23 বছরের পুরনো প্রযুক্তিকে বিদায় জানিয়ে Samsung, Vivo-দের দলে সামিল হবে Xiaomi

শাওমি (Xiaomi) ফ্ল্যাগশিপগুলি সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত পারফরম্যান্স অফার করার জন্য সারা বিশ্বের স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয়। তবে যেহেতু এগুলির দাম তুলনামূলকভাবে অন্যান্য ব্রান্ডের প্রিমিয়াম…

শাওমি (Xiaomi) ফ্ল্যাগশিপগুলি সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত পারফরম্যান্স অফার করার জন্য সারা বিশ্বের স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয়। তবে যেহেতু এগুলির দাম তুলনামূলকভাবে অন্যান্য ব্রান্ডের প্রিমিয়াম ফোনের থেকে সস্তা। তাই কোম্পানি যে তাদের প্রিমিয়াম মডেলগুলির ফিচার বিভাগে কিছু কস্ট-কাটিং করবে, তা আন্দাজ করাই যায়। আর শাওমি ফ্ল্যাগশিপগুলির একটি ত্রুটি, যা সম্পর্কে ক্রেতারা বেশ কিছুদিন ধরে অবগত, সেটি হল Xiaomi 13 Pro এবং Xiaomi 12S Ultra-এর মতো ফ্ল্যাগশিপগুলিতে প্রায় ২৩ বছরের পুরনো USB 2.0 ডেটা ট্রান্সফার স্ট্যান্ডার্ড থেকে আপগ্রেড করার ক্ষেত্রে কোম্পানির অনীহা৷

তবে অনেক সমালোচনার পরে, মনে করা হচ্ছে কোম্পানিটি ক্রেতাদের দাবি মেনে নিতে আগ্রহী হয়েছে। সূত্রের খবর, শাওমির পরবর্তী চারটি নতুন ফ্ল্যাগশিপ ডিভাইসে USB 3.2 স্ট্যান্ডার্ড অন্তর্ভুক্ত থাকবে। আসুন এবিষয়ে ঠিক কি জানা গেছে, দেখে নেওয়া যাক।

Xiaomi-এর আসন্ন চারটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনে যুক্ত হবে USB 3.2

চীনা টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন যে, শাওমির পরবর্তী চার ফ্ল্যাগশিপ ডিভাইসে ইউএসবি ৩.২ ডেটা ট্রান্সফারের পাশাপাশি ইউএসবি পিডি (পাওয়ার ডেলিভারি) চার্জিং স্ট্যান্ডার্ড প্রোটোকল সাপোর্ট কবে৷ পোস্টে সরাসরি প্রকাশ না করা হলেও, শাওমির পরবর্তী চারটি ফ্ল্যাগশিপ ডিভাইসের নাম যথাক্রমে শাওমি ১৩ আল্ট্রা, শাওমি প্যাড ৬, শাওমি প্যাড ৬ প্রো এবং শাওমি মিক্স ফোল্ড ৩৷

ফ্ল্যাগশিপ ফোনে ইউএসবি ৩.২ ডেটা ট্রান্সফার গতি অন্তর্ভুক্ত করার পদক্ষেপটি অবশেষে শাওমিকে অন্যান্য ব্র্যান্ডের সমতুল্য করে তুলবে। জানিয়ে রাখি, স্যামসাং (Samsung) ২০২০ সাল থেকে স্যামসাং গ্যালাক্সি এস২০ সিরিজের সাথে তাদের ফ্ল্যাগশিপে ইউএসবি ৩.২ অন্তর্ভুক্ত করে এবং ভিভো (Vivo) গতবছরই ভিভো এক্স৮০ প্রো-এর সাথে তাদের ফ্ল্যাগশিপে ইউএসবি ৩.২ চালু করেছে। উল্লেখ্য, শাওমি ফ্ল্যাগশিপগুলিতে কোন USB 3.2 প্রজন্মের (Gen 1, Gen 2 বা Gen 2 2×2) ডেটা ট্রান্সফার সাপোর্ট করবে, তা জানা যায়নি।

অন্যদিকে, শাওমির আসন্ন ফ্ল্যাগশিপে ইউএসবি পিডি সাপোর্ট অন্তর্ভুক্ত করার ফলে, যদি চার্জিং অ্যাডাপ্টার এবং ওয়্যারগুলি ইউএসবি পিডি প্রত্যয়িত হয়, তাহলে এটি বিভিন্ন চার্জিং ডিভাইস ব্যবহার করার সময় ইন্টার-কম্প্যাটিবিলিটি উন্নত করবে বলে আশা করা হচ্ছে। শাওমির নিজস্ব চার্জার ছাড়াও এটি দ্রুত চার্জ করতে সক্ষম হবে।