Galaxy F14: স্যামসাং জানুয়ারিতে লঞ্চ করবে নতুন ফোন, দাম হবে 15000 টাকার কম

চলতি বছরের জুন মাসে লঞ্চ হয়েছে Samsung Galaxy F13। এন্ট্রি-লেভেল স্মার্টফোন হিসাবে এসেছে এটি। এবার ফোনটির উত্তরসূরি রূপে Samsung Galaxy F14 আগামী মাসেই ভারতের বাজারে…

চলতি বছরের জুন মাসে লঞ্চ হয়েছে Samsung Galaxy F13। এন্ট্রি-লেভেল স্মার্টফোন হিসাবে এসেছে এটি। এবার ফোনটির উত্তরসূরি রূপে Samsung Galaxy F14 আগামী মাসেই ভারতের বাজারে আসতে চলেছে৷ F-সিরিজ এই নতুন মডেলটি নিয়ে সূত্রের দাবি তেমনই। কী কী তথ্য সামনে এল সেগুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

৯১মোবাইলস জানিয়েছে, স্যামসাং ভারতীয় বাজারে ২০২৩-এর জানুয়ারি মাসেই গ্যালাক্সি এফ১৪ লঞ্চ করতে পারে। এই আসন্ন স্যামসাং হ্যান্ডসেটটি একটি ৪জি স্মার্টফোন হবে নাকি ৫জি কানেক্টিভিটি সাপোর্ট করবে তা প্রকাশ করা হয়নি। যদি এটি ৫জি সংযোগের সাথে আসে, তাহলে ডিভাইসটির মডেল নম্বর SM-E146B/DS হতে পারে, কারণ এটিকে সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশনে দেখা গেছে।

যদিও, স্পেসিফিকেশনের বিষয়ে কিছু প্রকাশ করা হয়নি। তবে আশা করা যায় যে, স্যামসাং গ্যালাক্সি এফ১৪ খুব শীঘ্রই বিভিন্ন সার্টিফিকেশন ওয়েবসাইটে উপস্থিত হবে, কেননা আগামী মাসে এটির লঞ্চ হওয়ার কথা রয়েছে। অনুমান করা হচ্ছে, এফ-সিরিজের এই নতুন মডেলটি গ্যালাক্সি এফ১৩-এর তুলনায় কিছু আপগ্রেড অফার করবে। আসুন তাহলে এফ১৩-এর স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy F13-এর স্পেসিফিকেশন, ফিচার এবং মূল্য

Samsung Galaxy F13-এ ৬.৬ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন, ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৮০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লে প্যানেলে একটি ওয়াটারড্রপ নচ (ইনফিনিটি ভি) রয়েছে এবং এটি কর্নিং গরিলা গ্লাস ৫-এর সুরক্ষা অফার করে। ডিভাইসটি এক্সিনস ৮৫০ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত, যার সাথে মালি জি৫২ জিপিইউ-টি যুক্ত রয়েছে। এই স্মার্টফোনটিতে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যায়। এই এফ-সিরিজ হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ানইউআই ৪ (OneUI 4) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy F13-এর কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে৷ আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। নিরাপত্তার জন্য, স্মার্টফোনটিতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy F13-এ ৬,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে চার্জিং এবং ডেটা স্থানান্তরের জন্য একটি টাইপ-সি পোর্ট ব্যবহার করা হয়েছে। ফোনটি নাইটস্কি গ্রিন, ওয়াটারফল ব্লু এবং সানরাইজ কপার- এই তিনটি কালার অপশনে এসেছে। Galaxy F13-এর ওজন ২০৭ গ্রাম এবং পরিমাপ ১৬৫.৪ × ৭৬.৯ × ৯.৩ মিলিমিটার

দামের ক্ষেত্রে, Samsung Galaxy F13-এর ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ১১,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। যেখানে, ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। আশা করা যায়, আসন্ন Samsung Galaxy F14-এর দাম এদেশে ১৫,০০০ টাকার নীচে হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন