১২ জিবি র‌্যাম সহ থাকবে ফ্ল্যাগশিপ প্রসেসর, Realme GT 2 Master Explorer Edition কে দেখা গেল Geekbench-এ

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি চলতি বছরের শুরুতেই নজরকাড়া ডিজাইন ও দুর্দান্ত ফিচারের সাথে বাজারে লঞ্চ করেছে Realme GT 2 সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলি। তবে বিগত কয়েক…

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি চলতি বছরের শুরুতেই নজরকাড়া ডিজাইন ও দুর্দান্ত ফিচারের সাথে বাজারে লঞ্চ করেছে Realme GT 2 সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলি। তবে বিগত কয়েক মাস ধরেই জল্পনা চলছে যে, সংস্থাটি শীঘ্রই তাদের এই লাইনআপের অধীনে GT 2 Master Explorer Edition নামে আরেকটি মডেল বাজারে উন্মোচন করার পরিকল্পনা করছে। এখন আবার এই ডিভাইসটিকেই গিকবেঞ্চ (GeekBench) বেঞ্চমার্কিং সাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা এর প্রসেসর, মেমরি এবং অপারেটিং সিস্টেম সংক্রান্ত বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। এর পাশাপাশি, সংস্থার এক আধিকারিক আপকামিং Realme GT 2 Master Explorer Edition-এর লঞ্চের টাইমলাইনটিও প্রকাশ করেছেন বলে জানা গেছে। চলুন নতুন এই রিয়েলমি হ্যান্ডসেটটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল দেখে নেওয়া যাক।

Realme GT 2 Master Explorer Edition-কে দেখা গেল GeekBench-এর সাইটে

RMX3551 মডেল নম্বর সহ রিয়েলমি জিটি ২ মাস্টার এক্সপ্লোরার এডিশনটি বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গিকবেঞ্চ (Geekbench)-এ তালিকাভুক্ত হয়েছে। এই তালিকাটি থেকে জানা গেছে যে, নতুন রিয়েলমি ফোনটি সিঙ্গেল কোর টেস্টে ১,২৯৬ পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে ৪,২১১ পয়েন্ট অর্জন করেছে। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম এবং ১২ জিবি র‌্যামের সাথে আসবে বলেও তালিকা উল্লেখ করা হয়েছে। তবে রিয়েলমি সম্ভবত এই ফোনের সাথে আরও র‌্যাম ভ্যারিয়েন্ট অফার করবে।

আবার বেঞ্চমার্ক তালিকাটি প্রকাশ করেছে যে, GT 2 Master Explorer Edition-এ ব্যবহৃত চিপসেটটির কোডনেম “টারো” (Taro)। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেটটি হতে পারে, যা পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির জন্য সম্প্রতি লঞ্চ হয়েছে। পূর্ববর্তী রিপোর্ট অনুযায়ী, Relame GT 2 Master Explorer Edition-এ একটি ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এটি শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

উল্লেখযোগ্যভাবে, ৯১মোবাইলস (91Mobiles)-এর একটি সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গেছে যে, রিয়েলমির গ্লোবাল মার্কেটিং বিভাগের প্রেসিডেন্ট জু কি (Xu Qi), একজন ইউজারের প্রশ্নের জবাবে বলেছেন যে, রিয়েলমি আগামী মাসে অর্থাৎ জুলাইতে একটি নতুন মডেল লঞ্চ করার পরিকল্পনা করছে। আর এখন গিকবেঞ্চের তালিকাটি প্রকাশিত হওয়ার পর, অনুমান করা হচ্ছে যে ডিভাইসটি সম্ভবত Relame GT 2 Master Explorer Edition হবে।