Xiaomi 12 Ultra আসছে Leica ক্যামেরার সাথে, নিশ্চিত করল নয়া রেন্ডার

গতবছর ডিসেম্বরের শেষের দিকে চীনের বাজারে Xiaomi 12 সিরিজে অন্তর্ভুক্ত Xiaomi 12, 12X এবং 12 Pro-এই তিনটি ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট উন্মোচিত হয়। তবে শোনা যাচ্ছিল এখানেই…

গতবছর ডিসেম্বরের শেষের দিকে চীনের বাজারে Xiaomi 12 সিরিজে অন্তর্ভুক্ত Xiaomi 12, 12X এবং 12 Pro-এই তিনটি ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট উন্মোচিত হয়। তবে শোনা যাচ্ছিল এখানেই থেমে থাকবেনা সংস্থা। তারা এই লাইনআপের অধীনে Xiaomi 12 Ultra মডেলটি শীঘ্রই বাজারে লঞ্চ করবে। এমনকি চলতি বছরের শুরু থেকেই বিভিন্ন রিপোর্ট এবং সূত্র মারফৎ এই আপকামিং স্মার্টফোনটির একাধিক বৈশিষ্ট্যের পাশাপাশি এর ডিজাইনটিও প্রকাশ্যে এসেছে। তারমধ্যে বেশিরভাগ লিক থেকেই জানা গেছে যে, 12 Ultra-এর রিয়ার প্যানেলে কোনও সেকেন্ডারি ডিসপ্লে থাকবে না। পরিবর্তে, এটি ক্যামেরা এবং সেন্সরের জন্য একাধিক কাটআউট সহ একটি বিশাল বৃত্তাকার ক্যামেরা মডিউল সহ আসবে। এখন আবার এক সুপরিচিত টিপস্টার Xiaomi 12 Ultra-এর সিএডি (CAD) রেন্ডারগুলি প্রকাশ করেছেন। এই নতুন ছবি আগে ফাঁস হওয়া রেন্ডারগুলিকে সমর্থন করে৷

ফাঁস হল Xiaomi 12 Ultra- এর CAD রেন্ডার

টিপস্টার স্টিভ হ্যামারস্টোফার, জোউটনের সাথে হাত মিলিয়ে শাওমি ১২ আল্ট্রা-এর সিএডি (CAD) রেন্ডারগুলি শেয়ার করেছেন। রেন্ডার অনুযায়ী, এই হ্যান্ডসেটের সামনে কার্ভড এজের সাথে পাঞ্চ-হোল ডিসপ্লে দেখা যাবে। ডিভাইসটির পরিমাপ হবে ১৬১.৯ x ৭৪.৩ x ৯.৫ মিলিমিটার। এর অর্থ হল শাওমি ১২ আল্ট্রা গত বছর লঞ্চ হওয়া পূর্বসূরি শাওমি এমআই ১১ আল্ট্রা-এর থেকে পুরু এবং সামান্য ছোট, যার পরিমাপ ছিল ১৬৪.৩ x ৭৪.৬ x ৮.৪ মিলিমিটার। এটি ইঙ্গিত করছে যে, নতুন ১২ আল্ট্রায় বিশাল পূর্বসূরির মতো ৬.৮১ ইঞ্চির স্ক্রিন নাও থাকতে পারে। বরং শোনা যাচ্ছে, এটিতে ৬.৬ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) প্যানেল দেওয়া হতে পারে।

আবার, শাওমি ১২ আল্ট্রা-এর ব্যাক প্যানেলে লাইকা (Leica) ব্র্যান্ডিং সহ বিশাল ক্যামেরা সেটআপ অবস্থান করবে। এই ক্যামেরা সিস্টেমে সাতটির মতো ক্যামেরা কাটআউট থাকবে। তারমধ্যে চারটি ক্যামেরা এবং তিনটি সেন্সর অন্তর্ভুক্ত থাকবে বলে মনে করা হচ্ছে।

শাওমি ১২ আল্ট্রা-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Xiaomi 12 Ultra Expected Specifications)

শাওমি ১২ আল্ট্রা ফোনে ৬.৬ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা কোয়াড-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করতে পারে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত হতে পারে। এতে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

ফটোগ্রাফির জন্য, Xiaomi 12 Ultra-এর রিয়ার ক্যামেরা মডিউলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, ৪৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স অন্তর্ভুক্ত থাকতে পারে। আর ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ১৬ মেগাপিক্সেল বা ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 12 Ultra-এ ১২০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হতে পারে। ডিভাইসটি লেদার ও সিরামিক বিল্ডের সাথে আসবে বলে আশা করা হচ্ছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন