Realme Narzo 50i Prime লঞ্চ হল মাত্র ৭৯৯৯ টাকায়, ৪ জিবি র‌্যাম সহ রয়েছে ৫০০০ mAh ব্যাটারি

জনপ্রিয় টেক ব্র্যান্ড রিয়েলমি গত জুন মাসে তাদের Narzo 50 সিরিজের অধীনে প্রাথমিকভাবে কিছু নির্বাচিত দেশে Realme Narzo 50i Prime স্মার্টফোনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে। গত…

জনপ্রিয় টেক ব্র্যান্ড রিয়েলমি গত জুন মাসে তাদের Narzo 50 সিরিজের অধীনে প্রাথমিকভাবে কিছু নির্বাচিত দেশে Realme Narzo 50i Prime স্মার্টফোনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে। গত সপ্তাহে ব্র্যান্ডের তরফে ঘোষণা করা হয় যে, এই হ্যান্ডসেটটি শীঘ্রই ভারতের বাজারেও আত্মপ্রকাশ করবে। আর সেই মতো আজ Narzo 50i Prime এদেশের বাজারে লঞ্চ হয়েছে। ডিভাইসটির ভারতীয় সংস্করণে গ্লোবাল ভ্যারিয়েন্টের মতোই স্পেসিফিকেশন দেখা যায়। এই বাজেট রিয়েলমি ফোনটি একটি অনন্য ডিজাইনের সাথে এলসিডি ডিসপ্লে, Unisoc T612 প্রসেসর, ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। আসুন সদ্য ভারতে উন্মোচিত Realme Narzo 50i Prime-এর দাম, ফিচার এবং সকল স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

ভারতে রিয়েলমি নার্জো ৫০আই প্রাইম-এর মূল্য এবং লভ্যতা – Realme Narzo 50i Prime Price in India and Availability

ভারতে রিয়েলমি নার্জো ৫০আই প্রাইম দুটি মেমারি কনফিগারেশনে পাওয়া যাবে। তার মধ্যে বেস ৩ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ৭,৯৯৯ টাকা। আর উচ্চতর ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলটির মূল্য ৮,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি আগামী ২৩ সেপ্টেম্বর থেকে অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)-এর সাইটে কেনার জন্য উপলব্ধ হবে। অ্যামজনের বিশেষ প্রাইম গ্রাহকরা ২২ সেপ্টেম্বর রাত ১২টা থেকে এটি অর্ডার করতে পারবেন। নার্জো ৫০আই প্রাইম-কে ডার্ক ব্লু এবং মিন্ট গ্রিন-এই দুটি কালার অপশনে বেছে নেওয়া যাবে।

রিয়েলমি নার্জো ৫০আই প্রাইম-এর স্পেসিফিকেশন – Realme Narzo 50i Prime Specifications

রিয়েলমি নার্জো ৫০আই প্রাইম-এ ১,৬০০ x ৭২০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন, ৪০০ নিট স্ক্রিন ব্রাইটনেস এবং একটি ডিউ-ড্রপ নচ সহ ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে৷ ডিভাইসটি ইউনিসক টি৬১২ চিপসেট দ্বারা চালিত, যার সাথে ৪ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ৬৪ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ যুক্ত রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ (Realme UI 2.0) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে।

ফটোগ্রাফির জন্য, Realme Narzo 50i Prime-এর ব্যাক প্যানেলে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর অবস্থান করছে। আর সেলফি তোলার জন্য, ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত রয়েছে। এই বাজেট রিয়েলমি ফোনটি নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করে না। তবে, এতে অতিরিক্ত স্টোরেজের জন্য ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং একটি মাইক্রোইউএসবি পোর্ট অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম সাপোর্ট, ৪জি, সিঙ্গেল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.০ এবং জিএনএসএস। পাওয়ার ব্যাকআপের জন্য, Realme Narzo 50i Prime ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। সবশেষে, ডিভাইসটির পরিমাপ ১৬৪.১ x ৭৫.৬ x ৮.৫ মিলিমিটার এবং ওজন ১৮২ গ্রাম।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন