Vivo Y75s 5G দীর্ঘ ব্যাটারি ও ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, দাম জেনে নিন

আজ অর্থাৎ ৭ই সেপ্টেম্বর Vivo Y75s 5G স্মার্টফোন চীনে লঞ্চ হল। ফোনটিকে সম্প্রতি একাধিক চীনা সার্টিফিকেশন প্ল্যাটফর্ম যেমন ‘চায়না কম্পালসারি সার্টিফিকেশন’ বা 3C এবং TENAA…

আজ অর্থাৎ ৭ই সেপ্টেম্বর Vivo Y75s 5G স্মার্টফোন চীনে লঞ্চ হল। ফোনটিকে সম্প্রতি একাধিক চীনা সার্টিফিকেশন প্ল্যাটফর্ম যেমন ‘চায়না কম্পালসারি সার্টিফিকেশন’ বা 3C এবং TENAA -তে উপস্থিত হতে দেখা গিয়েছিল। এইসাথে Google Play Console -এর সাইটেও এটিকে খুঁজে পাওয়া যায় হালফিলে। আর আজ আলোচ্য মডেলটি – FHD+ ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট, সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ, ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ চীনের বাজারে আত্মপ্রকাশ করলো। আবার নিরাপত্তার জন্য Vivo Y75s 5G ফোনে ফেস আনলক এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এছাড়া এটিকে মোট দুটি স্টোরেজ এবং কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। চলুন নতুন Vivo Y75s 5G -এর দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভিভো ওয়াই৭৫এস ৫জি -এর স্পেসিফিকেশন ও ফিচার (Vivo Y75s 5G specifications and features)

ভিভো ওয়াই৭৫এস ৫জি স্মার্টফোনে একটি ৬.৫৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০৮ পিক্সেল) IPS LCD ডিসপ্লে প্যানেল রয়েছে। এই ডিসপ্লের ডিজাইনটি ওয়াটারড্রপ নচ স্টাইল এবং এটি ২০.৭:৯ এসপেক্ট রেশিও, ১৫০০:১ কনট্রাস্ট রেশিও, ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ১২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৯০.৬১% স্ক্রিন-টু-বডি রেশিও সমর্থন করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি পুরানো অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অরিজিনওএস ওশান ইউআই (OriginOS Ocean UI) কাস্টম স্কিনে রান করে। স্টোরেজ হিসাবে উক্ত ডিভাইসে ১২ জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম এবং ২৫৬ জিবি UFS 2.2 স্টোরেজ পাওয়া যাবে। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ বাড়ানো যাবে। আবার, নিরাপত্তার জন্য এই হ্যান্ডসেটটি ফেস আনলক এবং সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করে৷

ফটোগ্রাফির জন্য, Vivo Y75s 5G -তে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড শুটার এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। অন্যদিকে, সেলফি এবং ভিডিও কলের জন্য এতে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে।

ভিভোর এই ওয়াই-সিরিজের ফোনটি স্পিকার বুস্ট ৩.০ টেকনোলজি সমর্থিত অডিও সিস্টেমের সাথে এসেছে, যা ৯৪ ডেসিবেল (dB) সাউন্ড আউটপুট অফার করে। কানেক্টিভিটির জন্য ফোনে – 5G, ওয়াই-ফাই ৮০২.১১এসি,ব্লুটুথ ৫.১, জিপিএস, ডুয়াল সিম স্লট, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক সামিল রয়েছে৷ পরিশেষে,Vivo Y75s 5G স্মার্টফোনে একটি ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করে৷

ভিভো ওয়াই৭৫এস ৫জি -এর দাম (Vivo Y75s 5G price)

ভিভো ওয়াই৭৫এস ৫জি স্মার্টফোনকে দুটি স্টোরেজ কনফিগারেশনে নিয়ে আসা হয়েছে। এক্ষেত্রে, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১,৮৯৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ২১,৭০০ টাকা) এবং ২,১৯৯ ইউয়ান (প্রায় ২৫,২০০ টাকা)। এটি আইরিস এবং স্টারি নাইট কালারে উপলব্ধ।