কাল লঞ্চের আগেই ফাঁস Redmi Note 12 Pro সিরিজের সমস্ত ফিচার, থাকবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

শাওমি (Xiaomi)-এর জনপ্রিয় সাব-ব্র্যান্ড রেডমি আগামীকাল, ২৭ অক্টোবর তাদের Redmi Note 12 সিরিজটি দেশীয় বাজারে লঞ্চ করতে চলেছে৷ আগামীকাল এই লাইনআপের অধীনে Note 12 Pro,…

শাওমি (Xiaomi)-এর জনপ্রিয় সাব-ব্র্যান্ড রেডমি আগামীকাল, ২৭ অক্টোবর তাদের Redmi Note 12 সিরিজটি দেশীয় বাজারে লঞ্চ করতে চলেছে৷ আগামীকাল এই লাইনআপের অধীনে Note 12 Pro, Note 12 Pro+ এবং Note 12 Explorer- এই তিনটি মডেল উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। গত সপ্তাহ থেকে, রেডমি ধীরে ধীরে এই সিরিজের মূল বৈশিষ্ট্যগুলি প্রকাশ করতে শুরু করেছে। আর এখন লঞ্চের আগে, সোশ্যাল মিডিয়ায় Note 12 সিরিজের স্মার্টফোনগুলির সম্পূর্ণ স্পেসিফিকেশনের তালিকা প্রকাশিত হয়েছে। চলুন লঞ্চের কয়েক ঘন্টা আগে আসন্ন Note সিরিজের ডিভাইসগুলি সম্পর্কে কি কি তথ্য উঠে এল, জেনে নেওয়া যাক।

ফাঁস হল Redmi Note 12 সিরিজের মূল স্পেসিফিকেশন

চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবো (Weibo)-এর একটি পোস্টে দাবি করা হয়েছে যে, নতুন রেডমি নোট ১২ প্রো, নোট ১২ প্রো প্লাস এবং নোট ১২ এক্সপ্লোরার মডেল তিনটি বহু ক্ষেত্রেই একে অপরের থেকে অভিন্ন হবে। এই তিনটি ফোনেই ৬.৭ ইঞ্চির ফ্ল্যাট অ্যামোলেড (AMOLED) স্ক্রিন থাকবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৯০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে৷ এই লাইনআপের সবকটি মডেলের ডিসপ্লেই ১০ বিট কালার, ডলবি ভিশন, এইচডিআর১০ এবং এইচডিআর১০+ ফর্ম্যাটগুলিকেও সাপোর্ট করবে।

আবার, রেডমি নোট ১২ সিরিজটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ চিপসেট দ্বারা চালিত হবে। ডিভাইসগুলি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তিক করে এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করবে। প্রো এবং প্রো প্লাস মডেলগুলি যথাক্রমে ৬৭ ওয়াট এবং ১২০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ ব্যাটারি ইউনিটের সাথে আসবে। এদিকে, এক্সপ্লোরার সংস্করণে ৪,৩০০ এমএএইচ ব্যাটারি থাকবে, তবে এটি বিশাল ২১০ ওয়াট চার্জিং স্পিড সাপোর্ট করবে বলে জানা গেছে। নোট ১২ প্রো মডেলটি ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ- এই চারটি কনফিগারেশনে বাজারে উপলব্ধ হবে। আবার, প্রো প্লাস এবং এক্সপ্লোরার সংস্করণটি ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনে আসবে।

ফটোগ্রাফির জন্য, Redmi Note 12 Pro অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ (Sony IMX766) প্রাইমারি ক্যামেরা সেন্সর অফার করবে। অন্যদিকে, Note 12 Pro+ এবং Note 12 Explorer-এ ওআইএস (OIS)-সক্ষম ২০০ মেগাপিক্সেলের স্যামসাং এইচপিএক্স (Samsung HPX) প্রধান সেন্সর থাকবে। তিনটি ডিভাইসেরই রিয়ার ক্যামেরা সেটআপে, প্রাইমারি ক্যামেরার সাথে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড স্ন্যাপার এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা উপস্থিত থাকবে।

এছাড়া, Redmi Note 12 সিরিজের অন্যান্য সাধারণ বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ডুয়েল সিম সাপোর্ট, ৫জি সংযোগ, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.১, জিপিএস, এনএফসি, একটি ইউএসবি-সি পোর্ট, একটি লিনিয়ার মোটর, ডুয়েল স্টেরিও স্পিকার এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক৷

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন