আর কিছুক্ষণ পর অভিষেক, তার আগেই Royal Enfield Super Meteor 650 এর পর্দাফাঁস, দেখতে কেমন

Avatar

Published on:

Royal Enfield Super Meteor 650 new teaser reveals

আজ ৮ নভেম্বর ইতালিতে মিলান মোটরসাইকেল শো নামে পরিচিত EICMA প্রর্দশনীতে তাদের বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ ক্রুজার বাইক উন্মোচিত করতে চলেছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। একাধিকবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলির মাধ্যমে টিজ করা হলেও, এই প্রথম মোটরবাইকটির সম্পূর্ণ স্বচ্ছ ছবি প্রকাশ করল সংস্থা।

ছবিটি প্রকাশের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে ক্রুজার নাম “Super Meteor 650” হবে। বাইকটির সাইড প্যানেলে ছোট করে লেখা নাম। ফুয়েল ট্যাঙ্কে রয়্যাল এনফিল্ডের ব্যাজ নজরে পড়েছে। এটি তিনটি ভ্যারিয়েন্টে অফার করা হতে পারে। যাদের নাম হতে পারে – অ্যাস্ট্রাল, সেলেস্টিয়াল এবং ইন্টারস্টেলার। এই ভেরিয়েন্টের নামগুলিও রয়্যাল এনফিল্ড তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ করেছে।

এছাড়া ৬৫০ সিসির বাইকটিতে একটি এলইডি টেলল্যাম্পের দেখা গেছে, যা Meteor 350-তেও উপস্থিত। আবার মোটা টায়ারের সাথে অ্যালয় হুইল, একটি টিয়ার ড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, চওড়া রিয়ার ফেন্ডার, হ্যালোজেন টার্ন ইন্ডিকেটর একটি চওড়া হ্যান্ডেল বার এবং ফরোয়ার্ড সেট ফুটপেগ দেওয়া হয়েছে। সুইচ গিয়ার এবং ইন্সট্রুমেন্ট ক্লাস্টারটি Meteor 350 থেকে ধার করা।

ব্রেকিংয়ের দায়িত্ব পালন করবে সামনে ও পেছনের চাকার ডিস্ক ব্রেক। আবার সাসপেনশন হিসেবে ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং টুইন গ্যাস চার্জড রিয়ার শক অ্যাবসর্বার বর্তমান। Super Meteor 650-তে Interceptor 650 ও Continental GT 650-র ইঞ্জিন ব্যবহার করা হবে। এর ৬৪৮ সিসি এয়ার অয়েল কুল্ড, প্যারালাল টুইন মোটরটি থেকে ৪৭ এইচপি শক্তি এবং ৫২ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৬-স্পিড গিয়ারবক্স সহ একটি স্লিপ এবং অ্যাসিস্ট ক্লাচ।

সঙ্গে থাকুন ➥