YouTube: এই গা ছমছমে ভিডিয়ো চালালেই ফোনে একের পর এক সমস্যা, কীসের অশনি সংকেত

স্মার্টফোন বাজারে Google-এর Pixel ফোনগুলি অত্যন্ত জনপ্রিয়। কিন্তু আজকাল অ্যান্ড্রয়েড নির্মাতা সংস্থার নিজের এই ফোনের সাথেই একটি অদ্ভুত ঘটনা ঘটছে, তাও আবার লেটেস্ট মডেলে। Reddit-এর…

স্মার্টফোন বাজারে Google-এর Pixel ফোনগুলি অত্যন্ত জনপ্রিয়। কিন্তু আজকাল অ্যান্ড্রয়েড নির্মাতা সংস্থার নিজের এই ফোনের সাথেই একটি অদ্ভুত ঘটনা ঘটছে, তাও আবার লেটেস্ট মডেলে। Reddit-এর রিপোর্ট অনুযায়ী, YouTube ভিডিও চালানোর পরপরই Pixel 7 এবং Pixel 7 Pro ফোন নিজে নিজেই রিবুট হচ্ছে, কোনো সতর্কতা ছাড়াই! তবে সমস্ত YouTube ভিডিওর ক্ষেত্রেই মানে YouTube প্ল্যাটফর্ম খুললেই যে এমনটা হচ্ছে তা নয়। তাহলে সমস্যা ঠিক কী? আসুন, গোটা বিষয়টি খোলসা করে জেনে নিই।

YouTube-এ কেবল নির্দিষ্ট একটি ভিডিও দেখলেই Pixel ফোনে হচ্ছে সমস্যা

শুরুতেই বলেছি যে, সমস্ত ইউটিউব ভিডিও প্লে করলেই পিক্সেল ফোন ক্র্যাশ করছেনা; কেবলমাত্র একটি ভিডিওর কারণেই এরূপ ঘটছে যা কিনা আদতে একটি সিনেমার 4K HDR ক্লিপ। এক্ষেত্রে কিছু পিক্সেল ৬ (Pixel 6) এবং পিক্সেল ৬এ (Pixel 6a) ইউজারও এই সমস্যার সম্মুখীন হয়েছেন বলে জানা গিয়েছে, তবে সবচেয়ে বেশি ঝামেলায় পড়েছে গুগলের লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোনগুলি।

উল্লেখ্য, বহু ইউজার উল্লিখিত ভিডিওটি চালানোর পরে সেলুলার কানেকশন হারিয়েছেন বলে অভিযোগ জানিয়েছেন, যার ফলে তার ফোনে নেটওয়ার্ক গায়েব হয়েছে। যদিও ফোন রিস্টার্ট করলে এই সমস্যা চলে যাচ্ছে। এদিকে ভিডিওর জেরে নাকি ফোন রিবুটও হয়ে যাচ্ছে।

এই ভিডিওর কারণেই যত সমস্যা

এতটুকু পড়ে নিশ্চয়ই আপনারা ভাবছেন যে, ঠিক কী এমন ভিডিও যা প্লে করলেই হাতের দামী ফোন নিয়ে অস্বস্তিতে পড়তে হচ্ছে। সেক্ষেত্রে বলি, এই পুরো ঘটনার পেছনে রয়েছে ‘এলিয়েন’ (Alien) হরর মুভির একটি ভিডিও ক্লিপ। এই ভিডিওটি ইউটিউবে অ্যাপেক্স ক্লিপ (Apex Clip) নামক সংস্থা আপলোড করেছে। আর ২০১৯ সালের এই সিনেমার ২.৫৮ মিনিটের একটি ভিডিওই ইউজারদের ইউটিউব অ্যাপের মাধ্যমে সমস্যায় ফেলেছে। অনেক ইউজার আবার এই ভিডিওটি তাদের বন্ধুদের কাছে প্র্যাঙ্ক করার জন্য পাঠাচ্ছেন।

কিন্তু যাইহোক, গোটা বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি গুগল। তবে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটিকে স্যামসাং (Samsung)-এর ওয়ালপেপার ক্র্যাশিংয়ের হওয়ার সাথে তুলনা করেছেন। এমনকি অনেকে মজা করে আলোচ্য ভিডিওটি সত্যিই ভিনগ্রহীদের সাথে সম্পর্কিত বলে উল্লেখ করেছেন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন