iPhone 14 Pro, iPhone 14 Pro Max কিনবেন বলে ভাবছেন? তাহলে মাথায় রাখুন এই বিষয়

Avatar

Published on:

iPhone 14 Pro Max Could Get 100 dollars Price Hike

Apple তাদের iPhone লাইনআপের Pro মডেলের দাম বাড়ানোর পরিকল্পনা নিচ্ছে। Wedbush এর এক অ্যানালিস্ট এমনই দাবি করেছেন। তিনি বলেছেন, iPhone 14 Pro, iPhone 14 Pro Max এর দাম প্রায় ১০০ ডলার (প্রায় ৮০০০ টাকা) বাড়তে পারে। মূলত কম্পোনেন্টের দাম বৃদ্ধির কারণেই Apple এই সিদ্ধান্ত নেবে বলে তিনি জানিয়েছেন।

আজ্ঞে হ্যাঁ! Wedbush এর অ্যানালিস্ট, Daniel Ives বলেছেন যে, iPhone 14 Pro, iPhone 14 Pro Max এর দাম এর পূর্বসূরীর তুলনায় বাড়বে। এই ফোন দুটি কিনতে প্রায় ১০০ ডলার বেশি খরচ করতে হবে। উল্লেখ্য, iPhone 13 Pro ও iPhone 13 Pro Max এর দাম শুরু হয়েছিল যথাক্রমে ১,১৯,৯০০ টাকা ও ১,২৯,৯০০ টাকা থেকে।

অ্যানালিস্ট দাবি করেছেন যে, আইফোন ১৪ প্রো সিরিজ এর পূর্বসূরীর তুলনায় বেশি স্টোরেজ সহ আসবে। আবার এই সিরিজের প্রো মডেলে ৬ জিবি LPDDR5 র‌্যাম থাকবে। যেখানে আইফোন ১৪, আইফোন ১৪ ম্যাক্স আসবে LPDDR4X র‌্যাম সহ।

শুধু তাই নয়, একাধিক রিপোর্টে এর আগে বলা হয়েছে যে, বেস মডেল দুটিতে ব্যবহার করা হবে গতবছরের এ১৫ বায়োনিক চিপসেট। তবে এটি সামান্য আপগ্রেড সহ আসবে। তবে আইফোন প্রো সিরিজে থাকবে এ১৬ বায়োনিক চিপসেট। আগামী ৭ সেপ্টেম্বর এই সিরিজ লঞ্চ হবে বলে সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে।

সঙ্গে থাকুন ➥