Oppo F21 Pro, Oppo Reno 7Z ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, চলে এল ColorOS 12 আপডেট

চলতি মাসের শুরুতেই ওপ্পো তাদের সেই সকল ডিভাইসের একটি তালিকা উন্মোচন করে, যেগুলি জুলাই মাসে লেটেস্ট Stable ColorOS 12 আপডেট পাবে। আর এখন সেই সময়সূচী…

চলতি মাসের শুরুতেই ওপ্পো তাদের সেই সকল ডিভাইসের একটি তালিকা উন্মোচন করে, যেগুলি জুলাই মাসে লেটেস্ট Stable ColorOS 12 আপডেট পাবে। আর এখন সেই সময়সূচী অনুসারেই ব্র্যান্ডটি Oppo F21 Pro 5G-এর জন্য স্টেবল অ্যান্ড্রয়েড ১২ (Stable Android 12) বিল্ডটি প্রকাশ করেছে। এই হ্যান্ডসেটটি আবার কিছু বাজারে Oppo Reno 7 Z 5G নামেও পরিচিত। আপনি যদি উক্ত ফোনটি ব্যবহার করে থাকেন, তাহলে জেনে নিন কিভাবে Stable ColorOS 12 আপডেটটি পাবেন এবং অপারেটিং সিস্টেমের নতুন এই সংস্করণটি আপনার ফোনে কি কি নতুন ফিচার যোগ করবে।

Oppo F21 Pro-এর জন্য রোল আউট হল Stable ColorOS 12 আপডেট

কালারওএস ১২ আপডেটটি পাওয়ার জন্য, আপনার ওপ্পো এফ২১ প্রো ৫জি এর ফার্মওয়্যার ভার্সন থাকতে হবে A.13/A.14, যেখানে রেনো ৭ জেড ৫জি-কে A.15 ফার্মওয়্যার সংস্করণে চলতে হবে। যথারীতি, আপডেটটি ওটিএ (OTA) পদ্ধতির মাধ্যমে ব্যাজে আসবে। কোনও ব্যবহারকারী যদি এখনও ওটিএ আপডেটের নোটিফিকেশন না পেয়ে থাকেন, তাহলে তিনি ম্যানুয়ালি ফোনের Settings – Software Update-এ নেভিগেট করে এবং কালার ওএস ১২ ভার্সনটি সনাক্ত করে আপডেট অপশনে ক্লিক করলে আপডেটটি পেয়ে যাবেন।

প্রসঙ্গত, Oppo F21 Pro/Oppo Reno 7 Z 5G আপডেট করার আগে কিছু বিষয় মাথায় রাখতে হবে বলেও জানিয়েছে ওপ্পো। এগুলি হল-

১. অসঙ্গতি বা অন্যান্য অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে ডেটা ক্ষতি এড়াতে আপডেট করার আগে অনুগ্রহ করে ফোনে গুরুত্বপূর্ণ ডেটা ব্যাকআপ করে রাখতে হবে৷

২. লেটেস্ট সংস্করণে আপডেট করার পরে, অপারেটিং সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ডিভাইসটি অপ্টিমাইজ করবে৷ যার ফলে ডিভাইসটি গরম হয়ে যাওয়া, ল্যাগিং এবং দ্রুত ব্যাটারি ড্রেনেজের মতো পরিস্থিতির সম্মুখীন হতে পারে। তাই স্ক্রিন বন্ধ করে দেওয়া এবং আপডেটের পরে পুরো রাতের জন্য চার্জ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অথবা ডিভাইসটি ব্যবহার করতে থাকুন, এটি কয়েক দিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে।

৩. কিছু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েড ১২-এর সাথে কম্প্যাটিবল নয়। তাই, এই অ্যাপ্লিকেশনগুলি আপডেট করার পর উপলব্ধ নাও হতে পারে বা ফোনে ল্যাগিং এবং ক্র্যাশ ডাউনের মতো প্রযুক্তিগত সমস্যার সৃষ্টি করতে পারে।

উল্লেখ্য, ColorOS 12 আপগ্রেড ইনস্টল করার পরে ব্যবহারকারীরা Oppo F21 Pro/Oppo Reno 7 Z 5G-এ একগুচ্ছ নতুন উন্নতি এবং পরিবর্তন পরিলক্ষিত করতে পারবেন। এরমধ্যে একটি নতুন ওয়ালপেপার-ভিত্তিক থিমিং সিস্টেম, স্ক্রিন ট্রান্সলেট, ক্যানভাস এওডি, অ্যান্ড্রয়েড ১২-এর প্রাইভেসি ড্যাশবোর্ড এবং প্রাইভেসি ইন্ডিকেটরগুলি এই আপগ্রেডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন