Realme Narzo 50i Prime জুনের শেষেই ভারতে লঞ্চ হচ্ছে, দাম শুরু হতে পারে ৭৪৯৯ টাকা থেকে

Realme তাদের পোর্টফোলিও অন্তর্গত Narzo 50 সিরিজের অধীনে ইতিমধ্যে পাঁচটি মডেল লঞ্চ করেছে। তবে রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি এই সিরিজের ষষ্ঠ স্মার্টফোনের উপর কাজ করছে, যা…

Realme তাদের পোর্টফোলিও অন্তর্গত Narzo 50 সিরিজের অধীনে ইতিমধ্যে পাঁচটি মডেল লঞ্চ করেছে। তবে রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি এই সিরিজের ষষ্ঠ স্মার্টফোনের উপর কাজ করছে, যা সম্ভবত Narzo 50i Prime নামে বাজারে আসবে। আসন্ন মডেলটি বাজেট সেগমেন্টের অধীনে আত্মপ্রকাশ করবে। আর, এতে বিদ্যমান Realme Narzo 50i এবং Realme Narzo 50A Prime হ্যান্ডসেট দুটির স্পেসিফিকেশনের মিশ্রণ দেখা যাবে বলেও জানা গেছে।

Narzo 50i Prime শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে

MySmartPrice -এর একটি লেটেস্ট রিপোর্ট অনুসারে, আপকামিং রিয়েলমি নারজো ৫০আই প্রাইম স্মার্টফোনকে চলতি মাস অর্থাৎ জুনের শেষে ভারতে নিয়ে আসা হতে পারে। যদিও রিয়েলমির তরফ থেকে এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু ঘোষণা করা হয়নি। রিপোর্টে আরো বলা হয়েছে যে, সিরিজের এই ষষ্ঠ ফোনটির দাম ৭,৪৯৯ টাকা থেকে ১১,৪৯৯ টাকার মধ্যে রাখা হতে পারে। প্রসঙ্গত, বিদ্যমান নারজো ৫০আই এবং নারজো ৫০এ প্রাইম উভয় মডেলকেও বাজেট রেঞ্জে লঞ্চ করা হয়েছিল।

রিপোর্টে আরও বলা হয়েছে যে, আসন্ন রিয়েলমি নারজো ৫০আই প্রাইম স্মার্টফোনকে দুটি কালার অপশন এবং স্টোরেজ কনফিগারেশনের সাথে আনা হবে। এইগুলি হতে পারে – মিন্ট গ্রিন এবং ডার্ক ব্লু। আবার ফোনটি ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি মেমরি কনফিগারেশনের সাথে আসবে। উপরিউক্ত তথ্যগুলি ছাড়া, নারজো ৫০আই প্রাইম মডেলটির সম্পর্কে আর কিছু জানা যায়নি। এমনকি প্রসেসর বা ডিসপ্লে ফিচার কিরূপ হবে তাও জানা সম্ভব হয়নি। তবে যেহেতু এটি একটি বাজেট ফোন হিসাবে লঞ্চ হবে, সেহেতু এতে মিডিয়াটেক প্রসেসর ব্যবহার করা হতে পারে। আর এই প্রসেসরে ৫জি সাপোর্ট না করাই স্বাভাবিক।

প্রসঙ্গত রিয়েলমি গত ১৮ই মে ভারতে Narzo 50 5G এবং Narzo 50 Pro 5G নামের দুটি নয়া স্মার্টফোন লঞ্চ করেছিল। যার মধ্যে Realme Narzo 50 Pro 5G স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন সহ একটি ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,০০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এতে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) কাস্টম স্কিনে রান করে। এই ৫জি ফোনে, ৪৮ মেগাপিক্সেলের স্যামসাং এস৫কেজিএম১এসটি প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। তদুপরি নারজো ৫০ প্রো ৫জি ফোনে ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট ডার্ট চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

অন্যদিকে, ডুয়েল-সিমের (ন্যানো) Realme Narzo 50 5G স্মার্টফোনে, একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে আছে, যা ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬০০ নিট পিক স্ক্রিন ব্রাইটনেস অফার করে। ডিভাইসটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর সহ এসেছে। আবার নবাগত এই রিয়েলমি ফোনে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সমেত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন