Realme-র হাত ধরে Coca-Cola ফোন ভারতে গ্র্যান্ড এন্ট্রি নিল, রয়েছে 108MP ক্যামেরা

রিয়েলমি আজ (১০ ফেব্রুয়ারি) জনপ্রিয় মার্কিন পানীয় কোম্পানি কোকা-কোলা (Coca-Cola)-এর সাথে জুটি বেঁধে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে, যার নাম Realme 10 Pro Coca-Cola Edition।…

রিয়েলমি আজ (১০ ফেব্রুয়ারি) জনপ্রিয় মার্কিন পানীয় কোম্পানি কোকা-কোলা (Coca-Cola)-এর সাথে জুটি বেঁধে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে, যার নাম Realme 10 Pro Coca-Cola Edition। বিশেষ সংস্করণের ফোন হওয়ায় স্বাভাবিকভাবে এর ডিজাইনের ওপর ফোকাস করা হয়েছে। হ্যান্ডসেটটির রিয়ার প্যানেলে কোকা-কোলা-এর সিগনেচার লাল রঙ এবং ব্র্যান্ডিং রয়েছে। এমনকি রিয়ার ক্যামেরাগুলির রিমগুলিকেও সফ্ট-ড্রিংক কোম্পানির থিমের সাথে মিলিয়ে সামান্য লাল রাখা হয়েছে। Realme 10 Pro Coca-Cola Edition একটি বিশেষ প্যাকেজিংয়ের সাথে এসেছে, যার মধ্যে চার্জার এবং চার্জিং কেবল রয়েছে। দুটি ব্র্যান্ডের মধ্যে পার্টনারশিপ উদযাপনের জন্য বক্সটিতে কয়েকটি গুডিজও রয়েছে৷ তবে ডিজাইন এবং রিটেইল বক্স ছাড়া, Realme 10 Pro Coca-Cola Edition-টি গত ডিসেম্বরে ভারতে লঞ্চ হওয়া স্ট্যান্ডার্ড Realme 10 Pro-এর মতোই স্পেসিফিকেশন অফার করে। আসুন তাহলে রিয়েলমির এই বিশেষ সংস্করণের হ্যান্ডসেটটির দাম এবং সকল স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

ভারতে Realme 10 Pro Coca-Cola Edition-এর দাম ও লভ্যতা

রিয়েলমি জানিয়েছে যে, তারা কোকা-কোলা-এর সাথে অংশীদারিত্বের জন্য রিয়েলমি ১০ প্রো বেছে নিয়েছে, যাতে আরও বেশি করে তরুণ গ্রাহকদের কাছে আবেদন করা যায়। ভারতের বাজারে রিয়েলমি ১০ প্রো কোকা-কোলা এডিশনের ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২০,৯৯৯ টাকা। ফ্ল্যাশ সেল (সীমিত বিক্রয়) আজ থেকে রিয়েলমির ভারতীয় চ্যানেলগুলির মাধ্যমে শুরু হবে। যেখানে স্ট্যান্ডার্ড রিয়েলমি ১০ প্রো-এর বেস ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৮,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ শীর্ষ ভ্যারিয়েন্টের মূল্যে ১৯,৯৯৯ টাকা।

Realme 10 Pro Coca-Cola Edition-এর স্পেসিফিকেশন

নতুন ডিজাইন ছাড়া, রিয়েলমি ১০ প্রো কোকা-কোলা এডিশন তার সাধারণ মডেলের মতোই স্পেসিফিকেশন অফার করে। রিয়েলমি ব্যাখ্যা করেছে যে, ফোনটির ব্যাক প্যানেলের ম্যাট কালো অংশটি অ্যালুমিনিয়াম ফিনিশের অনুকরণ করে। এছাড়া, পিছনের আবরণটি অবাঞ্ছিত আঙ্গুলের ছাপের দাগ দূর করে।

আবার, কোকা-কোলা-এর নান্দনিকতার সাথে মিলিয়ে রিয়েলমি তাদের বিশেষ সংস্করণের রিয়েলমি ১০ প্রো মডেলটির জন্য একটি নতুন থিম তৈরি করেছে। ইন্টারফেসে কাস্টম আইকন এবং একটি অফিসিয়াল কোকা-কোলা রিংটোন রয়েছে। তবে এই ইন্টারফেসটি বাদ দিয়ে, ব্যবহারকারীরা তাদের পছন্দসই থিমও বেছে নিতে পারবেন।

স্পেসিফিকেশনের ক্ষেত্রে, Realme 10 Pro Coca-Cola Edition-এ ৬.৭২ ইঞ্চির আইপিএস এলসিডি স্ক্রিন রয়েছে৷ তবে, রেগুলার মডেলে কার্ভড ডিসপ্লে থাকলেও, এই সংস্করণটি একটি ফ্ল্যাট ডিসপ্লের সাথে এসেছে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য, ব্যাক প্যানেলে ১০৮ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ এবং সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান।

এই ৫জি সাপোর্ট যুক্ত ফোনটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া, Realme 10 Pro 5G Coca-Cola Edition-এর নীচের অংশে চার্জ করার জন্য ইউএসবি-সি পোর্ট এবং তারপাশে একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক রয়েছে।

Realme 10 Pro Coca-Cola Edition-এর স্পেশাল বক্স

একটি বিশেষ প্যাকেজিংয়ের সাথে Realme 10 Pro Coca-Cola Edition-টি পাওয়া যাবে। এই বাক্সে স্টিকার এবং ক্যান ওপেনারের আকারে ডিজাইন করা একটি সিম ইজেক্টর পিন অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, প্যাকেজটিতে একটি ৩৩ ওয়াটের চার্জার এবং একটি টাইপ-এ থেকে টাইপ-সি কেবল রয়েছে, উভয়ই সাদা রঙের। তবে, পুরো প্যাকেজটি রিয়েলমি এবং কোকা-কোলা-এর সঙ্গে জোট উদযাপন করতে লাল ও কালো রঙের সাথে ডিজাইন করা হয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন