Motorola Edge 30 Fusion আসছে ৮ জিবি র‌্যামের সাথে, দেখা গেল Geekbench -এ

Motorola আগামী ৮ই সেপ্টেম্বর ‘Edge’ সিরিজের অধীনে তিন-তিনটি নয়া স্মার্টফোন লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। এক্ষেত্রে ফোনগুলির মধ্যে একটি Moto Edge 30 Fusion নামে বাজারে…

Motorola আগামী ৮ই সেপ্টেম্বর ‘Edge’ সিরিজের অধীনে তিন-তিনটি নয়া স্মার্টফোন লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। এক্ষেত্রে ফোনগুলির মধ্যে একটি Moto Edge 30 Fusion নামে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। যদিও সংস্থার পক্ষ থেকে এখনো এই সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে জল্পনা বাড়িয়ে আলোচ্য মডেলটিকে স্ন্যাপড্রাগন ৮৮৮+ চিপসেট এবং ৮ জিবি র‌্যাম সহ সম্প্রতি বেঞ্চমার্কিং সাইট Geekbench -এ উপস্থিত হতে দেখা গেল। প্রসঙ্গত, পূর্বেও এটিকে ‘ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস’ (BIS), TUV, এবং FCC -এর মতো সার্টিফিকেশন ওয়েবসাইটগুলিতেও খুঁজে পাওয়া গিয়েছিল। যার দরুন Moto Edge 30 fusion ওই তারিখেই ভারত সহ বিশ্ব বাজারে আত্মপ্রকাশ করবে বলে মনে হচ্ছে।

Motorola Edge 30 Fusion কে দেখা গেল Geekbench সাইটে

মোটোরোলা এজ ৩০ ফিউশন স্মার্টফোনকে সম্প্রতি বেঞ্চমার্কিং ওয়েবসাইট, গিকবেঞ্চে (Geekbench) SM-A042F মডেল নম্বরের সাথে তালিকাভুক্ত করা হয়েছে। উক্ত সাইটের লিস্টিং অনুসারে, আলোচ্য হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ওএস দ্বারা চলতি হতে পারে এবং এতে ৮ জিবি পর্যন্ত র‌্যাম পাওয়া যাবে। আবার, পারফরম্যান্সের জন্য এটি ১.৮ গিগাহার্টজ ক্লক রেটের ৪টি কোর, ২.৪২ গিগাহার্টজ ক্লক রেটের ৩টি কোর এবং ৩ গিগাহার্টজ ক্লক রেটের ১টি প্রাইম কোর যুক্ত অক্টা-কোর চিপসেট সহ আসবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে লিস্টিংয়ে। এক্ষেত্রে এই প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৮৮+ হবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, মোটোরোলা এজ ৩০ ফিউশন বেঞ্চমার্ক সাইটে সিঙ্গেল-কোর টেস্টে ১,১৫২ স্কোর এবং মাল্টি-কোর পারফরম্যান্স টেস্টে ৩,৪৪৪ স্কোর করেছে।

মোটোরোলা এজ ৩০ ফিউশন -এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Motorola Edge 30 Fusion Expected Specifications)

মোটোরোলা এজ ৩০ ফিউশন স্মার্টফোনে একটি ৬.৫৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস P-OLED ডিসপ্লে দেওয়া হবে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। আর আগেই বলেছি, আলোচ্য ফোনটি সম্ভবত স্ন্যাপড্রাগন ৮৮৮+ চিপসেট সহ আসবে। স্টোরেজ হিসাবে এতে ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‌্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজ পাওয়া যাবে। আবার সফ্টওয়্যার ফ্রন্টের কথা বললে, আসন্ন এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ সিত্তিক মাইইউআই (MyUI) কাস্টম স্কিনে চলবে। আর নিরাপত্তার জন্য এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

ফটোগ্রাফির জন্য, Motorola Edge 30 Fusion স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপথ শুটার হতে পারে। আর হ্যান্ডসেটের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত থাকতে পারে। এজ-সিরিজের অধীনে আসা এই লেটেস্ট স্মার্টফোনে সম্ভবত ৪,৪০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হবে, যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সমর্থন করবে।