সফটওয়্যার আপডেটে বাকিদের পিছনে ফেলছে Samsung, এবার Android 12 বেসড One UI 4.1 পেল এই স্মার্টফোন

স্যামসাং খুব দ্রুত গতিতে তাদের বিভিন্ন হ্যান্ডসেটে Android 12 নির্ভর One UI 4.1 আপডেট রোলআউট করছে। সম্প্রতি সংস্থার M সিরিজের অধীনস্থ Galaxy M62 ও Galaxy…

স্যামসাং খুব দ্রুত গতিতে তাদের বিভিন্ন হ্যান্ডসেটে Android 12 নির্ভর One UI 4.1 আপডেট রোলআউট করছে। সম্প্রতি সংস্থার M সিরিজের অধীনস্থ Galaxy M62 ও Galaxy M51, Galaxy M31 স্মার্টফোনে স্যামসাংয়ের নতুন মোবাইল অপারেটিং সিস্টেমের স্টেবেল ভার্সন রোলআউট হয়েছে। এবার ২০২০ সালে লঞ্চ হওয়া Samsung Galaxy M31s মডেলে আপডেটটি রিলিজ হয়েছে বলে খবর সামনে এসেছে।

Galaxy M31s অরিজিনালি Android 10-বেসড One UI 2.5 কাস্টম স্কিনের সাথে আত্মপ্রকাশ করেছিল। পরে এতে Android 11-এর উপর ভিত্তি করে One UI 2.5 আপডেট দেওয়া হয়। এবার ফোনটি অ্যান্ড্রয়েডের দ্বিতীয় মেজর আপগ্রেড পেল। নয়া আপডেটে মার্চের সিকিউরিটি প্যাচের পাশাপাশি বিভিন্ন বাগ ফিক্স ও পারফরম্যান্স ইমপ্রুভমেন্ট করবে বলে দাবি করা হয়েছে‌।

স্যামমোবাইলের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে রাশিয়ায় Galaxy M31s ব্যবহারকারীদের জন্য আপডেটটি উপলব্ধ। এটি M317FXXU3DVDR ফার্মওয়্যার ভার্সনের সঙ্গে এসেছে। One UI 4.1 স্মার্টফোনের ইউজার ইন্টারফেসে বদলে এনেছে। নতুন কালার প্যালেট ফিচার ওয়ালপেপারের রঙের উপর নির্ভর করে ইউআই-এর কালার মডিফাই করে‌।

মাই ফাইলস, স্যামসাং গ্যালারি, স্যামসাং ইন্টারনেট, ও স্যামসাং কীবোর্ড অ্যাপও আপডেট করা হয়েছে। আবার কোনও অ্যাপ মাইক্রোফোন বা ক্যামেরা ব্যবহার করলে তা সিকিউরিটির ইন্ডিকেটরের মাধ্যমে বুঝতে পারবে ইউজাররা। Samsung Galaxy M31s গ্লোবাল মার্কেটে কবে এই আপডেট পাবে, তা এখনও সংস্থার তরফে জানানো হয়নি। উল্লেখ্য, Galaxy M31s-এর থেকে একটু কম পাওয়ারফুল M31 সম্প্রতি ভারতে One UI 4.1 আপডেট পেয়েছে।