ব্যবসা বাড়ানোর লক্ষ্যে জার্মান সংস্থাকে কিনে নিল TVS

Avatar

Published on:

TVS Motor Company acquire German Company

ব্যবসা বাড়ানোর লক্ষ্যে ভারতের অন্যতম বৃহত্তম মোটরসাইকেল-স্কুটার এবং তিন চাকা গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টিভিএস মোটর (TVS Motor) জার্মান সংস্থা Vermögensverwaltungs অধিগ্রহণের ঘোষণা করেছে। কোম্পানিটির সমস্ত শেয়ার ২৫,০০০ ইউরো দিয়ে কিনে নেওয়ার কথা জানিয়েছে তারা। ভারতীয় মুদ্রায় যা ২১.৭৩ লক্ষ টাকার সমান।

টিভিএস মোটর ঘোষণা করেছে সিঙ্গাপুরে তাদের শাখা সংস্থা টিভিএস সিঙ্গাপুর এই জার্মান অটোমোবাইল কোম্পানিটিকে সম্পূর্ণভাবে কিনে নিয়েছে। সেটির পুরনো নাম বদলে সেলেরিটি মোটর (Celerity Motor) রাখা হবে। প্রসঙ্গত, ২০২২-এর অর্থাৎ এ বছর জুনে জার্মান কোম্পানিটি পথ চলা শুরু করেছিল। প্রধানত দুই এবং তিন চাকার গাড়ির উপর পরীক্ষা, উন্নয়ন, প্রকৌশল, বিক্রি-সহ বিভিন্ন পরিষেবা সরররাহ করত তারা।

এদিকে বর্তমানে ভারতের তৃতীয় বৃহত্তম টু-হুইলার কোম্পানি হল টিভিএস মোটর। ২০২১-২২ অর্থবর্ষে সংস্থাটি ২০,০০০ কোটির বেশি আয় করেছে। বছরে তাদের গড়ে ৩০ লক্ষের অধিক গাড়ি বিক্রি হয়। বার্ষিক উৎপাদনের ক্ষমতা ৪০.৫৯ লক্ষের বেশি। ভারতের দ্বিতীয় বৃহত্তম টু-হুইলার রপ্তানিকারী সংস্থা এটি।

এখন টিভিএস-এর চারটি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। যেগুলি তামিলনাড়ুর হোসুর, কর্ণাটকের মাইসোর, হিমাচল প্রদেশের নালাগর এবং ইন্দোনেশিয়ার কারাওয়াঙ্গে অবস্থিত। এ বছর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত টিভিএস এর বিক্রি এর বিক্রি ৮,৫৬০.৭৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। আগের বছর ওই সময়ে যার অঙ্ক ছিল ৬,৪৮৩.৪২ কোটি থাকা। এছাড়া ওই তিন মাসে তাদের ৩৮৬.৩১ কোটি লাভ হয়েছে। বিগত বছরের একই সময়ে যা ছিল ২৪২.১৭ কোটি।

সঙ্গে থাকুন ➥