্টফোন ব্র্যান্ড রেডমি এবছর জানুয়ারিতে তাদের Note 11 সিরিজের অধীনে উন্মোচন করেছে Redmi Note 11 Pro ফোনটি, আবার মার্চে টপ-এন্ড Redmi Note 11 Pro+ 5G…

স্মার্টফোন ব্র্যান্ড রেডমি এবছর জানুয়ারিতে তাদের Note 11 সিরিজের অধীনে উন্মোচন করেছে Redmi Note 11 Pro ফোনটি, আবার মার্চে টপ-এন্ড Redmi Note 11 Pro+ 5G লঞ্চ হয়েছে। তবে বাজারে Redmi Note 11 সিরিজ লঞ্চ হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন Redmi Note 12 Pro সিরিজটি নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। এই সিরিজের দুটি স্মার্টফোনকে দেখা গেছে চীনের TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে। সাইটের তালিকাটি এই হ্যান্ডসেটেগুলির মডেল নম্বর, ব্যাটারির বিবরণ এবং ডিসপ্লে ফিচারগুলির মতো প্রধান বৈশিষ্ট্যগুলি প্রকাশ করেছে। যদিও ব্র্যান্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই প্রত্যাশিত সিরিজটির লঞ্চের তারিখটি নিশ্চিত করা হয়নি, তবে TENAA তালিকাটি থেকে অনুমান করা হচ্ছে এই সিরিজটি চলতি বছরই চীনের বাজারে আত্মপ্রকাশ করবে।

Redmi Note 12 Pro সিরিজের স্মার্টফোনকে দেখতে পাওয়া গেল TENAA সার্টিফিকেশন সাইটে

পরিচিত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-তে টেনা সার্টিফিকেশন সাইটের তালিকায় প্রস্তাবিত বিশদ বিবরণের স্ক্রিনশট তুলে শেয়ার করেছেন। সাইটে তালিকাভুক্ত 22041216C মডেল নম্বরের হ্যান্ডসেটটি রেডমি নোট ১২ প্রো বলে মনে করা হচ্ছে, আবার 22041216UC মডেল নম্বর যুক্ত ফোনটি রেডমি নোট ১২ প্রো প্লাস হবে বলেই অনুমান। তালিকা অনুসারে, উভয় ডিভাইসের ডিসপ্লের আকার ও পরিমাপ একই হবে।

সেক্ষেত্রে, রেডমি নোট ১২ প্রো সিরিজের ফোনগুলিতে ৬.৬ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। উভয় মডেলই অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) ইউজার ইন্টারফেসে রান করবে। এছাড়া উভয় মডেলের পরিমাপ ১৬৩.৬৪ x ৭৪.২৯ x ৮.৮ মিলিমিটার হবে।

অন্যদিকে, তালিকাভুক্ত Redmi Note 12 Pro মডেলটিতে ৪,৯৮০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এতে Redmi Note 11 Pro+ 5G-এর মতো ১২০ হার্টজ ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করতে পারে। এই মডেলটি ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ- এই দুটি স্টোরেজ অপশনে বাজারে লঞ্চ হতে পারে। আবার Redmi Note 12 Pro+ মডেলটিও অনুরূপ স্টোরেজ কনফিগারেশনের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। তবে, ‘Pro Plus’ মডেলে Redmi Note 12 Pro-এর থেকে ছোট, ৪,৩০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে।

এছাড়া, আসন্ন Redmi Note 12 সিরিজটি এর পূর্বসূরীদের তুলনায় আরও ভাল পারফরম্যান্স প্রদান করবে বলে আশা করা হচ্ছে এবং এই হ্যান্ডসেটগুলিতে কোয়ালকমের পরিবর্তে মিডিয়াটেক প্রসেসর ব্যবহার করা হতে পারে। আসন্ন Redmi Note 12 মডেলে মিডিয়াটেকের লেটেস্ট ডাইমেনসিটি ১৩০০ বা ডাইমেনসিটি ৮০০০ – এই চিপগুলির মধ্যে কোনটি ব্যবহার করা হবে তা এখনও নিশ্চিত নয়।

Redmi Note 12 Pro এবং Note 12 Pro+ – এর সম্ভাব্য লঞ্চের তারিখ

যদিও TENAA- এর তালিকাগুলি আসন্ন ফ্ল্যাগশিপ ফোনগুলি সম্পর্কে সমস্ত বিবরণ প্রকাশ করেনি, তবে শোনা যাচ্ছে যে এই সিরিজের ফোনগুলি চলতি বছরের মে মাসে চীনে উন্মোচিত হবে। আর ভারতের বাজারে Redmi Note 12 সিরিজটি সেপ্টেম্বর মাস নাগাদ আত্মপ্রকাশ করতে পারে।

ভারতে Redmi Note 12 Pro, Note 12 Pro+ – এর সম্ভাব্য মূল্য

ভারতের বাজারে রেডমির লেটেস্ট নোট সিরিজে অন্তর্ভুক্ত Redmi Note 11 Pro+ 5G-এর দাম ২০,০০০ টাকার ওপরে রাখা হয়েছে। আশা করা হচ্ছে আপকামিং Redmi Note 12 Pro-এর দাম ১৫,০০০ থেকে ১৮,০০০ টাকার মধ্যে হতে পারে, যেখানে Redmi Note 12 Pro+-এর দাম প্রায় ২৩,০০০ টাকা থেকে শুরু হতে পারে৷