OnePlus Ace 2 Dimensity Edition এর লঞ্চ আগামী মাসে, প্রকাশ্যে এল ক্যামেরা ও ডিসপ্লে ফিচার

ওয়ানপ্লাস সম্প্রতি চীনে OnePlus Ace 2 লঞ্চ করেছে। এটি OnePlus 11R নামে একই সময়ে বিশ্ববাজারেও এসেছে। ফোনটি Qualcomm-এর Snapdragon 8+ Gen 1 ফ্ল্যাগশিপ চিপসেট দ্বারা…

ওয়ানপ্লাস সম্প্রতি চীনে OnePlus Ace 2 লঞ্চ করেছে। এটি OnePlus 11R নামে একই সময়ে বিশ্ববাজারেও এসেছে। ফোনটি Qualcomm-এর Snapdragon 8+ Gen 1 ফ্ল্যাগশিপ চিপসেট দ্বারা চালিত। এদিকে শোনা যাচ্ছে যে, শীঘ্রই MediaTek-এর Dimensity 9000 চিপসেটের সাথে OnePlus Ace 2-এর এক নতুন সংস্করণ বাজারে আসবে। সেই দাবিকে মান্যতা দিয়ে এখন সূত্রের খবর, OnePlus Ace 2 Dimensity Edition আগামী মাসেই লঞ্চ হবে। এর সাথে আসন্ন ফোনটির সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্যও প্রকাশ্যে এসেছে।

OnePlus Ace 2 Dimensity Edition ডাউনগ্রেড করা ক্যামেরা সেটআপের সাথে আগামী মাসেই আসছে বাজারে

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, ওয়ানপ্লাস এস২-এর ডাইমেনসিটি এডিশনটি আগামী মাসে অর্থাৎ মার্চেই বাজারে আত্মপ্রকাশ করবে। এর পাশাপাশি টিপস্টার জানিয়েছেন যে, এই নতুন ওয়ানপ্লাস ফোনে ১.৫কে (1.5K) রেজোলিউশন সহ ৬.৭৪ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ২,৭৭২ × ১,২৪০ পিক্সেল, ১,৪৫০ নিট পিক ব্রাইটনেস, ১০০ শতাংশ ডিসিআই পি৩ কালার গ্যামট, ১,৪৪০ হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি পিডাব্লিউএম (PWM) ডিমিং এবং ১২০ হার্টজ পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট অফার করবে।

এছাড়াও জানা গেছে যে, ওয়ানপ্লাস এস২ ডাইমেনসিটি এডিশন-এ একটি ভিন্ন ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে ৬৪ মেগাপিক্সেলের ওভি৬৪এম প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৫৫ ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে৷ তবে,ওয়ানপ্লাস এস২-এর স্ন্যাপড্রাগন সংস্করণে থাকা ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি ক্যামেরার তুলনায়, ৬৪ মেগাপিক্সেলের ওমনিভিশন সেন্সরটি বেশ ডাউনগ্রেড।

প্রসঙ্গত, প্রসেসর এবং ক্যামেরা সেটআপ ছাড়া OnePlus Ace 2 Dimensity Edition-এর অন্যান্য স্পেসিফিকেশনগুলি বর্তমান মডেলের মতোই হবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ, ডিভাইসটিতে সম্ভবত ১০০ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ (ColorOS 13) অপারেটিং সিস্টেমে রান করবে। তবে, Ace 2 Dimensity Edition-এর দাম স্ন্যাপড্রাগন সংস্করণের থেকে কম হবে বলে আশা করা হচ্ছে।