রেডমির সবচেয়ে শক্তিশালী ফোন Redmi K50 Ultra আসছে Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাথে

গত ফেব্রুয়ারিতে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রেডমি চীনে Qualcomm Snapdragon 8 Gen 1 চালিত Redmi K50G /Gaming Edition হ্যান্ডসেটটি উন্মোচন করে। তার পরের মাসেই সংস্থা MediaTek…

গত ফেব্রুয়ারিতে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রেডমি চীনে Qualcomm Snapdragon 8 Gen 1 চালিত Redmi K50G /Gaming Edition হ্যান্ডসেটটি উন্মোচন করে। তার পরের মাসেই সংস্থা MediaTek Dimensity 8100 এবং Dimensity 900 প্রসেসরের সাথে যথাক্রমে Redmi K50 এবং Redmi K50 Pro মডেল দুটি বাজারে আনে। এখন আবার এক চীনা টিপস্টারের বক্তব্য থেকে মনে করা হচ্ছে যে, রেডমি তাদের K50 সিরিজে অন্তর্ভুক্ত একটি নতুন শক্তিশালী ফ্ল্যাগশিপ ফোনের ওপর কাজ করছে। এই মডেলটি Redmi K50 Ultra নামে আগামী কয়েক মাসের মধ্যে চীনের বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

Redmi K50 Ultra শীঘ্রই আসছে চীনের বাজারে

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-এর একটি পোস্টে জানিয়েছেন, বর্তমানে শাওমির সাব-ব্র্যান্ড রেডমি চলতি বছরের দ্বিতীয়ার্ধের জন্য লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত ফ্ল্যাগশিপ ফোনের ওপর কাজ করছে। তিনি আরও বলেছেন যে, ডিভাইসটিতে ফ্ল্যাট ডিসপ্লে দেখতে পাওয়া যাবে, যা কোয়াড এইচডি+ রেজোলিউশন অফার করতে পারে এবং ডিভাইসটি ১০০ ওয়াট (বা ১২০ ওয়াট) ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করতে পারে।

যদিও, তিনি তার পোস্টে স্পষ্টভাবে ডিভাইসটির নাম উল্লেখ করেননি, তবে মনে করা হচ্ছে ডিভাইসটিকে রেডমি কে৫০ আল্ট্রা বলে ডাকা হতে পারে। উল্লেখিত স্পেসিফিকেশনগুলি দেখে আন্দাজ করা যায় যে, এটি সবচেয়ে শক্তিশালী রেডমি ফ্ল্যাগশিপ ফোন হিসাবে আসতে পারে। টিপস্টার আরও উল্লেখ করেছেন যে, এই একই ফোনের একটি মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট ভ্যারিয়েন্টও বাজারে লঞ্চ হতে পারে।

প্রসঙ্গত, বেশ কিছু স্মার্টফোন অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার বা ওইএম (OEM) এবছরের দ্বিতীয়ার্ধে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। তবে তার মধ্যে সম্ভবত মোটোরোলাই প্রথম ব্র্যান্ড হবে, যারা কোয়ালকমের এই সাম্প্রতিক প্রসেসরের সাথে তাদের আপকামিং হ্যান্ডসেট উন্মোচন করবে।

এছাড়া, SD8+G1 চিপ সম্বলিত অন্যান্য ডিভাইসগুলির মধ্যে রয়েছে Realme GT 2 Master Explorer Edition, Xiaomi 12S সিরিজ, iQOO 10 সিরিজ, OnePlus 10 Ultra, Samsung Galaxy Z Flip 4 এবং Galaxy Z Fold 4। তবে মনে করা হচ্ছে, আসন্ন Redmi K50 Ultra মডেলটি স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট যুক্ত সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফোনগুলির মধ্যে অন্যতম হবে৷ আশা করা যায়, আগামী দিনে এই রেডমি ফোনটির সম্পর্কে আরও তথ্য জানতে পারা যাবে।