Maruti Suzuki: নতুন কারখানা গড়তে 11 হাজার কোটি টাকা লগ্নি করবে মারুতি, জমি দিল হরিয়ানা

হরিয়ানায় গড়ে উঠতে চলেছে দেশের বৃহত্তম গাড়ি নির্মাণকারী মারুতি সুজুকি (Maruti Suzuki)-র নতুন কারখানা। উৎপাদন শুরু হওয়ার পর যা হয়ে উঠতে পারে ভারতে সংস্থাটির সবচেয়ে…

হরিয়ানায় গড়ে উঠতে চলেছে দেশের বৃহত্তম গাড়ি নির্মাণকারী মারুতি সুজুকি (Maruti Suzuki)-র নতুন কারখানা। উৎপাদন শুরু হওয়ার পর যা হয়ে উঠতে পারে ভারতে সংস্থাটির সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি। গতকাল হরিয়ানা সরকার জমি দিল মারুতিকে। উল্লেখ্য, মারুতির গুরুগ্রামের উৎপাদন কেন্দ্রটি লোকালয়ের কাছাকাছি হওয়ায় ট্রাফিক ও রাস্তায় যানজটের সমস্যা লেগেই আছে। ফলে হরিয়ানার সোনিপতে একটি নিরিবিলি জায়গায় সংস্থার নতুন কারখানার নির্মাণ শুরু হবে নিয়ে বিভিন্ন মহলে জল্পনা চলছিল। মারুতির আনুষ্ঠানিক ঘোষণায় তাতে এবার সিলমোহর পড়ল।

গতকাল মারুতি সুজুকি এক বিবৃতিতে জানিয়েছে, “ সোনিপত জেলার আইএমটি খারখোদাতে ৮০০ একর জমি দেওয়ার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।” HSIIDC বা হরিয়ানা স্টেট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের সাথে যৌথভাবে সেই কাজ সম্পূর্ণ হয়েছে।

সূত্রের খবর, নতুন কারখানায় বার্ষিক ২,৫০,০০০ ইউনিট গাড়ি উৎপাদন হবে বলে প্রত্যাশা করছে মারুতি। প্রথম পর্যায়ে ১১ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে সেখানে। ২০২৫-এর মধ্যেই নয়া ফেসিলিটিতে ম্যানুফ্যাকচারিং শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অধিগ্রহণ করা জমিতে প্রয়োজন পড়লে ভবিষ্যতে আরও উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হবে বলেও জানিয়েছে মারুতি।

বর্তমানে মারুতি সুজুকি তাদের গুরুগ্রাম ও মানেসরের কারখানায় বছরে ২০ লক্ষের বেশি গাড়ি নির্মাণ করতে পারে‌। যদিও বছরে দু’টি কেন্দ্রের সম্মিলিত উৎপাদন ক্ষমতা ১৫ লক্ষ ৮০ হাজার ইউনিট। অন্য দিকে, সংস্থাটির গুজরাতের কারখানার ম্যানূফ্যাকচারিং ক্যাপাসিটি ৫ লক্ষ ইউনিট।