Infinix Zero 5G Turbo: সাধ্যের মধ্যে ফ্ল্যাগশিপ ফিচার, বাজারে ঝড় তুলতে প্রস্তুত ইনফিনিক্সের নয়া স্মার্টফোন

Avatar

Published on:

Infinix Zero 5G Turbo Launch Date

ইনফিনিক্স (Infinix) গত বছর তাদের প্রথম ফাইভ-জি স্মার্টফোন, Zero 5G লঞ্চ করেছিল। বর্তমানে কোম্পানিটি এই ফোনের উত্তরসূরি মডেলগুলি বাজারে আনার প্রস্তুতি শুরু করেছে। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে, আগামী ৪ ফেব্রুয়ারি Infinix Zero 5G 2023 Turbo সংস্করণটি ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে। এদিকে ফ্লিপকার্ট (Flipkart)-এ “সিরিজ” শব্দের সাথে Infinix Zero 5G তালিকাভুক্ত হয়েছে। অর্থাৎ, ইনফিনিক্স সম্ভবত এই সিরিজের অধীনে আরও একটি ফোন লঞ্চ করবে। যার মধ্যে অন্যতম Infinix Zero 5G 2023 Turbo। এটি সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে।

Infinix Zero 5G 2023 Turbo বাজারে আসছে আগামী মাসেই

ভারতে এখন রিয়েলমি ১০ প্রো+, নোট ১২ প্রো+ এবং রেডমি নোট ১২ প্রো-এর মতো চমৎকার বিকল্প উপলব্ধ রয়েছে। ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ এই সমস্ত হ্যান্ডসেটের সাথে প্রতিযোগিতা করবে। এর মধ্যে, জিরো ৫জি ২০২৩ টার্বো মডেলটি আগামী ৪ ফেব্রুয়ারি বিভিন্ন ভ্যারিয়েন্টে বাজারে আসবে। এই ফোনে ৬ জিবি/ ৮ জিবি/ ১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি /২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। ফলে, ক্রেতারা তাদের প্রয়োজন এবং বাজেটের সাথে সামঞ্জস্য রেখে উপযুক্ত কনফিগারেশন বেছে নিতে পারবেন, যেগুলির দাম ২৬৯ ডলার (প্রায় ২২,০০০ টাকা) থেকে ৩৬৭ ডলার (প্রায় ৩০,০০০ টাকা) মধ্যে থাকবে।

জিরো ৫জি ২০২৩ টার্বো সম্পর্কিত সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল যে, ইনফিনিক্স আগামী ১৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলা আসন্ন মার্ভেল মুভি অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টোম্যানিয়া-এর প্রচারের জন্য মার্ভেল স্টুডিও-এর সাথে যৌথভাবে কাজ করেছে। তাই জিরো ৫জি ২০২৩ টার্বো একটি বিশেষ প্যাকেজের সাথে আসবে।

এছাড়াও জানা গেছে যে, Infinix Zero 5G 2023 Turbo মডেলে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৩৩ ওয়াট ফাস্ট চার্জার এবং ডুয়েল এলইডি ফ্ল্যাশ সহ ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। ডিভাইসটির ব্যাক প্যানেলে কোয়াড-এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল ক্যামেরা সিস্টেম থাকার সম্ভাবনা। নিরাপত্তার জন্য, ফোনটিতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অবস্থান করবে। Zero 5G 2023 Turbo অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১২ (XOS 12) কাস্টম স্কিনে রান করবে। লঞ্চের পর এই ইনফিনিক্স হ্যান্ডসেটটি অরেঞ্জ, হোয়াইট এবং ব্ল্যাক-এর মতো একাধিক কালার অপশনে বেছে নেওয়া যাবে।

সঙ্গে থাকুন ➥