পরিবারের নতুন সদস্যের নাম Ration Card-এর সাথে যুক্ত করতে চান? ঘরে বসেই এভাবে কাজ সেরে ফেলুন

Avatar

Published on:

How Add New Name in Ration Card

পরিচয়পত্র হিসেবে এবং বিনামূল্যে বা কম খরচে সরকারি রেশন পাওয়ার ক্ষেত্রে রেশন কার্ড (Ration Card) ভারতীয় নাগরিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বস্তু। সেক্ষেত্রে আপনার যদি ইতিমধ্যেই রেশন কার্ড থাকে এবং আপনি তাতে পরিবারের নতুন কোনো সদস্যের (নববিবাহিত সদস্য, নবজাতক, শিশু) নাম যোগ করতে চান, তাহলে আমাদের আজকের প্রতিবেদনটি আপনারই জন্য। আসলে রেশন কার্ডে যাদের বা যে সমস্ত সদস্যের নাম থাকে, তার সংখ্যার ভিত্তিতে বিভিন্ন পরিবারের জন্য রেশন বরাদ্দ হয়। তাই বাড়িতে নতুন সদস্য যুক্ত হলে তাদের নামও কার্ডে যোগ করতে হয়। সেক্ষেত্রে এখন আমরা রেশন কার্ড আপডেটের এই প্রক্রিয়াটি আপনাদের সাথে শেয়ার করব, যার ফলে আপনার ঘরে বসেই রেশন কার্ডে কারো নাম যোগ করতে পারবেন।

Ration Card-এ অনলাইনে নাম যুক্ত করার উপায়

১. রেশন কার্ডের নতুন করে নাম যোগ করার জন্য প্রথমে আপনাকে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এক্ষেত্রে প্রতিটি রাজ্যের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট থাকবে।

২. আপনি যদি ইতিমধ্যে ওই ওয়েবসাইট বা পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করে থাকেন, তাহলে সেখানে লগইন করুন অথবা নতুন অ্যাকাউন্ট বানান।

৩. এখানে অ্যাকাউন্ট খুললেই আপনি আপনার পরিবারের নতুন সদস্যের নাম যোগ করার অপশন পাবেন।

৪. এরপর প্রদত্ত অপশনটিতে ক্লিক করলেই একটি আবেদনপত্র খুলবে। এখানে আপনাকে নির্দিষ্ট বিবরণ বা তথ্য দিতে হবে।

৫. এক্ষেত্রে আপনি যার নাম যোগ করতে চান তার সম্পর্কিত কিছু নথি (যেমন নতুন সদস্যের জন্ম শংসাপত্র বা বিয়ের কার্ড) দিতে হবে।

৬. প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করার পর, ক্লিক করতে হবে ‘সাবমিট’ (Submit) বাটনে।

৭. এতে আপনার জন্য একটি রিসিপ্ট বা রসিদ জেনারেট হবে যাতে একটি নম্বর লেখা থাকবে। এই নম্বরের মাধ্যমে আপনি আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন। আর আবেদনের কিছুদিনের মধ্যেই রেশন কার্ড আপনার ঠিকানায় পৌঁছে যাবে।

সঙ্গে থাকুন ➥