Oppo Enco Free 3: মিলবে দুর্দান্ত সাউন্ড, জল প্রতিরোধী রেটিং সহ লঞ্চ হল এই ইয়ারবাড

Avatar

Published on:

Oppo Enco Free 3 launched

আজ Oppo Find X6 সিরিজের স্মার্টফোনের সাথে চীনে লঞ্চ হয়েছছ Oppo Enco Free 3 ইয়ারবাড। এতে রয়েছে টাচ গেসচার কন্ট্রোল, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার এবং লো ল্যাটেন্সি গেমিং মোড। তাছাড়া এই ইয়ারফোনে ব্যবহৃত হয়েছে ব্যাম্বু ফাইবারের তৈরি ১২.৪ এমএম ড্রাইভার। চলুন দেখে নেওয়া যাক নতুন Oppo Enco Free 3 ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Oppo Enco Free 3 এর দাম ও লভ্যতা

ওপ্পো এনকো ফ্রি ৩ ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ৪৯৯ ইউয়ান (প্রায় ৬,০০১ টাকা)। তবে এখন এটি ৪৪৯ ইউয়ান ( প্রায় ৫,৩৯৯ টাকা ) মূল্যে প্রি- অর্ডারের জন্য উপলব্ধ। আগামী ৩ এপ্রিল থেকে শুরু হবে এর শিপিং। উল্লেখ্য, ব্যাম্বু শ্যাডো গ্রিন এবং ব্লুফ্লসড হোয়াইট, এই দুটি কালার অপশন পাওয়া যাবে ইয়ারফোনটি।

Oppo Enco Free 3 এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত ওপ্পো এনকো ফ্রি ৩ ইয়ারফোনটি তার পূর্বসূরীর মতোই ডিজাইন সহ এসেছে অর্থাৎ এটি দেখতে অ্যাপল এয়ারপডের মত। যদিও এর চার্জিং কেসটি ডিম্বাকৃতির।

অন্যদিকে, নয়া ইয়ারফোনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, এতে ব্যবহৃত হয়েছে ব্যাম্বু ফাইবারের তৈরি ১২.৪ এমএম ড্রাইভার। এটি বিশ্বের প্রথম ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন যাতে এই ধরণের ড্রাইভার ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, ইয়ারফোনটিতে পাওয়া যাবে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি, যা এলডিএসি, এলসি৩, এএসি এবং এসবিসি অডিও কোডেক সাপোর্ট করবে। পাশাপাশি হাই রেজ অডিও ওয়্যারলেস সার্টিফাইড ইয়ারবাডটি সংস্থার নিজস্ব স্প্যাসিয়াল অডিও ফিচার অফার করতে সক্ষম। তাছাড়া হেয়ারেবলটি ৪৯ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার সাপোর্ট সহ এসেছে। সেই সঙ্গে এতে মিলবে ৪৭ এমএম লো ল্যাটেন্সি গেমিং মোড।

উপরন্তু Oppo Enco Free 3 ইয়ারবাডে টাচ গেসচার কন্ট্রোল উপলব্ধ। আবার একই সঙ্গে এটিকে একাধিক ডিভাইসের সঙ্গে যুক্ত করা যাবে। এবার আসা যাক ইয়ারফোনটির ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে ইয়ারফোনটি ৭ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে। আবার চার্জিং কেস সমেত এটি ৩০ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকবে। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনটিতে দেওয়া হয়েছে IP55 রেটিং।

সঙ্গে থাকুন ➥