Lenovo Legion R7000P, R9000P 2022 গেমিং ল্যাপটপ লেটেস্ট এএমডি রাইজেন ৬ সিরিজের প্রসেসর সহ লঞ্চ হল

গত মার্চ মাসের শুরুতে Lenovo, ১২তম প্রজন্মের অলডার লেক (Alder Lake) মোবাইল সিপিইউ সহ Legion Y7000P এবং Y9000P সিরিজ গেমিং ল্যাপটপের ঘোষণা করেছিল। কয়েক মাস…

গত মার্চ মাসের শুরুতে Lenovo, ১২তম প্রজন্মের অলডার লেক (Alder Lake) মোবাইল সিপিইউ সহ Legion Y7000P এবং Y9000P সিরিজ গেমিং ল্যাপটপের ঘোষণা করেছিল। কয়েক মাস যেতে না যেতেই সংস্থাটি পুনরায় আরো দুটি নয়া গেমিং ল্যাপটপ লঞ্চ করলো তাদের ঘরেলু মার্কেটে। নবাগত ল্যাপটপ দুটি হল – Legion R7000P এবং R9000P। এই ডিভাইস-দ্বয় বাহ্যিক ডিজাইনের দিক থেকে মার্চে ঘোষিত ল্যাপটপগুলির অনুরূপ। তবে Lenovo এই দুই নতুন মডেলে এখন AMD বা ‘অ্যাডভান্স মাইক্রো ডিভাইস’ বিকশিত লেটেস্ট রাইজেন ৬০০০এইচ সিরিজ সিপিইউ এবং এনভিডিয়ার ‘টপ লাইন’ আরটিএক্স ৩০০০ জিপিইউ ব্যবহার করেছে। চলুন Lenovo Legion R7000P এবং R9000P গেমিং ল্যাপটপের দাম এবং যাবতীয় বিশেষত্ব সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Lenovo Legion R7000P 2022 এর স্পেসিফিকেশন এবং দাম

লেনোভো লিজিয়ন আর৭০০০পি গেমিং ল্যাপটপে একটি ১৫.৬ ইঞ্চির ২.৫কে (২৫৬০x১৪৪০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে রয়েছে, যা ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০০% sRGB কালার গ্যামেট সমর্থন করে। অভ্যন্তরীন স্পেসিফিকেশনের কথা বললে, এই ডিভাইসটিকে দুটি ভিন্ন সিপিইউ কনফিগারেশনের সাথে নিয়ে আসা হয়েছে – এএমডি রাইজেন ৫ ৬৬০০এইচ এবং রাইজেন ৭ ৬৮০০এইচ প্রসেসর। উল্লেখিত দুটি সিপিইউ বা প্রসেসরই, এএমডি -এর লেটেস্ট জেন ৩+ (Zen 3+) আর্কিটেকচারে নির্মিত।

আবার গ্রাফিক্স বিভাগের কথা বললে, ইন-বিল্ট এনভিডিয়া আরটিএক্স ৩০৫০ জিপিইউ অথবা আরটিএক্স ৩০৫০ টিআই জিপিইউ বিকল্পের সাথে ক্রেতারা এই ল্যাপটপকে কিনতে পারবেন। উভয় জিপিইউ ভার্সনই ৯৫ওয়াট পারফরম্যান্স রেঞ্জ অফার করবে। Lenovo Legion R7000P ল্যাপটপে ১৬ জিবি DDR5 র‌্যাম এবং ৫১২ জিবি PCIe Gen 4 SSD স্টোরেজ বিদ্যমান। এতে উইন্ডোজ ১১ হোম প্রি-ইনস্টলড করা আছে। পাওয়ার ব্যাকআপের জন্য, উক্ত গেমিং ল্যাপটপে ৮০Wh ক্যাপাসিটির সেল ব্যাটারি রয়েছে, যা ইউএসবি পিডি (পাওয়ার ডেলিভারি) পোর্টের মাধ্যমে ১৩৫ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং সমর্থন করে৷

দামের কথা বললে, Lenovo Legion R7000P ল্যাপটপের যাবতীয় কনফিগারেশনের বিক্রয় মূল্য নিম্নরূপ:

Ryzen 5 6600H + RTX 3050 + 16 GB RAM + 512 GB SSD – ৬,৫৯৯ RMB (প্রায় ৭৬,৫০০ টাকা)

Ryzen 7 6800H + RTX 3050 + 16 GB RAM + 512 GB SSD – ৬,৯৯৯ RMB (প্রায় ৮১,১০০ টাকা)

Ryzen 5 6600H + RTX 3050 Ti + 16 GB RAM + 512 GB SSD – ৬,৮৯৯ RMB (প্রায় ৭৯,৯০০ টাকা)

Ryzen 7 6800H + RTX 3050 Ti + 16 GB RAM + 512 GB SSD – ৭,২৯৯ RMB (প্রায় ৮৪,৬০০ টাকা)

লিজিয়ন সিরিজের এই ল্যাপটপটিকে আগামী ১৭ই জুন থেকে আনুষ্ঠানিকভাবে বিক্রি করা হবে চীনে৷

Lenovo Legion R9000P 2022 স্পেসিফিকেশন এবং দাম

লেনোভোর লিজিয়ন লাইনআপের অপর একটি ল্যাপটপ হল আর৯০০০পি। এতে একটি ১৬ ইঞ্চির ২.৫কে (২৫৬০x১৪৪০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে, ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট, ৫০০ নিট পিক ব্রাইটনেস, এইচডিআর কন্টেন্ট এবং ডিসি ডিমিং টেকনোলজি সাপোর্ট করে। উন্নত পারফরম্যান্স সরবরাহের জন্য, এই গেমিং ল্যাপটপকে ‘টপ-এন্ড’ জেন ৩+ (Zen 3+) ভিত্তিক এএমডি রাইজেন ৭ ৬৮০০এইচ সিপিইউর সাথে নিয়ে আসা হয়েছে। আর গ্রাফিক্সের ক্ষেত্রে, সর্বোচ্চ ১৪০ওয়াট পারফরম্যান্স রেঞ্জের আরটিএক্স ৩০৬০ জিপিইউ অথবা ১৫০ওয়াট পর্যন্ত পারফর্মিং রেঞ্জ সমর্থিত আরটিএক্স ৩০৭০ টিআই জিপিইউর মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে পারবেন ক্রেতারা।

স্টোরেজের কথা বললে, উক্ত ল্যাপটপে ১৬ জিবি DDR5 র‌্যাম এবং ৫১২ জিবি PCIe Gen 4 SSD পাওয়া যাবে। এটি উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম চালিত। আর পাওয়ার ব্যাকআপের জন্য এই গেমিং ল্যাপটপে ৮০Wh ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা রিটেল বক্সে অন্তর্ভুক্ত ব্যারেল প্লাগ চার্জারের মাধ্যমে ১৩৫ ওয়াট চার্জিং সমর্থন করে। এক্ষেত্রে চার্জিংয়ের জন্য ইউএসবি টাইপ-সি পোর্ট বর্তমান।

এবার আসা যাক দামের প্রসঙ্গে। সদ্য আগত Lenovo Legion R9000P গেমিং ল্যাপটপের বিক্রয় মূল্য নিম্নরূপ:

Ryzen 7 6800H + RTX 3060 + 16 GB RAM + 512 GB SSD – ৮,৪৯৯ RMB (৯৮,৫০০ টাকা)

Ryzen 7 6800H + RTX 3070 Ti + 16 GB RAM + 512 GB SSD – ১০,৪৯৯ RMB (১,২১,৭০০ টাকা)

পূর্ববর্তী মডেলের ন্যায়, লিজিয়ন আর৯০০পি ল্যাপটপকেও আগামী ১৭ই জুন থেকে সংস্থাটি তাদের হোম-মার্কেটে প্রথম সেলে বিক্রির জন্য উপলব্ধ করে দেবে।