Diwali 2022: দীপাবলির মেসেজ, হোয়াটসঅ্যাপ স্টিকার পাঠিয়ে শুভেচ্ছা জানান প্রিয়জনকে

Published on:

How to send Diwali 2022 WhatsApp Messages

আর দুদিন পর অর্থাৎ সোমবার দীপাবলি বা দিওয়ালি (বাঙালির কালীপুজো), ফলত এখন ১৪ প্রদীপ জ্বালানো বা ধনতেরাস জাতীয় উৎসবের অঙ্গ উদযাপন করার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই। উৎসবের মরসুমের কার্যত শেষ পর্যায় ভরে উঠছে আলোর রোশনাই, দেবদেবীর আরাধনা, ঘর সাজানো, কেনাকাটা ইত্যাদিতে। সেক্ষেত্রে এই উপলক্ষে যদি আপনি WhatsApp-এর মাধ্যমে বন্ধু, পরিজন-পরিচিতদের শুভেচ্ছা জানাতে চান, তাহলে আপনার সুবিধার জন্যই আমাদের আজকের প্রতিবেদন। আসলে আজ আমরা আপনাকে দিওয়ালি মেসেজ, স্টিকার বা GIF-এর মত অপশনের সাহায্যে শুভেচ্ছা জানানোর উপায় সম্পর্কে বলব, যেগুলি আপনি হোয়াটসঅ্যাপ ছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে (যেমন Instagram, Telegram, Facebook ইত্যাদিতে) শেয়ার করতে পারবেন।

প্রিয়জনদের দিওয়ালির শুভেচ্ছা জানাতে পাঠান এই মেসেজগুলি (Best Diwali Message)

১. I hope the Dhanteras & Diwali Festival will illuminate your heart and home with happiness and fill it with success. Best wishes to you and your family. Happy Diwali.

২. I hope the light of Diwali brightens your day this Diwali.

৩. May Diwali bring you enough light to chase away all the darkness in your life.

৪. দীপাবলীর আলোর মালা আপনার জীবনে সৌভাগ্যের দিশা হয়ে জ্বলতে থাকুক। শুভ দীপাবলি।

৫. শুভ দীপাবলি। আলোর থেকেও আলোকজ্জ্বল হয়ে উঠুক তোমার এবং তোমার পরিবারের প্রতিটা মূহুর্ত।

কীভাবে হোয়াটসঅ্যাপে দীপাবলি স্টিকার পাঠাবেন (How to Send Diwali Stickers on WhatsApp)

১. এমনিতে হোয়াটসঅ্যাপ দিওয়ালি স্টিকার অফার করেনা। তাই এই ধরণের স্টিকার ব্যবহার করতে প্রথমে গুগল প্লে স্টোরে যান এবং সার্চ বারে হোয়াটসঅ্যাপের জন্য দিওয়ালি স্টিকার অনুসন্ধান করুন।

২. স্ক্রিনে প্রদত্ত বিকল্পগুলি থেকে আপনি ইচ্ছেমত কোনো একটি স্টিকার প্যাক ডাউনলোড করুন এবং তা ‘অ্যাড টু হোয়াটসঅ্যাপ’ (Add to WhatsApp) বাটন টিপে হোয়াটসঅ্যাপে যুক্ত করুন৷

৩. এবার হোয়াটসঅ্যাপের ‘মাই স্টিকার'(My Sticker) ট্যাবের ভিতরে যান এবং সদ্য যুক্ত হওয়া প্যাক থেকে স্টিকার নির্বাচন করে বন্ধু এবং পরিজনদের পাঠান।

কীভাবে হোয়াটসঅ্যাপে দীপাবলি জিআইএফ পাঠাবেন (How to Send Diwali GIF on WhatsApp)

১. হোয়াটসঅ্যাপে যান এবং আপনি যাকে বা যে গ্রুপে জিআইএফ পাঠাতে চান সেই ব্যক্তিগত বা গ্রুপ চ্যাট ওপেন করুন।

২. চ্যাটবক্সে উপলব্ধ স্মাইলি ফেস আইকনে ক্লিক করুন।

৩. প্রদত্ত জিআইএফ অপশনে ক্লিক করুন এবং সার্চ আইকনের মাধ্যমে ‘Diwali’ লিখে সার্চ করুন।

৪. এরপর স্ক্রিনে নানা জিআইএফ উপস্থিত হলে সেগুলির মধ্যে থেকে ইচ্ছেমত জিআইএফ বেছে নিয়ে তা শেয়ার করুন।

সঙ্গে থাকুন ➥