Electric Car Sales: বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে চীন, দক্ষিণ কোরিয়ান সংস্থাদের টেক্কা দিয়ে বাজিমাত টাটার

এবছর জানুয়ারিতে ভারতের গাড়ি সংস্থাগুলির সংগঠন ‘ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন’ (FADA) যাত্রীবাহী বৈদ্যুতিক গাড়ি বিক্রির পরিসংখ্যান প্রকাশ করল। যেখানে দেখা গেছে, গত মাসে এদেশে…

এবছর জানুয়ারিতে ভারতের গাড়ি সংস্থাগুলির সংগঠন ‘ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন’ (FADA) যাত্রীবাহী বৈদ্যুতিক গাড়ি বিক্রির পরিসংখ্যান প্রকাশ করল। যেখানে দেখা গেছে, গত মাসে এদেশে বেচাকেনা হওয়া মোট প্যাসেঞ্জার গাড়ির ১% হল বৈদ্যুতিক। তুলনাস্বরূপ আগের বছর ওই সময়ে সেটা ছিল ০.৬%।

আগের মাসে, ২,৪২৬টি ইলেকট্রিক গাড়ি বিক্রির মাধ্যমে টপ সেলিং ইভি সংস্থা হিসেবে নিজের জায়গা ধরে রেখেছে টাটা মোটরস (Tata Motors)। আগের বছর জানুয়ারির তুলনায় গত মাসে তাদের বিক্রি ৭২.৭৯% বৃদ্ধি পেয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এমজি মোটর (MG Motor)। আগের মাসে সংস্থাটির ৪২৫ ইউনিট বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে। যা ২০২২ এর জানুয়ারির তুলনায় ৩৬৬ ইউনিট বেশি।

তালিকার তৃতীয় স্থানের দখলদার বর্তমানে বিশ্বের বৃহত্তম ইলেকট্রিক ভেহিকেল নির্মাতা বিওয়াইডি (BYD)। আগের মাসে সংস্থাটি এদেশে মোট ১৩২ ইউনিট গাড়ি বিক্রি করেছে। যেখানে ২০২২-এর প্রথম মাসে তাদের বেচাকেনার অঙ্ক ছিল মাত্র ১০ ইউনিট।

২০২২-২৩ অর্থনৈতিক সমীক্ষায় দেখা গিয়েছে, ২০৩০-এর মধ্যে ভারতে বৈদ্যুতিক গাড়ি বিক্রির বার্ষিক সংখ্যা এক কোটিতে পৌঁছবে। সম্প্রতি পার্লামেন্টে সমীক্ষা অনুযায়ী বলা হয়েছে, ২০২২-এর ডিসেম্বরে ভারত আপান এবং জার্মানিকে পেছনে ফেলে বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম অটোমোবাইলের বাজার হিসেবে আত্মপ্রকাশ করেছে।