iQOO Z6 SE: দুর্দান্ত পারফরম্যান্স অফার করতে আইকো আনছে জেড ৬ ফোনের স্পিড এডিশন

আইকো (iQOO) চলতি বছরের প্রথমার্ধে একাধিক ডিভাইস ভারতের বাজারে লঞ্চ করেছে। যেমন সম্প্রতি মে মাসে এদেশের বাজারে পা রেখেছে iQOO Neo 6 হ্যান্ডসেটটি। এছাড়াও, ভিভো…

আইকো (iQOO) চলতি বছরের প্রথমার্ধে একাধিক ডিভাইস ভারতের বাজারে লঞ্চ করেছে। যেমন সম্প্রতি মে মাসে এদেশের বাজারে পা রেখেছে iQOO Neo 6 হ্যান্ডসেটটি। এছাড়াও, ভিভো (Vivo)-এর সাব-ব্র্যান্ডটি ভারতীয় বাজারে তাদের Z সিরিজের অধীনে উন্মোচন করেছে iQOO Z6 5G, Z6 Pro 5G, এবং Z6 4G মডেলগুলি। বর্তমানে শোনা যাচ্ছে, চলতি মাসেই ভারতে Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট দ্বারা চালিত আসন্ন iQOO 9T ফ্ল্যাগশিপ ফোনটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। এখন আবার একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে যে, iQOO Z6 SE (Speed Edition) নামের একটি নতুন ফোনকে আইকোর ভারতীয় শাখার ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

iQOO Z6 SE/Speed Edition- কে দেখা গেল iQOO India- এর সাইটে

টিপস্টার পারস গুগলানি (@passionategeekz)- এর সহযোগিতায় রুটমাইগ্যালাক্সি (RootMyGalaxy)-এর একটি রিপোর্ট অনুযায়ী, আইকো জেড৬ এসই-কে আইকো ইন্ডিয়ার সাইটে দেখা গেছে। ‘আইকো জেড৬ এসই’ নামটিকে সাইটের কোডের লাইনে তালিকাভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। তবে এই ফোনটি সম্পর্কে অন্য কোনও তথ্য সামনে আসেনি এবং সংস্থাও আইকো জেড৬ এসই-এর সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

উল্লেখ্য, আইকো ভারতে iQOO 9T লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া হ্যান্ডসেটটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসতে পারে।

উল্লেখ্য, আইকো গত মার্চ মাসে ভারতে iQOO Z6 5G স্ট্যান্ডার্ড মডেলটি লঞ্চ করে। এই হ্যান্ডসেটটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫৮ ইঞ্চির ফুল-এইচডি+ ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট দ্বারা চালিত এবং এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। লঞ্চের সময়, এর বেস ভ্যারিয়েন্টের দাম ছিল ১৫,৪৯৯ টাকা। তারপর এপ্রিল মাসে, iQOO Z6 Pro 5G এবং iQOO Z6 4G মডেলগুলিও বাজারে এসেছে। এগুলিতে আছে ৬.৪৪ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট।