Tecno Spark 8P কম দামে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭ জিবি র‌্যাম সহ লঞ্চ হল

আজ অর্থাৎ ৭ই জুলাই ভারতের বাজারে পা রাখলো Tecno Spark 8P। এটি অক্টা-কোর মিডিয়াটেক প্রসেসর দ্বারা চালিত এবং এতে মেমরি ফিউশন ফিচার ব্যবহার করা হয়েছে,…

আজ অর্থাৎ ৭ই জুলাই ভারতের বাজারে পা রাখলো Tecno Spark 8P। এটি অক্টা-কোর মিডিয়াটেক প্রসেসর দ্বারা চালিত এবং এতে মেমরি ফিউশন ফিচার ব্যবহার করা হয়েছে, যা ইন্টারনাল স্টোরেজকে র‍্যামে রূপান্তর করার মাধ্যমে হ্যাং-ফ্রি মোবাইল অ্যাক্সেসের অভিজ্ঞতা প্রদান করবে। এছাড়া, ওয়াটারড্রপ নচ স্টাইলের একটি FHD+ ডিসপ্লে প্যানেল, ৫০ মেগাপিক্সেল মুখ্য সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৮ওয়াট চার্জিং সমর্থন সহ ৫,০০০এমএএইচ ব্যাটারি বিদ্যমান থাকছে উক্ত মডেলে। সদ্য আগত এই হ্যান্ডসেট, বিদ্যমান Tecno Spark 8C, Spark Go 2022, এবং Spark 8 Pro স্মার্টফোনের উত্তরসূরি হিসাবে আত্মপ্রকাশ করেছে। চলুন Tecno Spark 8P স্মার্টফোনের দাম, প্রাপ্যতা এবং ফিচার সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Tecno Spark 8P এর দাম ও লভ্যতা

ভারতে টেকনো স্পার্ক ৮পি স্মার্টফোনকে ১০,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে। এই বিক্রয় মূল্য ফোনটির ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত একক বিকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে৷ সংস্থার বিবৃতি অনুযায়ী, এটি বর্তমানে আটলান্টিক ব্লু, আইরিস পার্পল, তাহিতি গোল্ড এবং ফিরোজা সায়ান কালার ভ্যারিয়েন্টের সাথে দেশের যাবতীয় রিটেল স্টোরের মাধ্যমে কেনার জন্য উপলব্ধ।

প্রসঙ্গত, টেকনো স্পার্ক ৮পি -এর ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ৭,৪৯৯ PHP বা ফিলিপাইন পেসো (ভারতীয় মূল্যে প্রায় ১০,৬০০ টাকা) মূল্যে গত বছরের নভেম্বরে ফিলিপাইনে লঞ্চ করা হয়েছিল।

Tecno Spark 8P এর স্পেসিফিকেশন

টেকনো স্পার্ক ৮পি স্মার্টফোনে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০৮ পিক্সেল) ডট ডিসপ্লে আছে, যার পিক্সেল ডেনসিটি ৪০১ পিপিআই। অভ্যন্তরীন স্পেসিফিকেশনের কথা বললে, উক্ত হ্যান্ডসেটের ফিলিপাইন সংস্করণে মিডিয়াটেক হেলিও জি৭০ এসওসি ব্যবহার করা হলেও, ভারতীয় ভ্যারিয়েন্টটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক হাইওএস ৭.৬ কস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত। স্টোরেজ হিসাবে ডিভাইসে, ৪ জিবি LPDDR4x র‌্যাম এবং ১২৮ জিবি রম বর্তমান। প্রসঙ্গত, আলোচ্য হ্যান্ডসেটে মেমরি ফিউশন ফিচার ব্যবহার করা হয়েছে। যার দরুন র‌্যামকে ৭ জিবি পর্যন্ত এক্সপ্যান্ড বা সম্প্রসারণ করা যাবে। সংস্থাটি আরো দাবি করেছে যে, তাদের এই নয়া স্মার্টফোন বিভিন্ন প্রকারের অ্যাপ চালু করার গড় সময়কে ৪৩% পর্যন্ত উন্নীত করবে।

ফটোগ্রাফির জন্য, Tecno Spark 8P স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত, যার প্রাইমারি সেন্সরটি ৫০ মেগাপিক্সেলের যা এফ/১.৬ অ্যাপারচার ও ফেজ-ডিটেকশন অটোফোকাস (PDAF) সমর্থন করে। রিয়ারগুলি সেন্সর – শুটিং মোড, ২কে (2K) টাইম-ল্যাপস, স্লো মোশন এবং ভিডিও বোকেহের মতো নানাবিধ ক্যামেরা মোড সহ এসেছে। আবার সেলফি এবং ভিডিও কলের জন্য এতে ডুয়াল LED ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

অন্যান্য ফিচারের কথা বললে, Tecno Spark 8P ফোনে DTS সারাউন্ড সাউন্ড টেকনোলজির সাপোর্ট সহ স্পিকার সিস্টেম আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যার সাথে ১৮ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। নবাগত এই ফোন স্প্ল্যাশ-রেজিস্ট্যান্ট বিল্ড সহ এসেছে, অর্থাৎ এটি IPX2 রেটিং প্রাপ্ত।