আসন্ন iPhone 14 সিরিজেও নেই আধুনিক ফিচার! ফের Samsung-এর বিদ্রুপের মুখে Apple

বিশ্বের দুই জনপ্রিয় টেক কোম্পানি Apple (অ্যাপল) এবং Samsung (স্যামসাং)-এর প্রযুক্তিগত লড়াইয়ের কথা কারোরই অজানা নয়। নিজেদের সেরা প্রমাণ করার জন্য দুটি সংস্থা প্রতিনিয়তই আপ্রাণ…

বিশ্বের দুই জনপ্রিয় টেক কোম্পানি Apple (অ্যাপল) এবং Samsung (স্যামসাং)-এর প্রযুক্তিগত লড়াইয়ের কথা কারোরই অজানা নয়। নিজেদের সেরা প্রমাণ করার জন্য দুটি সংস্থা প্রতিনিয়তই আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যায়, আর সেজন্য একে অপরকে কখনো-কখনো বিদ্রুপ করতেও তারা পিছপা হয় না। টেক দুনিয়ার খবর সম্পর্কে যারা ওয়াকিবহাল, তারা প্রায় সকলেই জেনে থাকবেন যে iPhone (আইফোন)-কে কেন্দ্র করে নানা বিষয় নিয়ে Apple-কে বরাবরই ট্রোল করে আসছে Samsung। কখনো বা iPhone থেকে হেডফোন জ্যাক সরিয়ে নেওয়া, তো কখনো আবার iPhone X (আইফোন এক্স)-এর বহুবিতর্কিত নচ – সবকিছু নিয়েই দীর্ঘদিন ধরে ঠাট্টা-মশকরা করে চলেছে দক্ষিণ কোরিয়ান টেক কোম্পানিটি। এবং সেইসাথে তারা একথাও বরাবরই দাবি করে আসছে যে, iPhone-এর চেয়ে ফ্ল্যাগশিপ Galaxy (গ্যালাক্সি) স্মার্টফোনগুলি আরও অনেক বেশি ভালো। সেক্ষেত্রে এবার আবারও একবার আসন্ন iPhone 14 (আইফোন ১৪) সিরিজকে কেন্দ্র করে Apple-কে তুচ্ছতাচ্ছিল্য করা শুরু করেছে সংস্থাটি।

iPhone-এর চাইতে নাকি ফ্ল্যাগশিপ Galaxy স্মার্টফোনে রয়েছে অনেক চমকপ্রদ ফিচার

একথা ইতিমধ্যে সকলেই জেনে গিয়েছেন যে, আগামী ৭ সেপ্টেম্বর বিশ্ববাজারে পা রাখছে অ্যাপলের বহুপ্রতীক্ষিত আইফোন ১৪ সিরিজ। এই সিরিজের আওতায় আইফোন ১৪ (iPhone 14), আইফোন ১৪ প্লাস (iPhone 14 Plus), আইফোন ১৪ প্রো (iPhone 14 Pro) এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স (iPhone 14 Pro Max) লঞ্চ করা হবে বলেও শোনা গিয়েছে। তবে লঞ্চের আগেই বহুচর্চিত এই সিরিজটিকে কেন্দ্র করে টেকমহলে স্যামসাংয়ের চরম ব্যাঙ্গাত্মক ট্রোলের শিকার হয়েছে কার্পেটিনো ভিত্তিক টেক জায়েন্টটি। ইউটিউব (YouTube)-এ সম্প্রতি রিলিজ হওয়া একটি নতুন বিজ্ঞাপনে স্যামসাং বেশ সাহসিকতার সাথেই অ্যাপলকে চরম কটাক্ষ করেছে। ৩০ সেকেন্ডের এই বিজ্ঞাপনটিতে দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি সংস্থাটি মূলত যে বিষয়টির ওপর আলোকপাত করতে চেয়েছে, তা হল – আসন্ন আইফোন ১৪ প্রো-এর তুলনায় গ্যালাক্সি এস২২ আল্ট্রা (Galaxy S22 Ultra) এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ (Galaxy Z Flip 4) অনেকাংশে শ্রেষ্ঠ। এছাড়া সম্প্রতি রিলিজ হওয়া বিজ্ঞাপনটিতে স্যামসাং উক্ত গ্যালাক্সি ডিভাইসগুলিতে উপলব্ধ এমন কিছু চমকপ্রদ ফিচারের কথা উল্লেখ করেছে, যেগুলি আইফোনে পাওয়া যাবে না।

এক্ষেত্রে ‘বাকল আপ’ (Buckle up) শিরোনামের বিজ্ঞাপনটিতে প্রধানত গ্যালাক্সি এস২২ আল্ট্রাতে থাকা ১০৮ মেগাপিক্সেল রেজোলিউশনের মেইন ক্যামেরা এবং ১০০এক্স স্পেস জুম (100X Space Zoom)-এর মাধ্যমে এর মুন (Moon) শট ফিচারের কথা বলা হয়েছে। সেইসাথে গ্যালাক্সি জেড ফ্লিপ ৪-এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচারের কথাও উল্লেখ করেছে স্যামসাং। এর পাশাপাশি অ্যাপলকে কটাক্ষ করে সংস্থাটি একথাও দাবি করেছে যে, উক্ত ফিচারগুলি চলতি সময়ে হাই-এন্ড স্মার্টফোন ইউজারদের কাছে খুবই গ্রহণযোগ্য। কিন্তু দুর্ভাগ্যবশত অ্যাপলের কোনো মহামূল্যবান লেটেস্ট হ্যান্ডসেটে এই সমস্ত অত্যাধুনিক ফিচারের দেখা মিলবে না। অর্থাৎ মোদ্দা কথা হল, সংস্থাটি ক্রেতাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে চেয়েছে যে, অ্যাপলের আইফোন কেনার থেকে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি হ্যান্ডসেট কেনা যথার্থভাবে যুক্তিযুক্ত। খুব স্বাভাবিকভাবেই সংস্থার এই দাবিতে আইফোনপ্রেমীরা যে চরম আঘাত পাবেন, সেকথা বলাই বাহুল্য।

সত্যি সত্যিই কি Samsung-এর ট্রোল করা যুক্তিযুক্ত?

প্রসঙ্গত জানিয়ে রাখি, আইফোন সংক্রান্ত বেশ কিছু বিষয়কে কেন্দ্র করে অ্যাপলকে ট্রোল করলেও পরবর্তীতে নিজেদের হ্যান্ডসেটেও কিন্তু স্যামসাং সেই একই কাজ করেছে বলে আগে বহুবার দেখা গিয়েছে। যেমন – ২০১৬ সালে অ্যাপল iPhone 7 (আইফোন ৭) থেকে ৩.৫ মিমি হেডফোন জ্যাকটি সরিয়ে নেয়, তখন স্যামসাং এর জন্য অ্যাপলকে ভরপুর মাত্রায় ট্রোল করেছিল। কিন্তু এর কয়েক বছর পরে Galaxy S21 (গ্যালাক্সি এস২১)-এর ক্ষেত্রে এই একই কাজ করে স্যামসাং। আবার যখন মার্কিন মুলুকের টেক জায়েন্টটি iPhone 12 (আইফোন ১২)-এর সাথে “নো-চার্জার-ইন-দ্য-বক্স” নীতিটির উদ্ভাবন করেছিল, তখনও কিন্তু দক্ষিণ কোরিয়ান টেক কোম্পানিটি অ্যাপলকে ট্রোল করার কোনো সুযোগ ছাড়েনি। কিন্তু পরবর্তীকালে Galaxy S21 সিরিজের প্যাকেজিং বক্স থেকে সংস্থাটি চার্জার সরিয়ে নেয়। অর্থাৎ দেখা যাচ্ছে, যে কাজের জন্য স্যামসাং মার্কিনি কোম্পানিটিকে ট্রোল করছে, সেই একই কাজ আবার তারা নিজেরাই করছে – যা রীতিমতো অদ্ভূত (পড়ুন হাস্যকর) ব্যাপার।

ট্রোলের জবাবে মুখ খোলেনি Apple

তবে যাইহোক, এখনও অবধি আলোচ্য সমালোচনার পরিপ্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া জানায়নি Apple। উল্লেখ্য যে, এর আগেও Samsung বা অন্যান্য সংস্থার করা ট্রোলের প্রত্যুত্তরে কোনোদিনই বিশেষ কোনো জবাব দেয়নি Apple, বরঞ্চ প্রতিবারই নতুন সিরিজ রিলিজ হওয়া মাত্রই iPhone-এর বিক্রির পরিসংখ্যানকে হাতিয়ার করে মার্কিনি সংস্থাটি Samsung-এর মুখে কার্যত ঝামা ঘষে দিয়েছে। তবে এবারও সমস্ত খোঁটা, তুচ্ছতাচ্ছিল্য, বিতর্ককে ছাপিয়ে গিয়ে নতুন iPhone সিরিজটি আগের সিরিজগুলির মতোই জনপ্রিয়তা পাবে কি না, এখন সেটাই দেখার…

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন