5G ফোন খোঁজ করছেন? ২০ হাজার টাকার কমে ৮ জিবি পর্যন্ত র‌্যামের সেরা বিকল্পগুলি দেখে নিন

5G লঞ্চ হতে এখনো অনেক সময় বাকি ভেবে যারা 4G মোবাইল ব্যবহার করে যাচ্ছিলেন, তারাও গত ১লা অক্টোবর ৫তম প্রজন্মের সেলুলার নেটওয়ার্কিং পরিষেবা লঞ্চের পর…

5G লঞ্চ হতে এখনো অনেক সময় বাকি ভেবে যারা 4G মোবাইল ব্যবহার করে যাচ্ছিলেন, তারাও গত ১লা অক্টোবর ৫তম প্রজন্মের সেলুলার নেটওয়ার্কিং পরিষেবা লঞ্চের পর একটি নয়া 5G স্মার্টফোন কিনতে রীতিমতো ব্যস্ত হয়ে উঠেছেন। এক্ষেত্রে আপনিও যদি এই তালিকায় সামিল থাকেন, তবে আমরা আজ এমন কয়েকটি সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেটের খোঁজ দেব যেগুলিতে – উন্নত ডিসপ্লে প্যানেল, ভালো ক্যামেরা ফ্রন্ট, অ্যাডভান্স প্রসেসর এবং শক্তিশালী ব্যাটারির মতো ফিচারের সুবিধা উপভোগ করতে পারবেন। আসুন ২০,০০০ টাকার মধ্যে ভারতীয় বাজারে উপলব্ধ ৫টি সেরা 5G স্মার্টফোনের তালিকা দেখে নেওয়া যাক।

২০,০০০ টাকার মধ্যে উপলব্ধ ৫টি সেরা 5G স্মার্টফোনের তালিকা

Samsung Galaxy M32 5G: স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি স্মার্টফোনের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে ১৮,৯৯৯ টাকা। ফিচার হিসাবে এতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন ও ৬০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৬০০ পিক্সেল) TFT ইনফিনিটি-ভি ডিসপ্লে। এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ানইউআই ৩.১ কাস্টম ওস-এ চলবে‌। ফটোগ্রাফির জন্য এই ৫জি ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এই ক্যামেরাগুলি হল – ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার ও ২ মেগাপিক্সেল লাইভ ফোকাস লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি এম ৩২ ৫জি স্মার্টফোনে, ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যার সাথে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পরিশেষে, সিকিউরিটির জন্য এতে Knox সিকিউরিটির সাপোর্ট পাওয়া যাবে।‌

Realme 9 5G: রিয়েলমি আনীত এই ৫জি স্মার্টফোনের ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনকে কিনতে যথাক্রমে ১৬,১৯৯ টাকা ও ১৭,৬৪৯ টাকা খরচ করতে হবে। বিশেষত্বের কথা বললে আলোচ্য মডেলে, একটি ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ চিপসেট সহ এসেছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ (Realme UI 2.0) কাস্টম স্কিনে রান করে। ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এগুলি হল – ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি অনির্দিষ্ট মনোক্রোম পোট্রেট সেন্সর এবং এফ/২.৪ অ্যাপারচার সহ একটি ম্যাক্রো লেন্স। একই সাথে, ফোনের সামনে এফ/২.১ অ্যাপারচার সহ একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি ৯ ৫জি ফোনে, ১৮ ওয়াট কুইক চার্জ সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

OnePlus Nord CE 2 Lite: ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট স্মার্টফোনের দাম ১৮,৯৯৯ টাকা। এই বিক্রয় মূল্য ডিভাইসটির ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। উক্ত মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি ৬.৫৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চ-হোল LCD ডিসপ্লে দেওয়া হয়েছে৷ এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে এই নয়া ফোনে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেনএস ১২.১ কাস্টম ইউজার ইন্টারফেস পাওয়া যাবে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, এই হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট দেখা যাবে। এগুলি হল – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আবার, সেলফি বা ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকছে। পরিশেষে উক্ত ৫জি ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। সংস্থার দাবি অনুসারে, এই ব্যাটারি মাত্র ৩০ মিনিটের স্বল্প চার্জে ডিভাইসকে ৫০% পর্যন্ত চার্জ করতে সক্ষম।

Xiaomi Redmi Note 11T 5G: শাওমি রেডমি নোট ১১টি ৫জি স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৬,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ বিকল্পের দাম ১৬,৯৮০ টাকা। এই ডুয়েল সিমের ফোনে আছে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন সহ এসেছে এবং ৯০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ও ২০:৯ এসপেক্ট রেশিও সাপোর্ট করে। মাল্টিটাস্কিং ও ফাস্ট পারফরম্যান্সের জন্য ডিভাইসে, মালি জি৫৭ এমসি২ জিপিইউ সহ অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২.৫ কাস্টম স্কিন চালিত। ছবি তোলার জন্য ডিভাইসের রিয়ার প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড শুটার। আবার, ফোনটির ডিসপ্লেতে থাকা পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে থাকছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের কথা বললে, এই ৫জি ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যার সাথে ৩৩ ওয়াট প্রো ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর সিকিউরিটির জন্য নোট সিরিজের এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Vivo T1 5G: ভিভো টি১ ৫জি স্মার্টফোনকে আপনারা তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন। যার মধ্যে ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্তি বেস মডেলের দাম ১৫,৯৯০ টাকা রাখা হয়েছে। আর ৬ জিবি র‍্যাম ও ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম থাকছে যথাক্রমে ১৬,৯৯০ টাকা ও ১৯,৯৯০ টাকা। এবার আসা যাক ফিচারের প্রসঙ্গে। ভিভো টি১ ৫জি ফোনে একটি ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০×২৪০৮ পিক্সেল) IPS LCD ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ (FunTouch OS 12) দ্বারা চালিত। উন্নত পারফরম্যান্সের জন্য ডিভাইসে স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে, যাতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারী সেন্সর এবং দুটি ২ মেগাপিক্সেল শ্যুটার বিদ্যমান থাকছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনটিতে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এই ভিভো ফোনটি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন