৫৯৯ টাকায় সারাবছর ৪০০ এমবিপিএস ইন্টারনেট স্পিড! জব্বর প্ল্যান আনল এই কোম্পানি

কিছুদিন আগে ইউজারদের একদিন ফ্রি-তে ইন্টারনেট দিয়ে, সম্প্রতি ভারতের অন্যতম প্রধান ফাইবার ব্রডব্যান্ড নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা Excitel (এক্সাইটেল) খবরের শিরোনামে এসেছিল। তবে এবার উপভোক্তাদের জন্য…

কিছুদিন আগে ইউজারদের একদিন ফ্রি-তে ইন্টারনেট দিয়ে, সম্প্রতি ভারতের অন্যতম প্রধান ফাইবার ব্রডব্যান্ড নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা Excitel (এক্সাইটেল) খবরের শিরোনামে এসেছিল। তবে এবার উপভোক্তাদের জন্য তারা আরো একটি দুর্দান্ত প্ল্যানের কথা ঘোষণা করেছে। আসলে সংস্থাটি তার গ্রাহকদের জন্য মাসিক ৫৯৯ টাকা দামের একটি হাই-স্পিড ইন্টারনেট ডেটা প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এই প্ল্যান মারফত ৪০০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট কানেক্টিভিটি পেতে সক্ষম হবেন ইউজাররা। হ্যাঁ ঠিকই পড়েছেন! Excitel দাবি করেছে যে, তারা একটি পাইলট প্রোজেক্ট হিসেবে মুম্বাইতে ৪০০ এমবিপিএস স্পিড টেস্টও করেছে। সংস্থার অফিশিয়াল অ্যাপ থেকে এই প্ল্যান অ্যাক্টিভেট করা যাবে। 

Excitel-এর নতুন ডেটা প্ল্যানের দাম

শুরুতেই বলেছি, এক্সাইটেলের আলোচ্য হাইস্পিড প্ল্যানটি রিচার্জ করলে প্রতি মাসে খরচ পড়বে ৫৯৯ টাকা; এটি ১২ মাসের জন্য হাই স্পিড ইন্টারনেট কানেকশন নেওয়ার মাসিক ভাড়া। সেক্ষেত্রে ৩ মাস, ৬ মাস এবং ৯ মাস অর্থাৎ অপেক্ষাকৃত কম মেয়াদের কানেকশনের ক্ষেত্রে ইউজারদেরকে প্রতি মাসে যথাক্রমে ৮৩৩ টাকা, ৬৯৯ টাকা এবং ৬৫৯ টাকা ব্যয় করতে হবে।

কম খরচে মিলবে হাই-স্পিড ইন্টারনেট

নতুন এই প্ল্যানটি লঞ্চ করার বিষয়ে এক্সাইটেল ব্রডব্যান্ডের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও বিবেক রায়না জানিয়েছেন, ইউজারদের জন্য সংস্থাটি সাশ্রয়ী মূল্যের হাই-স্পিড ইন্টারনেট প্ল্যান বাজারে নিয়ে আসতে চায়। এর আগেও তারা একই কাজ করেছে। ভারতে বিদ্যমান অন্যান্য ব্রডব্যান্ড কানেকশনের গড় নেট স্পিড ছিল ১ এমবিপিএস, তখন সংস্থাটি ২০ এমবিপিএসের প্ল্যান উপলব্ধ করেছিল। এবং তারপর থেকে নিজেদের ব্যবসায়িক উন্নতির তাগিদে করা অক্লান্ত পরিশ্রমের জেরে বর্তমানে কোম্পানিটি ৪০০ এমবিপিএসের ইন্টারনেট প্ল্যান লঞ্চ করতে সক্ষম হয়েছে। ভারতীয়রা যাতে বিনা বাধায় বিনোদন, শিক্ষা কিংবা চাকুরিক্ষেত্রের সমস্ত কাজ, এবং গেমিংয়ের জন্য সংস্থার হাই-স্পিড স্টেবল ইন্টারনেট কানেকশন ব্যবহার করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে যাবতীয় পদক্ষেপ নেওয়াই সংস্থার মূল উদ্দেশ্য।

এই সুবিধাগুলিও Excitel-এর নয়া প্ল্যানের সাথে উপলব্ধ হবে

এক্ষেত্রে বলে রাখি, Excitel-এর মাসিক ৫৯৯ টাকার প্ল্যানে শুধু দুর্দান্ত স্পিডই নয়, বরঞ্চ ৩৫০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল এবং ৪০টিরও বেশি OTT (ওটিটি) পরিষেবা পাওয়া যাবে। উল্লেখ্য, ইউজারদের আরও ভালো সার্ভিস দেওয়ার জন্য কোম্পানিটি PlayboxTV-র সঙ্গে অংশীদারিত্ব করেছে, যেটি মূলত একটি OTT এগ্রিগেটর অ্যাপ্লিকেশন। আর এই পার্টনারশিপের সুবাদেই Excitel ব্যবহারকারীরা ব্রডব্যান্ড প্ল্যানের সাথে Amazon Prime Video (অ্যামাজন প্রাইম ভিডিও) এবং ZEE5 (জি৫)-এর মতো জনপ্রিয় অ্যাপ্লিকেশনগুলির সাবস্ক্রিপশন পাবেন।