ফের দাম বাড়লো Honda Unicorn BS6 বাইকটির, জানুন নতুন মূল্য

ফের একবার দামবৃদ্ধির পথে হাঁটলো হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া (HMSI)। আগস্টেই সংস্থার ১৫০ সিসি কমিউটার বাইক Unicorn BS6-এর দাম ৯৫৫ টাকা বৃদ্ধি করা হয়েছিল।…

ফের একবার দামবৃদ্ধির পথে হাঁটলো হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া (HMSI)। আগস্টেই সংস্থার ১৫০ সিসি কমিউটার বাইক Unicorn BS6-এর দাম ৯৫৫ টাকা বৃদ্ধি করা হয়েছিল। এবারও বাইকটির দাম সামান্য হলেও ৬০৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে এই নিয়ে দ্বিতীয় বার মূল্য বৃদ্ধির ফলে Honda Unicorn BS6 বাইকটির বর্তমান দাম দাঁড়ালো ৯৫,১৫২ টাকা (এক্স-শোরুম,দিল্লী)।

বলাই বাহুল্য, দাম বাড়লেও স্পেসিফিকেশনের কোনোরূপ পরিবর্তন আপনি Unicorn BS6-এ পাবেন না। Honda এই বাইকে দিয়েছে ১৬০ সিসি পিজিএম-এফআই এইচইটি (হোন্ডা ইকো টেকনোলজি) ইঞ্জিন। যা ৭,৫০০ আরপিএমে সর্বোচ্চ ১২.৯১ পিএস পাওয়ার এবং ৫,৫০০ আরপিএমে ১৪ এনএন পর্যন্ত টর্ক জেনারেট করে। নতুন এই BS6 ইঞ্জিন কম থেকে উচ্চ আরপিএম পর্যন্ত মসৃণ ত্বরণ সরবরাহ করতে সহায়তা করে। বাইকটিতে ফাইভ স্পীড গিয়ারবক্স দেওয়া হয়েছে। 

বাইকটির সামনের চাকায় ২৪০ মিমি ডিস্ক ব্রেক ও পেছনের চাকায় ১৩০ মিমি ড্রাম ব্রেক আছে। রাস্তায় চালককে বর্ধিত ব্রেকিং পারফরম্যান্স দেওয়ার উদ্দেশ্যে Unicorn BS6 সিঙ্গল চ্যানেল এবিএসের সাথে এসেছে। ১৪০ কেজি কার্ব ওয়েটযুক্ত এই বাইকের ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি ১৩ লিটার ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮৭ মিমি।

ক্রোম গার্নিশ সহ নতুন ফ্রন্ট কাউল, থ্রিডি উইং মার্ক, সাইড কভারে ক্রোম স্ট্রোক এবং সিগনেচার টেইল ল্যাম্প বাইকটির শোভাবর্ধন করেছে। Unicorn এখন ইম্পেরিয়াল রেড মেটালিক, অ্যাক্সিস গ্রে মেটালিক এবং পার্ল ইগনিয়াস ব্ল্যাক কালারে উপলব্ধ। হোন্ডা, ইউনিকর্নের সাথে দিচ্ছে ৬ বছরের ওয়ারেন্টি প্যাকেজ (৩ বছরের স্ট্যান্ডার্ড + ৩ বছর বর্ধিত ওয়ারেন্টি)।