Honda পছন্দের সমস্ত বাইকের সম্ভার নিয়ে নতুন শোরুম খুলল

Avatar

Published on:

Honda Inagurates Bigwing Dealership in Bangalore

হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI) ভারতে তাদের কম রেঞ্জের টু-হুইলারের পাশাপাশি প্রিমিয়াম ব্র্যান্ডের প্রতিও সমান গুরুত্ব দিতে চাইছে। কারণ ইদানিং সংশ্লিষ্ট সেগমেন্টের চাহিদাও বাড়ছে চোখে পড়ার মতো। তাই হোন্ডা তাদের বিগউইঙ্গ (BigWing) শোরুম খোলায় জোর দিয়েছে। উল্লেখ্য, সম্প্রতি নতুন দিল্লির পর এবারে বেঙ্গালুরুতে উদ্বোধন হল নতুন বিগউইঙ্গ ডিলারশিপের।

এই মুহূর্তে হোন্ডা বিগউইঙ্গের মাধ্যমে এক ডজন হাই-ক্লাস মোটরসাইকেল বিক্রি করে‌। যেগুলি ৩০০-৫০০ সিসি ইঞ্জিনের। মডেলগুলি হল – CB300F, CB300R, H’ness CB350, এবং তার Anniversary স্পেশ্যাল এডিশন, CB350RS, CB650R, CB500X, CBR650R CBR1000RR-R Fireblade, CBR1000RR-R Fireblade SP, Africa Twin অ্যাডভেঞ্চার, এবং ফ্ল্যাগশিপ Gold Twin ট্যুরার।

বেঙ্গালুরুর স্টোরটি ধরে এখন ভারতে একশোর বেশি বিগউইঙ্গ টাচপয়েন্ট রয়েছে। যেখান থেকে হোন্ডার প্রিমিয়াম বাইক কিনতে পারবেন ক্রেতারা। উদ্বোধনে গিয়ে এইচএমএসআই এর ম্যানেজিং ডিরেক্টর এবং প্রেসিডেন্ট আতুসুশি ওগাতা বলেন, “আমাদের লক্ষ্য বিগউইঙ্গ শোরুমের সম্প্রসারণ ঘটানো। এটি উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত। এই নতুন প্রিমিয়াম আউটলেট থেকে দেশের বিভিন্ন অংশে আমাদের ফান মোটরসাইকেলগুলি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হবে।”

প্রসঙ্গত, গত মাসে হোন্ডা মোট ৪,৪৯,৩৯১ ইউনিট মোটরসাইকেল ও স্কুটার বিক্রি হয়েছে। যার মধ্যে দেশের বাজারে বিক্রিত টু-হুইলারের পরিমাণ ৪,২৫,৯৬৯ এবং রপ্তানি করা হয়েছে ২৩,৪২২ ইউনিট। তুলনাস্বরূপ ২০২১-এর অক্টোবরে তাদের মোট বেচাকেনা হয়েছিল ৪,৩২,২২৯ এবং রপ্তানি হয়েছিল ৩৭,৫৮৪ ইউনিট।

সঙ্গে থাকুন ➥

Leave a Comment