স্মার্টওয়াচ নাকি কম্পিউটার? Garmin ভারতে আনল লাক্সারি MARQ সিরিজের 5টি ফিচারে ঠাসা স্মার্ট ঘড়ি

Avatar

Published on:

Garmin MARQ Athlete Adventurer Golfer Captain Aviator Smartwatch launched India

ভারতে আজ আত্মপ্রকাশ করল Garmin সংস্থার লাক্সারি MARQ স্মার্টওয়াচ সিরিজ। নতুন এই লাইনআপে রয়েছে MARQ Athlete, MARQ Adventurer, MARQ Golfer, MARQ Captain এবং MARQ Aviator মডেলের ৫টি স্মার্টওয়াচ। প্রত্যেকটি মডেলে আলাদা আলাদা মেটেরিয়াল এবং কেস ব্যবহার করা হলেও কিছু ফিচার সবকটি মডেলেই সমান। আবার কয়েকটি মডেলে থাকছে উন্নতমানের আলাদা আলাদা বৈশিষ্ট্য। চলুন Garmin MARQ Athlete, MARQ Adventurer, MARQ Golfer, MARQ Captain এবং MARQ Aviator মডেলের স্মার্টওয়াচগুলির দাম, ফিচার ও স্পেসিফিকেশন নিয়ে বিশদে আলোচনা করা যাক।

Garmin MARQ Athlete, MARQ Adventurer, MARQ Golfer, MARQ Captain এবং MARQ Aviator এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে গার্মিন মারকিউ অ্যাথলিট স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১,৯৪,৯৯০ টাকা। পাশাপাশি অ্যাডভেঞ্চার মডেলের দাম রাখা হয়েছে ২,১৫,৪৯০ টাকা। আবার গলফার, ক্যাপ্টেন এবং অ্যাভিয়েটর মডেলের দাম থাকছে যথাক্রমে ২,৩৫,৯৯০ টাকা, ২,২৫,৯৯০ টাকা এবং ২,৪৬,৯৯০ টাকা। প্রিমিয়াম মডেলের এই স্মার্টওয়াচগুলি ই কমার্স সাইট অ্যামাজন, টাটা লাক্সারি ছাড়াও সংস্থা নিজস্ব ওয়েবসাইটে উপলব্ধ।

Garmin MARQ Athlete, MARQ Adventurer, MARQ Golfer, MARQ Captain এবং MARQ Aviator এর ফিচার ও স্পেসিফিকেশন

গার্মিন মারকিউ লাইন আপের স্মার্টওয়াচগুলির ফিচার প্রসঙ্গে বলতে গেলে এগুলিতে ব্যবহৃত হয়েছে শক্তপোক্ত গ্রেড -ফাইভ টাইটেনিয়াম স্টিল মেটেরিয়াল, যা স্ক্র্যাচ প্রতিরোধী এবং হালকা ওজনের। তাছাড়া প্রত্যেকটি মডেলেই থাকছে ৪৬ এমএম ওয়াচ কেস এবং উজ্জ্বল রঙের অ্যামোলেড ডিসপ্লে সহ ডোম স্যাফেয়ার লেন্স।

আবার হেলথ ফিচারের কথা যদি ধরা হয়, তাহলে, ঘড়িগুলিতে হার্ট রেট সেন্সর, স্ট্রেস এবং রেসপিরেশন ট্র্যাকিং, অ্যাডভান্স স্লিপ সেন্সর এবং বডি ব্যাটারি মনিটর উপলব্ধ। শুধু তাই নয়, এতে থাকছে জেট ল্যাগ অ্যাডভাইজার, যা প্লেনে করে অন্য দেশে ট্রাভেল করার পর জেট ল্যাগের এফেক্ট কমাতে সাহায্য করবে। আবার ব্যবহারকারীর সঠিক স্থান নিরীক্ষণ করার জন্য স্মার্টওয়াচগুলিতে মাল্টি ব্যান্ড জিএনএসএস এবং গার্মিন স্যাট আইকিউ টেকনোলজি যুক্ত মাল্টি ফ্রিকোয়েন্সি জিপিএস সাপোর্ট করবে। তদুপরি সংস্থার মতে, একবার চার্জে মারকিউ সিরিজের স্মার্টওয়াচগুলি একটানা ১৬ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম ।

অন্যদিকে গার্মিন মারকিউ (জেন ২) অ্যাথলিট স্মার্টওয়াচটি ডিএলসি কোটেড বেজেল সহ এসেছে। তাছাড়া এতে রয়েছে রিয়েল টাইম ট্র্যাকার। আবার অ্যাভেঞ্চার মডেলে দেওয়া হয়েছে লেদার ডিজাইন এবং টেকসই এফকেএম রাবড হাইব্রিড স্ট্র্যাপ। পাশাপাশি মারকিউ গলফার স্মার্টওয়াচের নাম থেকেই আন্দাজ করা যাচ্ছে এটি গলফ কোর্সের ডিজাইনে এসেছে, যা ৪২,০০০ এর ওপর কোর্স অফার করবে। সেই সঙ্গে এতে থাকছে ভার্চুয়াল ক্যাডি, হ্যাজার্ড ভিউ, উইন্ড ডেটা ও পিন পয়েন্টার।

এখানেই শেষ নয়। সমুদ্রে ব্যবহার করার জন্য বিশেষ ডিজাইন নিয়ে এসেছে মারকিউ ক্যাপ্টেন মডেলটি। এতে রয়েছে নেভি সেরামিক বেজেল। তার সাথে থাকছে বিশেষ টাইমার, যা সুইমারদের সমুদ্রে সাঁতার শুরুর সঠিক সময় নজর রাখতে এবং সাঁতারের সময় গতি বজায় রাখতে সাহায্য করবে। আবার এই মডেলটি কায়াকিং, প্যাডেল বোর্ডিং, উইন্ড সার্ফিং, কাইট সার্ফিং এবং কাইট বোর্ডিং এর মত বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবে। সবশেষে জানিয়ে রাখি, গার্মিন মারকিউ অ্যাভিয়েটর মডেলটি পাইলটদের উদ্দেশ্যে তৈরি হয়েছে। ব্রাশ টাইটেনিয়াম ব্রেসলেট যুক্ত এই মডেলে থাকছে সেরামিক ২৪ আওয়ার জিএমটি বেজেল। তাছাড়া পাইলটদের জন্য স্মার্টওয়াচটি বিশ্বব্যাপী অ্যারোনটিক্যাল ডেটাবেসের অবস্থান, বা ওয়েপয়েন্ট নেভিগেট করার ক্ষমতা রাখে।

সঙ্গে থাকুন ➥