বহু প্রত্যাশিত দুই বাইকের লঞ্চ অগাস্টে, প্রথমে Royal Enfield Hunter 350, জবাব দিতে প্রস্তুত Honda-ও

জুলাইয়ের মতো আগস্টেও একগুচ্ছ বাইক ও গাড়ি লঞ্চের সাক্ষী থাকতে চলেছে ভারতবাসী। রিপোর্ট বলছে, সামনের মাসের ৭ ও ৮ তারিখ, পরপর দু’দিন পারফরম্যান্স ভিত্তিক বাইক…

জুলাইয়ের মতো আগস্টেও একগুচ্ছ বাইক ও গাড়ি লঞ্চের সাক্ষী থাকতে চলেছে ভারতবাসী। রিপোর্ট বলছে, সামনের মাসের ৭ ও ৮ তারিখ, পরপর দু’দিন পারফরম্যান্স ভিত্তিক বাইক প্রেমীদের জন্য থাকছে বড় চমক। প্রথম দিনে বাজারে পা রাখতে চলেছে রোডস্টার মোটরসাইকেল Royal Enfield Hunter 350। আর দ্বিতীয় দিনে অর্থাৎ ৮ আগস্ট Honda তাদের গ্রাহকদের বিস্ময়ে ভরাতে চলেছে। এখন বিষয় হচ্ছে, হোন্ডার লঞ্চের তালিকায় বেশ কয়েকটি মডেল রয়েছে। তবে ওইদিন তারা কোনটি হাজির করবে, তা নিয়ে শুরু হয়েছে জোরদার জল্পনা। জানা গেছে, হোন্ডার আসন্ন বাইক বা স্কুটারটি তাদের প্রিমিয়াম ডিলারশিপ চ্যানেল Big Wing-এর মারফত বিক্রি করা হবে।

Royal Enfield Hunter 350

নতুন রোডস্টার বাইকের ডিসপ্যাচ অর্থাৎ ডিলারশিপে পৌঁছে দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু করেছে চেন্নাইয়ের সংস্থাটি। লঞ্চের আগেভাগে প্রস্তুতিপর্ব সেরে রাখতে চাইছে তারা। ফিচার, ইঞ্জিন এবং প্ল্যাটফর্মের দিক থেকে Royal Enfield Meteor 350-র কাছে Hunter 350 চিরঋণী। কারণ দুটি বাইকের ফিচার ও ইঞ্জিন অভিন্ন। এমনকি দুটি মডেল একই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। মজাদার বিষয় হল, Hunter 350 এখনও পর্যন্ত সংস্থার ক্ষুদ্রতম বাইক হিসেবে আসবে। যে কারণে দামের দিক থেকেও কমতি নজরে পড়বে। রিপোর্টের দাবি এন্ট্রি-লেভেল মডেল হিসেবে আসবে মোটরসাইকেলটি।

Royal Enfield Hunter 350-এ থাকছে একটি ৩৪৯ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক ইঞ্জিন। যা থেকে ২০.২ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক পাওয়া যাবে। ইঞ্জিনের সাথে থাকছে ৫-গতির গিয়ার। অন্যদিকে সংস্থার ফাঁস হওয়া নথি অনুযায়ী Hunter 350 দৈর্ঘ্যে ২,০৫৫ মিমি, প্রস্থে ৮০০ মিমি এবং উচ্চতায় ১,০৫৫ মিমি হবে। ১,৩৭০ মিমি হুইলবেসের বাইকটি একটি একঢালাও সিট সহ আসবে। তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে সাবেকি ও আধুনিকতার মেলবন্ধনে তৈরি বাইকটির সিটের পেছনের অংশটি সামান্য উঁচু করা হয়েছে। এর দাম ১.৪ লাখের কম রাখা হবে বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ তাদের সবচেয়ে সস্তা মডেল হবে এটি

New Honda BigWing Bike

একটি টিজার প্রকাশ করে হোন্ডা কেবল জানিয়েছে, “বিগ উইঙ্গ থেকে নতুন ডিজাইন, প্রগতি এবং পারফরম্যান্সের অভিজ্ঞতা নিতে প্রস্তুত থাকুন।” তাই মডেল সম্পর্কে কোনো ধারণাই পাওয়া যায়নি। তবে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে ৩০০-৫০০ সিসি সেগমেন্টের টু-হুইলার আনতে চলেছে হোন্ডা। এটি হতে পারে Honda H’Ness CB350 প্ল্যাটফর্মের কোনো একটি বাইক। আবার সেটি ম্যাক্সি স্কুটার Forza 350-ও হতে পারে বলে জল্পনা চলছে। 

যদি তা সত্যি হয়, তবে ম্যাক্সি স্কুটারটি একটি ৩৩০ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড, ইঞ্জিন সহ আসবে। যা থেকে ২৮.৮ বিএইচপি শক্তি এবং ৩১.৫ এনএম টর্ক উৎপন্ন হবে। স্কুটারটির আন্তর্জাতিক মডেলে উপস্থিত ইলেকট্রনিক্যালি অ্যাডজাস্টেবল উইন্ডস্ক্রিন, ট্রাকশন কন্ট্রোল, ডুয়েল চ্যানেল এবিএস ও আরও অন্যান্য বৈশিষ্ট্য। Forza 350 দুটি ভ্যারিয়েন্টে হাজির হতে পারে – স্ট্যান্ডার্ড এবং রোডসিঙ্ক। আবার হালে Honda CRF300L অ্যাডভেঞ্চার বাইক সংস্থার ডিলারশিপে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। ফলে এটি লঞ্চের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন