Earn from online: শুধু গেম খেলে প্রতি মাসে আয় করা যাবে ১ লাখ টাকা, সুযোগ কাজে লাগান এভাবে

সময়ের সাথে সব কিছু পাল্টালেও মানুষের মধ্যে ভিডিও গেম খেলার নেশা যেন একইরকমভাবে রয়ে গেছে! যদিও এখন অধিকাংশই স্মার্টফোনে বিভিন্ন গেম খেলতে পছন্দ করছেন; ঝোঁক…

সময়ের সাথে সব কিছু পাল্টালেও মানুষের মধ্যে ভিডিও গেম খেলার নেশা যেন একইরকমভাবে রয়ে গেছে! যদিও এখন অধিকাংশই স্মার্টফোনে বিভিন্ন গেম খেলতে পছন্দ করছেন; ঝোঁক বেড়েছে অনলাইন গেমিংয়ের। সেক্ষেত্রে আপনি যদি রোজদিন কিছুটা সময় গেমিংয়ের পেছনে ব্যয় করে থাকেন, তাহলে এই নেশাই হতে পারে মোটা টাকা উপার্জনের রাস্তা! আসলে গেমিং এখন শুধু বিনোদনের মাধ্যম নয়, বরঞ্চ এটিকে ভিত্তি করে গড়ে উঠেছে শিল্প যা প্রতি মাসে লাখ টাকা আয় করার সুযোগও দেয়। ভাবছেন ব্যাপারটা কী? তাহলে আসুন এখন গেমিং থেকে আয়ের উপায় সম্পর্কে কিছু তথ্য জেনে নিই।

এই তিনটি কাজ করলেই Gaming-এ মিলবে টাকা

১. লাইভ স্ট্রিমিং: লাইভ স্ট্রিমের সাহায্যে উপার্জন করা এখন খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে যারা গেম খেলেন তারা খেলার লাইভ স্ট্রিম করে ভালো ভিউয়ারবেস তৈরি করতে পারলেই উপার্জন করতে পারেন। তাছাড়া অনেক গেমিং কোম্পানি লাইভ স্ট্রিমিংয়ের বিনিময়ে টাকা দেয়।

২. গেম টেস্টিং: আপনি চাইলে গেম টেস্টার হিসাবেও ভাল উপার্জন করতে পারেন। আসলে বিভিন্ন কোম্পানি কোনো গেম চালু করার আগে সেটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালায়; আর এর দরুন তারা টেস্টিংয়ে আগ্রহী গেমারদের টাকা দেয়। সেক্ষেত্রে আপনি যদি গেম টেস্টার হিসাবে উপার্জন করতে চান, তবে আপনাকে গেম কোম্পানির নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। তবে মনে রাখবেন, টেস্টিংয়ের দরুন আপনাকে গেম সম্পর্কে মতামত দিতে হবে যার ভিত্তিতে কোম্পানি প্রয়োজনে গেমে কোনো পরিবর্তন করবে।

৩. গেমিং ভিডিও: ইউটিউবে (Youtube)-এ এখন বিভিন্ন গেমিং ভিডিওগুলি খুব জনপ্রিয়। তাই আপনি যদি ইউটিউবে আপনার খেলার ভিডিওগুলি লাগাতার আপলোড করেন এবং ভাল ভিউজ পান, তাহলে আপনি ডলারে আয় করতে পারবেন।