প্রিমিয়াম বাইকের নয়া আউটলেট উদ্বোধন করল Honda

Avatar

Published on:

Honda HMSI inagurates Chennai new showroom

ভারতে প্রিমিয়াম বাইকের জনপ্রিয়তা দেখে জাপানি টু-হুইলারের শাখা হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI) তাদের বিগউইং (BigWing) শোরুম উদ্বোধনের ম্যারাথন দৌড় চালাচ্ছে। এদেশে সংস্থাটি বিভিন্ন রাজ্যে একের পর এক নতুন ডিলারশিপের ফিতে কেটে চলেছে। এবারে চেন্নাইয়ের আন্না নগরে খোলা হল নতুন শোরুম।

নতুন শোরুম উদ্বোধনের প্রসঙ্গে এইচএমএসআই-এর এমডি, সভাপতি এবং সিইও আতসুশি ওগাতা বলেন, “সকল ক্রেতাদের কাছে প্রিমিয়াম মোটরসাইকেল পৌঁছে দিতে আমাদের লক্ষ্য হোন্ডা বিগউইং-এর সম্প্রসারণ। আজ আন্না নগরের বিগউইং শোরুমের উদ্বোধন করতে পেরে আমরা আপ্লুত। এখানকার ক্রেতাদের হোন্ডার মাঝারি আকারের প্রিমিয়াম মোটরসাইকেলের অভিজ্ঞতা দিতে পারব।”

বর্তমানে হোন্ডার বিগউইং শোরুমগুলিতে ডজন খানেক প্রিমিয়াম মোটরসাইকেল বিক্রি করা হয়। এগুলি হল- CB300F, CB300R, H’ness CB350, CB350RS, CB650R, CB500X, CBR650R, CBR1000RR-R Fireblade, CBR1000RR-R Fireblade SP, Africa Twin এবং Goldwing।

উল্লেখ্য, বর্তমানে ভারতের বেস্ট-সেলিং মোটরসাইকেল Hero Splendor-এর সাথে টক্কর নিতে হোন্ডা ভারতে একটি ১০০ সিসির নতুন বাইক লঞ্চ করতে চলেছে। সব ঠিকঠাক চললে মার্চের মধ্যে আসবে এটি। মোটরসাইকেলটি সংস্থার সবচেয়ে সস্তা মডেল হবে। যদিও অফিশিয়াল নাম এখনও জানানো হয়নি।

সঙ্গে থাকুন ➥