Redmi Pad 5G ট্যাবলেট বাজারে আনার ইঙ্গিত Xiaomi-র, কবে নাগাদ আসতে পারে?

সম্প্রতি স্মার্টফোন ব্র্যান্ড রেডমি তাদের নতুন Redmi Note 12 সিরিজটির লঞ্চের জন্য একটি টিজার প্রকাশ করেছে। তবে এই টিজারের মুক্তির পর মনে করা হচ্ছে যে,…

সম্প্রতি স্মার্টফোন ব্র্যান্ড রেডমি তাদের নতুন Redmi Note 12 সিরিজটির লঞ্চের জন্য একটি টিজার প্রকাশ করেছে। তবে এই টিজারের মুক্তির পর মনে করা হচ্ছে যে, এই স্মার্টফোনগুলি ছাড়াও সংস্থাটি একটি ট্যাবলেট নিয়ে কাজ করছে। কেননা এখন সম্প্রতি একটি এমআইইউআই ১৩ (MIUI 13) সমীক্ষায় সামনে এসেছে যে, রেডমি শীঘ্রই একটি নতুন ট্যাবলেট লঞ্চ করতে পারে, যা Redmi Pad 5G নামে বাজারে আত্মপ্রকাশ করবে।

Xiaomi-এর সমীক্ষায় পাওয়া গেল নতুন Redmi Pad 5G- এর বাজারে আসার ইঙ্গিত

সমীক্ষাটি গত ৩০ এপ্রিল এমআইইউআই (MIUI) ফোরামে প্রকাশিত হয়েছিল। সমীক্ষাটি করা হয়েছিল চীনে শাওমির এমআইইউআই ১৩ (MIUI 13) ম্যাজিক শেয়ারিং পরিষেবার লেটেস্ট আপডেটের বিষয়ে প্রতিক্রিয়া সংগ্রহ করার জন্য। এই পরিষেবাটি অ্যাপল এয়ারড্রপ (Apple Airdrop) পরিষেবার অনুরূপ, যা শাওমি ডিভাইসগুলিকে এমআইইউআই (MIUI) ইকোসিস্টেম জুড়ে নির্বিঘ্নে ফাইল এবং ডেটা স্থানান্তর করতে দেয়৷ সমীক্ষায় কোন শাওমি ট্যাবলেট তারা ব্যবহার করছেন সেই বিষয়ে একটি প্রশ্ন ছিল এবং উত্তরগুলির মধ্যে চারটি বিকল্প ছিল- শাওমি প্যাড ৫, শাওমি প্যাড ৫ প্রো, রেডমি প্যাড ৫জি এবং অন্যান্য।

প্রসঙ্গত, প্রশ্নের উত্তরে শাওমি প্যাড ৫ এবং শাওমি প্যাড ৫ প্রো-এর বিকল্পগুলি থাকা আশ্চর্যের বিষয় নয়, কারণ এই দুটি ট্যাবলেটই গত বছর বাজারে লঞ্চ হয়েছে৷ কিন্তু উল্লেখযোগ্যভাবে শাওমি এই উত্তরে একটি নতুন বিকল্প যোগ করেছে, যেটি হল রেডমি প্যাড ৫জি৷ আপাতত এই ট্যাবটি সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি, কারণ ডিভাইসটি সম্পর্কে কোনও রিপোর্ট সামনে আসেনি। কিন্তু যেহেতু এই নামটি নিশ্চিত করা হয়েছে, তাই অনুমান করা যায়, রেডমি প্যাড ৫জি এখনও নির্মাণের পর্যায়ে থাকতে পারে এবং চলতি বছরের শেষের দিকেই ডিভাইসটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

জানিয়ে রাখি, Xiaomi Pad 5 এবং Pro 5 Pro দুটি ট্যাবই ক্রেতাদের কেনার জন্য বাজারে উপলব্ধ রয়েছে। উভয় ডিভাইসেই আছে ১১ ইঞ্চির ডিসপ্লে, যা ২.৫ কে (2.5K) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। রেগুলার মডেলটি কোয়ালকমের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮৬০ এবং প্রো মডেলটি স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দ্বারা চালিত। ভারতে কেবল Xiaomi Pad 5 মডেলটি পাওয়া যাবে, যার দাম শুরু হয়েছে ২৬,৯৯৯ টাকা থেকে।