২০ হাজার টাকার কমে বেস্ট Samsung, OnePlus, Vivo, Realme 5G ফোন আপনার অপেক্ষায়

5G SmartPhones under 20,000 : ভারতে গতমাসেই ৫তম প্রজন্মের সেলুলার মোবাইল নেটওর্য়াক বা 5G চালু হয়েছে। ফলে বিদ্যমান 3G বা 4G পরিষেবা থেকে মুখ ঘুরিয়ে…

5G SmartPhones under 20,000 : ভারতে গতমাসেই ৫তম প্রজন্মের সেলুলার মোবাইল নেটওর্য়াক বা 5G চালু হয়েছে। ফলে বিদ্যমান 3G বা 4G পরিষেবা থেকে মুখ ঘুরিয়ে এখন অনেকেই নতুন নেটওয়ার্ক ব্যবহার করতে চাইছে। এই কারণে বহু স্মার্টফোন ইউজার তাদের পুরোনো 4G কানেক্টিভিটির মোবাইলকে আপগ্রেড করে 5G হ্যান্ডসেট কিনছেন। আপনিও যদি এই দলে যোগ দিতে চান কিন্তু বাজেট নিয়ে যথেষ্ট সচেতন, তবে আজ আমরা আপনাকে ভারতীয় বাজারে বিদ্যমান এমন ৫টি 5G-এনাবল স্মার্টফোনের খোঁজ দেব যেগুলিকে ২০,০০০ টাকার কম খরচ করে পকেটস্থ করা যাবে। এই তালিকায় – Samsung, Vivo, Realme, OnePlus এবং Motorola ব্র্যান্ডের কয়েকটি ‘বেস্ট সেলিং’ মডেল অন্তর্ভুক্ত। সর্বোপরি এগুলির মধ্যে বেশ কয়েকটিকে আপনি Amazon বা Flipkart -এর মতো অনলাইন শপিং সাইটে অফারের সাথে তালিকাভুক্ত পেয়ে যাবেন। চলুন দাম ও ফিচার সহ বাজেট এবং লো-মিড রেঞ্জের অধীনে আসা ৫টি সেরা 5G স্মার্টফোনের তালিকা দেখে নেওয়া যাক…

২০,০০০ টাকার নিচে উপলব্ধ ৫টি সেরা 5G স্মার্টফোনের তালিকা

Samsung Galaxy F23 5G : স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা রাখা হয়েছে ফ্লিপকার্টে।

ফিচার : স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ইনফিনিটি-ইউ ডিসপ্লে আছে। এই ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস ৫ সুরক্ষা সহ এসেছে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (UI 4.1) কাস্টম স্কিনে রান করে। ফটোগ্রাফির জন্য এফ-সিরিজের এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এগুলি হল – ৫০ মেগাপিক্সেল স্যামসাং আইএসওসেল জেএন১ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলল ম্যাক্রো সেন্সর। আর ডিভাইসের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত থাকছে। পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং স্পিড সাপোর্ট করে। সংস্থার তরফে জানানো হয়েছে, এই ফোনে অ্যাডাপটিভ পাওয়ার সেভিং টেকনোলজি উপলব্ধ, যা ব্যাটারির দক্ষতা আরও বাড়াবে।

Vivo T1 5G : ভিভো টি১ ৫জি স্মার্টফোনের ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলকে ১৫,৯৯০ টাকা, ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ বিকল্পকে ১৬,৯৯০ টাকা এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনকে ১৯,৯৯০ টাকা খরচ করে কেনা যাবে ফ্লিপকার্ট থেকে।

ফিচার : ভিভো টি১ ৫জি ফোনে একটি ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০×২৪০৮ পিক্সেল) IPS LCD ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ। পারফরম্যান্সের জন্য ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ (FunTouch OS 12) দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য ভিভো আনীত এই ৫জি স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ শ্যুটার। অন্যদিকে, সেলফি এবং ভিডিও কলের জন্য এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া, আলোচ্য ডিভাইসটি ৫-লেয়ার টার্বো কুলিং সিস্টেম সহ এসেছে, যা ডিভাইসের মূল তাপমাত্রাকে ১০-ডিগ্রী পর্যন্ত কমিয়ে আনতে সক্ষম বলে দাবি করেছিল ভিভো। নিরাপত্তার জন্য হ্যান্ডসেটে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo T1 5G ফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

Realme 9 5G : ই-কমার্স সাইট অ্যামাজন থেকে রিয়েলমি ৯ ৫জি স্মার্টফোনের ৪ জিবি + ৬৪ জিবি স্টোরেজ মডেলকে ১৬,১৯৯ টাকায় এবং ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনকে ১৭,২৭৪ টাকা পাওয়া যাবে।

ফিচার : ডুয়েল-সিমের রিয়েলমি ৯ ৫জি ফোনে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ চিপসেট সহ এসেছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ (Realme UI 2.0) কাস্টম স্কিনে রান করে। এই ডিভাইসে ৫ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। তদুপরি, ফটোগ্রাফির জন্য রিয়েলমি ৯ ৫জি ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এগুলি হল – ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি অনির্দিষ্ট মনোক্রোম পোর্ট্রেট সেন্সর এবং এফ/২.৪ অ্যাপারচার সহ একটি ম্যাক্রো লেন্স। একই সাথে, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য উক্ত ৫জি হ্যান্ডসেটে ১৮ ওয়াট কুইক চার্জ সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। আর নিরাপত্তার জন্য এতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

OnePlus Nord CE 2 Lite 5G : ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি ফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা৷

ফিচার : ডুয়াল-সিমের (ন্যানো) ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রটেকশন সহ ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪১২ পিক্সেল) ডিসপ্লে রয়েছে, যার এসপেক্ট রেশিও ২০:৯, পিক্সেল ডেনসিটি ২০২পিপিআই এবং রিফ্রেশ রেট (ডাইনামিক) ১২০ হার্টজ। এই ডিসপ্লে, sRGB কালার গ্যামেট এবং ২৪০ হার্টজ টাচ রেসপন্স রেট সমর্থন করে, যা উন্নত গেমিং অভিজ্ঞতা প্রদান করবে বলে জানিয়েছে ওয়ানপ্লাস। তদুপরি পারফরম্যান্সের জন্য এই হ্যান্ডসেটটি অ্যাড্রেনো ৬১৯ জিপিইউ এবং অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর সহ এসেছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেনওএস ১২.১ কাস্টম স্কিন পাওয়া যাবে। ছবি তোলার জন্য নর্ড-সিরিজের এই মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল শ্যুটার এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য এই ডিভাইসের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের Sony IMX471 সেন্সর দেখা যাবে। ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ওয়াট সুপারভোক (SuperVOOC) ওয়্যারড চার্জিং সাপোর্ট করে।

Moto G62 5G: ফ্লিপকার্টে মোটোরোলা জি৬২ ৫জি ফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলকে যথাক্রমে ১৫,৯৯৯ টাকা ও ১৭,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে৷

ফিচার : ডুয়েল সিমের মোটো জি৬২ ৫জি স্মার্টফোনে রয়েছে একটি ৬.৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল স্টাইল এবং এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ১২টি ৫জি ব্যান্ড সাপোর্ট সহ আসা মোটোরোলার এই ফোনে পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মাইইউএক্স কাস্টম স্কিনে রান করে। উক্ত ৫জি ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল – ৫০ মেগাপিক্সেল কোয়াড পিক্সেল প্রাইমারি সেন্সর, ১১৮-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স + ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আবার ডিভাইসের সামনে দেখা যাবে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য মোটোরোলা আনীত এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২০ ওয়াট টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর সিকিউরিটির জন্য এতে মিলবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার।