Made in India Mobile: মোদী সরকারের কামাল, ভারতে তৈরী হবে আরও বেশি স্মার্টফোন

করকাঠামোয় ছাড়, আবাস যোজনা, বয়স্কদের জন্য সঞ্চয়ে ছাড়, রেলে বরাদ্দ বাড়ানোর মতো একাধিক জনমোহিনী ঘোষণার তালিকা সমেত দিনকয়েক আগে চলতি বছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী…

করকাঠামোয় ছাড়, আবাস যোজনা, বয়স্কদের জন্য সঞ্চয়ে ছাড়, রেলে বরাদ্দ বাড়ানোর মতো একাধিক জনমোহিনী ঘোষণার তালিকা সমেত দিনকয়েক আগে চলতি বছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। সেক্ষেত্রে এই বাজেটে Apple-এর মতো বৈশ্বিক কোম্পানির হাই-এন্ড ফোন অ্যাসেম্বল করতে ব্যবহৃত কিছু যন্ত্রাংশের ওপর আমদানি শুল্ক তুলে নেওয়ার দরুন চলতি বছর ভারত আরও বেশি সংখ্যক মোবাইল ফোন উৎপাদন করতে সক্ষম হবে বলে আশা করছেন আয়কর দপ্তরের এক কর্মকর্তা। গত শুক্রবার রয়টার্স (Reuters)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন। ফলে এদেশের আর্থিক সমৃদ্ধির জন্য ২০২৩ সালের বাজেট যে ব্যাপক ফলপ্রসূ বলে প্রমাণিত হতে চলেছে, সেকথা বলাই বাহুল্য।

ট্যাক্স কমানোর পর ভারতে মোবাইল ফোনের উৎপাদন বাড়তে পারে

আপনাদেরকে জানিয়ে রাখি, এমনিতেই ২০২২ সালের এপ্রিল-অক্টোবরের মধ্যে ভারতের মোবাইল ফোনের রফতানি প্রায় দ্বিগুণ হয়ে ৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তদুপরি, গত বুধবার ২০২৩-২৪ অর্থবর্ষের বার্ষিক বাজেটে মোবাইল ক্যামেরা ফোনের নির্বাচিত অংশের ওপর ২.৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ফলে খরচ কমে যাওয়ার সুবাদে চলতি বছরে ভারতে মোবাইল উৎপাদনের পরিমাণ যে ব্যাপক হারে বাড়তে চলেছে, সেকথা খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। এই প্রসঙ্গে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের সদস্য ভি রামা ম্যাথিউ (V. Rama Mathew) জানিয়েছেন, শুল্ক পরিবর্তনের ফলে ফোনের সবকটি সেক্টর উপকৃত হবে। এমনকি প্রিমিয়াম ফোন সেক্টরেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে দাবি করেছেন তিনি।

আগামী দিনে ভারতে তৈরি হবে ২৫% iPhone

এই প্রসঙ্গে বলে রাখি, সম্প্রতি অনুষ্ঠিত এক সম্মেলনে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal) জানিয়েছেন যে, খুব শীঘ্রই ভারতে ২৫ শতাংশ আইফোন (iPhone) তৈরি করতে পারে অ্যাপল। আসলে চীনের একাধিক শহরে কোভিড-১৯ -এর জন্য ঘনঘন লকডাউনের ফলে সাপ্লাই চেইনের ব্যাপক ক্ষতি হওয়ায় বর্তমানে নিজেদের ব্যবসায়িক কার্যকলাপকে অন্যান্য দেশে সম্প্রসারিত করার পরিকল্পনা করেছে কার্পেটিনা ভিত্তিক প্রযুক্তি সংস্থাটি, যার মধ্যে ভারত হল অন্যতম। এর সুবাদে আগামী দিনে এদেশে ৫-৭ শতাংশের পরিবর্তে ২৫% আইফোন উৎপাদন হতে পারে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী।

২০২৫ সালের মধ্যে সমস্ত Apple প্রোডাক্টের এক-চতুর্থাংশ চীনের বাইরে তৈরি হবে

এর পাশাপাশি হালফিলে একথাও জানা গিয়েছে যে, Apple-এর অন্যতম প্রধান সাপ্লায়ার ফক্সকন (Foxconn) আগামী দুই বছরের মধ্যে ভারতে তাদের iPhone কারখানার কর্মীসংখ্যা চারগুণ করার পরিকল্পনা করেছে। আবার, ২০২২ সালে জেপি মরগ্যান (JP Morgan)-এর বিশ্লেষকরা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, ২০২৫ সালের মধ্যে সমস্ত Apple প্রোডাক্টের (যেমন – iPhone, MacBook, iPad, Apple Watch এবং Airpods) এক-চতুর্থাংশ চীনের বাইরে তৈরি হবে। স্বভাবতই উক্ত পরিকল্পনাগুলি বাস্তবায়িত করার ক্ষেত্রে হালফিলে আয়োজিত বাজেটটি যে ব্যাপক ফলপ্রসূ বলে প্রমাণিত হবে, সেকথা বলাই বাহুল্য৷