৯ হাজার টাকার কমে বাজারে হাজির Honor X5, শক্তিশালী ৫০০০mAh ব্যাটারির সাথে হয়েছে এইচডি প্লাস ডিসপ্লে

Avatar

Updated on:

Honor X5 launched

Honor একপ্রকার চুপিচুপি আজ গ্লোবাল মার্কেটে একটি নতুন ফোন লঞ্চ করেছে, যার নাম Honor X5। এটি বাজেট রেঞ্জে এসেছে এবং অ্যান্ড্রয়েড ১২ গো এডিশন অপারেটিং সিস্টেমে চলে। ফোনটির অন্যান্য ফিচারের কথা বললে, এতে পাওয়া যাবে মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও এইচডি প্লাস ডিসপ্লে। আসুন Honor X5 এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Honor X5 এর দাম

অনর এক্স৫ এর দাম বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাখা হয়েছে। যেমন জর্ডনে এর ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ জর্ডনিয়ন ডলার, যা প্রায় ৮,৭০০ টাকার সমান। এটি সানরাইজ অরেঞ্জ, ওসান ব্লু ও মিডনাইট ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

Honor X5 এর স্পেসিফিকেশন ও ফিচার

অনর এক্স৫ ফোনের সামনে দেখা যাবে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যার ডিজাইন ওয়াটার ড্রপ নচ। ব্যাক প্যানেলে লেদার টেক্সচার দেখা যাবে। সিকিউরিটির জন্য এতে ফেস আনলক ফিচার উপলব্ধ। ফোনটির পিছনে এলইডি ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা উপস্থিত। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পারফরম্যান্সের জন্য Honor X5 ফোনে ব্যবহার করা হয়েছে পাওয়ারভিআর জিই৮৩২০ জিপিইউ সহ মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ আরও বাড়ানো যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ গো এডিশন অপারেটিং সিস্টেমে চলে।

Honor X5 ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, মাইক্রো ইউএসবি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক।

সঙ্গে থাকুন ➥