Robot Electric Car: কন্ঠস্বরের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে এই গাড়ি, চালাতে হাত-পায়ের ভূমিকা থাকবে না

প্রযুক্তি যত এগিয়ে চলেছে, নিত্য নতুন আবিষ্কারের খবর আমাদের সামনে আসছে। স্বয়ংচালিত গাড়ির পর এবার আলোচনার কেন্দ্রবিন্দু ‘রোবট’ গাড়ি। টেকনোলজিতে যা আরও কয়েক ধাপ এগিয়ে।…

প্রযুক্তি যত এগিয়ে চলেছে, নিত্য নতুন আবিষ্কারের খবর আমাদের সামনে আসছে। স্বয়ংচালিত গাড়ির পর এবার আলোচনার কেন্দ্রবিন্দু ‘রোবট’ গাড়ি। টেকনোলজিতে যা আরও কয়েক ধাপ এগিয়ে। এবারে চীনা ইন্টারনেট পরিষেবা প্রদানকারী বাইদু (Baidu)-র ইলেকট্রিক ভেহিকেল (EV) শাখা জিদু অটো (Jidu Auto) তাদের প্রথম ‘রোবট’ গাড়ির নমুনা মডেল উন্মোচিত করেছে। গাড়ির দরজাটি স্বয়ংক্রিয়। এটি সম্পূর্ণ ভয়েস কমান্ডের মাধ্যমে চালানো যাবে। গাড়িটি বাইদুর মেটাভার্স-থিমড অ্যাপ Xirang-এ চলা অনলাইন সাংবাদিক সম্মেলনে লঞ্চ করা হয়েছে।

জিদু হল বাইদুর অধীনস্থ সংস্থা যারা বৈদ্যুতিক যানবাহন তৈরি করে। জিদুর সহ-প্রতিষ্ঠাতা চৈনিক সংস্থা গীলি (Geely)। ২০২৩ থেকে এই রোবট গাড়িটির গণ উৎপাদন শুরুর কথা পরিকল্পনা করছে। উৎপাদন মডেলটির সাথে নমুনা মডেলের ৯০% মিল থাকবে বলে জানানো হয়েছে। রোবট গাড়িটিতে দেওয়া হয়েছে স্বয়ংক্রিয় ভাবে চলাচলের চতুর্থ স্তরের (Level 4) সক্ষমতা। অর্থাৎ কোনো চালক ছাড়াই গাড়িটি নিজে থেকেই বুঝে রাস্তায় চলাচল করতে পারবে। আবার এতে Qualcomm-এর 8295 চিপ থাকায় কমজোরি ইন্টারনেট কানেকশনেও এর ভয়েস অ্যাসিস্টেন্স কাজ করবে।

টেসলার স্বয়ংচালিত গাড়ির বাণিজ্যিকরণে সফলতার পর বাইদু রোবট গাড়ি তৈরিতে সাফল্য অর্জন করল। ফলে বিশ্ববাজারে টেসলাকে যে প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে তা বলাই বাহুল্য। বাইদু যেখানে গাড়িটির স্বয়ংচালিত ড্রাইভিং সফটওয়্যার প্রযুক্তি তৈরি করেছে, সেখানে দু’টি লিডার এবং ১২টি ক্যামেরা রেখেছে জিদু। জানিয়ে রাখি, লিডার হল র‍্যাডারের মতো সনাক্তকরণ ব্যবস্থা। এটি রেডিও ওয়েভের পরিবর্তে পালসড লেজার লাইট ব্যবহার করে।

গাড়িটির প্রসঙ্গে জিদুর প্রধান কার্যনির্বাহী জো জিয়া ইপিঙ্গ বলেন, “জিদুর রোবোকার গ্রাহকদের চাহিদা সম্পূর্ণ পূরণ করবে।” তিনি যোগ করেন, “সর্বশেষ লক্ষ্য সম্পূর্ণ চালকবিহীন পরিবহনের অভিজ্ঞতা অনুভব করা।” বলাই বাহুল্য এতে বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। গাড়িটি চীনের নিংবুর পূর্ব দিকের শহর হ্যাঙ্গজাউ বে’তে তৈরি হবে। গাড়িটির দাম পড়বে ২,০০,০০০ ইউয়ান (প্রায় ২৩.২৭ লক্ষ টাকা)।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন