লঞ্চের আগেই Google Pixel 6a‌ ফোনের আনবক্সিং ভিডিও ফাঁস, কি কি তথ্য সামনে এল

প্রখ্যাত প্রযুক্তি সংস্থা গুগল (Google)-এর Pixel ব্র্যান্ডের ফোনগুলি বরাবরই অভিনব ডিজাইনের সাথে সাথে হাই এন্ড স্পেসিফিকেশন অফার করে থাকে। এই সিরিজে প্রিমিয়াম ক্যাটাগরির ফোনগুলির পাশাপাশি…

প্রখ্যাত প্রযুক্তি সংস্থা গুগল (Google)-এর Pixel ব্র্যান্ডের ফোনগুলি বরাবরই অভিনব ডিজাইনের সাথে সাথে হাই এন্ড স্পেসিফিকেশন অফার করে থাকে। এই সিরিজে প্রিমিয়াম ক্যাটাগরির ফোনগুলির পাশাপাশি সংস্থা, মধ্যবিত্ত ক্রেতাদের কথা মাথায় রেখে সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেটও বাজারে আনে। যেমন গত মাসেই সংস্থা তাদের অ্যানুয়াল ডেভেলপার কনফারেন্স ইভেন্ট, Google I/O 2022-এ Pixel 6 সিরিজে অন্তর্ভুক্ত সাশ্রয়ী মূল্যের Google Pixel 6a মডেলটির ওপর থেকে পর্দা সরিয়েছে। এই ইভেন্টেই নিশ্চিত করা হয়েছিল যে, এই নতুন পিক্সেল ফোনটি আগামী ২৮ জুলাই থেকে বাজারে উপলব্ধ হবে। তবে তার আগেই এখন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, টিকটক (TikTok)-এ Pixel 6a-এর একটি আনবক্সিং ভিডিও আপলোড করা হয়েছে, যা ফোনটির চেহারাটি দেখিয়েছে।

সামনে এল Google Pixel 6a-এর আনবক্সিং ভিডিও

টিকটক ইউজার অ্যানজাঙ্গজ (anjangz) তার নিজস্ব চ্যানেলে নতুন গুগল পিক্সেল ৬এ-এর আনবক্সিং ভিডিওটি শেয়ার করেছেন। যেখানে হ্যান্ডসেটিকে চারকোল কালারে দেখা গেছে, এবং এর কিছু বাহ্যিক অংশও প্রকাশ্যে এসেছে। প্যাকেজিংয়ের ভিতরে ডিভাইসটি উল্টো করে রাখা হয়েছিল, তবে এটি সরানোর পর এতে অন্তর্ভুক্ত পোর্টগুলি দৃশ্যমান হয়। গুগল পিক্সেল ৬এ-এর ডিসপ্লেটি একটি শীট দিয়ে আচ্ছাদিত ছিল, আর এই শীটের ওপর বেশ কয়েকটি লেবেলও দেখতে পাওয়া গেছে, যা নির্দেশ করছে যে এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।

এছাড়া, গুগল পিক্সেল ৬এ-এর প্যাকেজে একটি ইউএসবি-সি তারের সাথে একটি ইউএসবি-সি চার্জার রয়েছে। পাওয়ার অ্যাডাপ্টারটি গুগল টেন্সর ব্র্যান্ডিংয়ের সাথে এসেছে। ৫৯ সেকেন্ডের এই ভিডিওটি আরও কিছু তথ্য প্রকাশ করেছে। যেমন পিক্সেল ৬এ মডেলটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে। এটি ৪ জিবি র‍্যাম এবং ১২৮ স্টোরেজের সাথে আসবে। এর পাশাপাশি হ্যান্ডসেটটি ৪,৪১০ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত হবে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। গুগল পিক্সেল ৬এ ৫জি কানেক্টিভিটি সাপোর্ট করবে বলেও জানা গেছে।

প্রসঙ্গত, গত মাসেই Google I/O 2022 ইভেন্টে জানা গেছে যে, Google Pixel 6a ৬০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.১ ইঞ্চির ফুল-এইচডি+ ওলেড স্ক্রিনের সাথে আসবে। ফোনটির ডিসপ্লেতে গরিলা গ্লাস ৩ (Gorilla Glass 3)-এর সুরক্ষা মিলবে। Pixel 6a-এর ব্যাক প্যানেলের অনুভূমিক বারটিতে একটি এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ অবস্থান করবে, যার মধ্যে ১২.২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত থাকবে৷ Google Pixel 6a মডেলটি জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৭ (IP67) রেটিং সহ আসবে এবং এটি আগামী ২৮ জুলাই থেকে বিশ্বব্যাপী মার্কেটে উপলব্ধ হবে।