লং রাইডের জন্য দেশে উপযুক্ত মোটরসাইকেল নিয়ে আসছে Kawasaki, জুনেই হতে পারে লঞ্চ

কাওয়াসাকি (Kawasaki) ভারতে তাদের অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক Versys 650 -এর নতুন ভার্সন আনার ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে। যে কোনো সময় বাজারে পা রাখতে পারে 2022…

কাওয়াসাকি (Kawasaki) ভারতে তাদের অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক Versys 650 -এর নতুন ভার্সন আনার ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে। যে কোনো সময় বাজারে পা রাখতে পারে 2022 Kawasaki Versys 650। বর্তমানে বড়সড় ডিসকাউন্টে কেনা যাচ্ছে Versys 650 -এর বাজার চলতি মডেলটি। যার জায়গা দখল করতে চলেছে নতুন মডেল (2022)। সব ঠিকঠাক চললে জুনের শেষের দিকে বাইকটি বাজারে হাজির করতে পারে কাওয়াসাকি।

বাজারে উপলব্ধ Kawasaki Versys 650-এর দাম ৭.১৫ লাখ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। তবে আসন্ন মডেলটির দাম এর চাইতে ৪০,০০০-৫০,০০০ বেশি হবে বলেই মনে করা হচ্ছে। মূল্য বেশি হওয়ার পাশাপাশি ফিচারের তালিকাতেও যোগ হবে বেশ কিছু আপডেট। যেমন, ফোর-ওয়ে অ্যাডজাস্টেবল উইন্ডস্ক্রীন,  ব্লুটুথ কানেক্টিভিটি সহ টিএফটি ডিসপ্লে এবং  টু-লেভেল ট্রাকশন কন্ট্রোল সিস্টেম। ফ্রন্ট ফেয়ারিংয়ে সামান্য পরিবর্তন নজরে পড়তে পারে।

এগিয়ে চলার শক্তি জোগাতে আগের মতোই 2022 Kawasaki Versys 650 -তে একটি ৬৪৯ সিসি, প্যারালাল টুইন ইঞ্জিন, যা থেকে ৬৬ বিএইচপি শক্তি এবং ৬১ এনএম টর্ক পাওয়া যাবে। ইঞ্জিন ছাড়া পুরোনো মডেলের চ্যাসিস, সাসপেনশন এবং ব্রেকিং সিস্টেম সহ হাজির হবে বাইকটি। এছাড়া নতুন রঙের বিকল্পে আসতে পারে।

2022 Kawasaki Versys 650 -এর হার্ডওয়্যারের মধ্যে থাকছে দু’দিকেই ১৭ ইঞ্চি অ্যালয় হুইল, ইনভার্টেড ফ্রন্ট ফর্ক, রিয়ার মোনোশক, সামনে ডুয়েল এবং পেছনে সিঙ্গেল ডিস্ক ব্রেক। এছাড়া ফিচারের তালিকায় দেখা মিলতে পারে একটি ডুয়েলপড হেড ল্যাম্প সেটআপ, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ২১ লিটার ফুয়েল ট্যাঙ্ক। লঞ্চের দিনক্ষণ সম্পর্কে সংস্থার তরফে এখনও কোনো অফিশিয়াল ঘোষণা আসেনি। 2022 Versys 650-এর মূল্য হতে পারে ৭.৫০-৭.৬০ লক্ষ টাকা (এক্স-শোরুম)।