Redmi গ্লোবাল মার্কেটে একঝাঁক ফোন নিয়ে হাজির হচ্ছে, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে

রেডমি (Redmi) বিশ্ববাজারে বেশ কয়েকটি নতুন এন্ট্রি-লেভেল এবং মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। মনে করা হচ্ছে যে, কোম্পানি আগামী সপ্তাহে আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস…

রেডমি (Redmi) বিশ্ববাজারে বেশ কয়েকটি নতুন এন্ট্রি-লেভেল এবং মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। মনে করা হচ্ছে যে, কোম্পানি আগামী সপ্তাহে আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ (MWC 2023) ইভেন্টে Redmi Note 12 সিরিজ, Redmi 12C এবং Redmi A2 ৷ লঞ্চ করতে পারে। আর এখন সুপরিচিত টিপস্টার এই সমস্ত ডিভাইসের দাম এবং কালার অপশনগুলি প্রকাশ করেছেন। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

রেডমি এ২ (Redmi A2)

টিপস্টার স্নুপি টেক সম্প্রতি জানিয়েছেন যে, জার্মানিতে Redmi A2-এর দাম ৯৭ ইউরো (প্রায় ৮,৬০০ টাকা) হবে। ফোনটি ব্ল্যাক, ব্লু এবং গ্রীন-এর মতো কালার অপশনে আসবে। নতুন লিক অনুসারে, মনে করা হচ্ছে ইউরোপের কিছু অংশে ডিভাইসটির দাম হবে ১১২ ইউরো (প্রায় ৯,৯০০ টাকা)।

রেডমি ১২সি (Redmi 12C)

টিপস্টার প্রকাশ করেছে যে, Redmi 12C তিনটি ভ্যারিয়েন্টে আসবে, ৩ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ, ৩ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ, এবং ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ। এই মডেলগুলির দাম যথাক্রমে ১৪৯ ইউরো (প্রায় ১৩,২০০ টাকা), ১৭৯ ইউরো (প্রায় ১৫,৮৫০ টাকা) এবং ১৯৯ ইউরো (প্রায় ১৭,৬০০ টাকা) হতে পারে৷ এটি গ্রাফাইট, গ্রীন, ব্লু এবং পার্পল কালার অপশনে আসবে।

রেডমি নোট ১২ (Redmi Note 12)

Redmi Note 12 ফোনটি ৪জি এবং ৫জি সংস্করণে আসবে বলে জানা গেছে। উভয় মডেলেই ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। দুটি হ্যান্ডসেটই গ্রীন, গ্রে এবং ব্লু-এর মতো কালার ভ্যারিয়েন্টগুলিতে পাওয়া যাবে। Note 12-এর ৪জি মডেলের দাম ২৭৯ ইউরো (প্রায় ২৪,৬৫০ টাকা) এবং ৫জি সংস্করণের দাম ২৯৯ ইউরো (প্রায় ২৬,৪৩০ টাকা) হবে।

রেডমি নোট ১২ প্রো ৫জি (Redmi Note 12 Pro 5G) এবং নোট ১২ প্রো প্লাস ৫জি (Note 12 Pro+ 5G)

গ্লোবাল মার্কেটে Redmi Note 12 Pro 5G ফোনটি ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ আসবে এবং এর দাম রাখা হবে ৩৯৯ ইউরো (প্রায় ৩৫,২৬০ টাকা)। অন্যদিকে, Note 12 Pro+ 5G-এর ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ অফার করবে। এই মডেলটির দাম হবে ৪৯৯ ইউরো (প্রায় ৪৪,১০০ টাকা)। দুটি ফোনই ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু-এর মতো কালার অপশনে আসবে।

উল্লেখ্য, Redmi A2 এবং অঘোষিত Redmi Note 12 4G মডেলটি ছাড়া বাকি ফোনগুলির স্পেসিফিকেশন অজানা নেই, যেহেতু এগুলি ইতিমধ্যে চীন এবং ভারতে লঞ্চ হয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন